নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই

আমি কোনো আগন্তুক নই। এই খর রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে

সোহানা মাহবুব

আমি ভালবাসি মেঘ চলিষ্ণু মেঘ ঐ উঁচুতে আমি ভালবাসি আশ্চর্য মেঘদল।

সোহানা মাহবুব › বিস্তারিত পোস্টঃ

আজ অপুর জন্মদিন

০৬ ই জুন, ২০০৯ রাত ১২:০৫

নিশ্চিন্দিপুরের অপুকে নিশ্চয়ই সবার মনে আছে? না, অমি সেই অপুর কথা বলছি না। অপু, আমাদের পরিবারের সবচেয়ে আদরের মানুষ-আমার ছোট বোন। আজ ওর জন্মদিন। ও ভূমিষ্ঠ হবার আগেই বাবা এই নামটি ওর জন্য বেছে রেখেছিলেন। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমায় যে ছোট্ট শিশুটি অপু চরিত্রে অভিনয় করেছে, ছেলেবেলায় অনেকটা সেরকমই দেখতে ছিল সে, বড় বড় চোখে ধারালো চাহনি। বড় হওয়ার সাথে সাথে অবশ্য আদল পরিবর্তন হয়ে গেছে অনেকটাই, তবু আদুরে ভঙ্গি আর ধারালো ভাবের পরিবর্তন হয়নি একটুও। ছোট বলে পরিবারের প্রতিটি মানুষের ভালবাসায় সে সিক্ত হয়েছে প্রতিমুহূর্তে। এখন সে পরিণত এক তরুণী, স্বনামধন্য একটি সরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিজের কাছে নিজে সে অনেক বড়, কিন্তু আমাদের কাছে? সেই আদুরে ভঙ্গি আর ধারালো চাহনির ছোট্ট অপু হয়েই আছে, চিরকাল থাকবে। ওর বয়স আর এক বছরও বাড়বেনা আমাদের কাছে। মাঝে মাঝে আমরা বড়রা ছোট বলে ওর ওপর দু একটা খবরদারি করলে ও ভীষণ রেগে যায়, ভারিক্কি চালে জবাব দেয়-তাকে ছোট ভাবার কোন কারণ নেই, সে এখন সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী ........ অপুর এই গম্ভীর আচরণে আমরা আড়ালে মুখ লুকিয়ে হাসি। আবার মাঝে মাঝে ঠিক এর উল্টো স্বর শোনা যায় ওর কণ্ঠে। কোন কাজে সাহায্য করার কথা বললে যখন সে মিষ্টি হেসে আহ্লাদে গদগদ হয়ে বলে "আমি তো ছোট, বড়দের কাজ পারি না" তখন তার চেহারায় প্রবলভাবে ছেলেমানুষী ফুটে ওঠে।



আমি ওর থেকে খুব একটা বড় নই, তবু আমার মনে পড়ে ওর জন্মক্ষণের কথা, ওর হাঁটতে শেখার কথা, ওর প্রথম মা ডাক শেখার কথা, ওর এই হঠাৎ বড় হওয়ার কথা-সব মনে পড়ে আমার। এই সেদিনের ছোট্ট অপু - ধীরে ধীরে কত বড় হয়ে গেল, ভাবতে অবাক লাগে! সময় কত দ্রুত জীবনের পখে দৌড়োয়। চুমো দেবার জন্য মুখ বাড়ালে যে শিশুটি আহ্লাদে গলে গিয়ে গাল পেতে দিত, সেই ছোট্ট অপুর আজ জন্মদিন।



প্রাণের গহিনে সঞ্চিত আমার সকল শুভবোধ, আমার সকল ভালবাসা এক করে আমি ওকে জন্মতিথিতে শুভেচ্ছা জানাই। "অপু", শুভ হোক জন্মদিন-বিশ্বের আঙিনায় অনেক বড় হও, তবে আমাদের কাছে ছোট্টটিই থেকো। আমরা তোমায় অনেক ভালবাসি, তা কি তুমি জান?

মন্তব্য ৬১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০০৯ রাত ১২:১৫

একলব্যের পুনর্জন্ম বলেছেন: অপূর্ব দোস্ত হ্যাপি বার্থডে ---------- সবসময় ভালো থাক , সবসময় আনন্দে থাক --এমনিই চঞ্চল থাক -------------- আর কাল কোথায় পার্টি কুইক জানা :)

...........................................................................

এই যে ম্যাডাম , অপূর্ব ঠিকই বলে -- উই আর নাউ অ্যাডাল্ট , আন্ডারে স্টুড ? সম্মান দিয়ে কথা বলা হোক । :P

০৬ ই জুন, ২০০৯ রাত ১২:২১

সোহানা মাহবুব বলেছেন: লাভ নাই। সারাজীবন ছোটই থাকবি, তুই, অপু, তোদের পুরো ব্যাচ।অন্তত আমার কাছে।

২| ০৬ ই জুন, ২০০৯ রাত ১২:২১

একলব্যের পুনর্জন্ম বলেছেন: হেহে --- বয়স কমানোর ট্রাই মাইরো না ডিয়ার --৫ বছরের বড় --কয় , তেমন বড় না ।

হে প্রৌঢ়া সচেতন বাক্য নিক্ষেপ করো ।

০৬ ই জুন, ২০০৯ রাত ১২:২৪

সোহানা মাহবুব বলেছেন: :(

৩| ০৬ ই জুন, ২০০৯ রাত ১২:২১

হাসান মাহবুব বলেছেন: হেপি বাড্ডে টু অপু। কেক্কু্ক্কৈ?

০৬ ই জুন, ২০০৯ রাত ১২:২৫

সোহানা মাহবুব বলেছেন: আমিও তো অপুরে জিগাই কেক্কুক্কৈ?

৪| ০৬ ই জুন, ২০০৯ রাত ১২:২৩

নিবিড় অভ্র বলেছেন: শুভ জন্মদিন :)

০৬ ই জুন, ২০০৯ রাত ১২:২৬

সোহানা মাহবুব বলেছেন: অপুর হয়ে ধন্যবাদ জানাচ্ছি।

৫| ০৬ ই জুন, ২০০৯ রাত ১২:২৬

~স্বপ্নজয়~ বলেছেন: শুভ জন্মদিন অপু :)

০৬ ই জুন, ২০০৯ রাত ১২:২৯

সোহানা মাহবুব বলেছেন: অপুর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

৬| ০৬ ই জুন, ২০০৯ রাত ১২:২৭

একলব্যের পুনর্জন্ম বলেছেন: অপু একটি কপিরাইটেড নেম ---অনলি ফর অপু'স নিয়ার ওয়ানস ।

আপনারা অপুকে অপূর্ব বলে ডাকেন :)

০৬ ই জুন, ২০০৯ রাত ১২:৩০

সোহানা মাহবুব বলেছেন: অপর্ণা তোকে অপু থ্যাংকস দিছে।

৭| ০৬ ই জুন, ২০০৯ রাত ১২:৩২

মুক্ত বয়ান বলেছেন: এই অপু কে?? যিনিই হন.. তাকে শুভেচ্ছা।:)

কেক্কুক কই??


অ:ট: আজ আমারও একজন বিশেষ কেউ'র জন্মদিন। ৩ দিন জ্বরে ভুগে বিছানায় ফ্ল্যাট!! জন্মদিনে ফোন করে যে শুভেচ্ছা জানাবো, তারও উপায় নাই। :(

০৬ ই জুন, ২০০৯ রাত ১২:৩৭

সোহানা মাহবুব বলেছেন: আমিও তো অপুরে জিগাই কেক্কুক কই?
আপনার সেই বিশেষ একজনকে আমার এবং অপুর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।
জ্বর হলেও একটু কষ্ট করে সেই বিশেষ একজনকে শুভেচ্ছা জানান। বিশেষ একজন বলে কথা।
আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।

৮| ০৬ ই জুন, ২০০৯ রাত ১২:৩৭

সিউল রায়হান বলেছেন: সেইদিনই থার্ড ইয়ারে পড়ত মেয়েটা আর আজকে কত বড় হয়ে গেল ( বয়স, শিক্ষাগত যোগ্যতা সবদিকেই )....... :)

অপূর্বের সামনের জীবন নামের মতই অপূর্ব হোক এই শুভকামনাই থাকল......... অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের...


(আগামী জন্মদিন আসার আগেই বিসিএস দিয়ে পুলিশ হ এই কামনাও থাকল ;) )

০৬ ই জুন, ২০০৯ রাত ১২:৪১

সোহানা মাহবুব বলেছেন: মাশফিক অপূর্ব পুলিশ হলে তোমাকে পেটন দিতে চাইছে।
শুভেচ্ছা গৃহীত হল।
ভাল থেকো।

৯| ০৬ ই জুন, ২০০৯ রাত ১২:৩৯

একলব্যের পুনর্জন্ম বলেছেন: অপু আমার জিগরি দোস্ত ----যারে ব্লগে আনার জন্য আমি ২ মাস ধইরা গুতাইতেছি , কিন্তু আইলসার টাইম হয় না X(

হুমম বালিকার কি ? বালিকাকে শুভেচ্ছা ভাইটি @ মুক্ত

০৬ ই জুন, ২০০৯ রাত ১২:৪৩

সোহানা মাহবুব বলেছেন: আপু আসলেই আইলসা।

১০| ০৬ ই জুন, ২০০৯ রাত ১২:৪৪

অনন্ত দিগন্ত বলেছেন: অপু কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ...

০৬ ই জুন, ২০০৯ রাত ১২:৫৫

সোহানা মাহবুব বলেছেন: লেখক বলেছেন: অপুকে আপনার শুভেচ্ছা জানিয়ে দিলাম। ধন্যবাদ আপনাকে।

১১| ০৬ ই জুন, ২০০৯ রাত ১২:৫১

রোবোট বলেছেন: এপুর দোসত অপু-
তাইলে তো বিয়ার বয়স হৈসে। এপু লাফায়ো না, তোমার বিয়ার বয়স হয়নাই।

০৬ ই জুন, ২০০৯ রাত ১:০৩

সোহানা মাহবুব বলেছেন: হইবো না, এই দুইটার ভয়েসের জ্বালায় ছেলেরা পালায়।

১২| ০৬ ই জুন, ২০০৯ রাত ১২:৫৪

মুক্ত বয়ান বলেছেন: থ্যাংকু @ এপু'দি ও সোহানা আপু।

ফ্ল্যাট মানে.. আমি ২ দিন ছিলাম। এখন সুস্থ। কিন্তু উনি এখনো ভয়াবহ অসুস্থ। :(
উঠেও বসতে পারেন না। হাঁটা-চলা তো সুদূর পরাহত!! এখন ফোন করলে তো ঘুম ভাঙবে। তাইলে আবার সারারাত জেগে থাকার কষ্ট। তাই, আর ফোন করা হচ্ছে না। কাল যখন ভাল লাগবে, তখন ফোন করবে, তখন আবার শুভেচ্ছা জানানো হবে। আপাতত, এস.এম.এস-ই ভরসা। :)

@ এপু'দি: আমি যে নামে ডাকি.. সেটা বলি??
"কীর্তিকা"

০৬ ই জুন, ২০০৯ রাত ১২:৫৮

সোহানা মাহবুব বলেছেন: তাহলে জমকালো একটা এস. এম. এস পাঠান। আপনার বিশেষ একজনের আরোগ্য কামনা করি।

১৩| ০৬ ই জুন, ২০০৯ রাত ১২:৫৫

একলব্যের পুনর্জন্ম বলেছেন: মামা এইটা কেমন কথা হৈলো !


এমনেই অপু আমি কারো কোনো ডিংডং দেখা যায় না --তার উপ্রে এমন আশাহীন কতা ..........

১৪| ০৬ ই জুন, ২০০৯ রাত ১২:৫৭

একলব্যের পুনর্জন্ম বলেছেন: এহেন কঠিনস্য কঠিন নামে কেমনে ডাকো ভাইটি ? কীর্তিকা কৈয়া মেসেজ পাঠানো যায় --কিন্তু সামনে ডাকো কেমনে ? দাত ব্যাথা করে না ? :)

১৫| ০৬ ই জুন, ২০০৯ রাত ১:০০

রোবোট বলেছেন: রান্না না জানলে বিয়ার বয়স হয় নাকি? তোমার মা যে বিয়ার কথা বলেন না কারণ আছে। অপুরও কি একই ঘটনা? দুইজনেরই ধোলাই লাগপে।

০৬ ই জুন, ২০০৯ রাত ১:০৫

সোহানা মাহবুব বলেছেন: দুই জনের একই কাহিনি।

১৬| ০৬ ই জুন, ২০০৯ রাত ১:০২

একলব্যের পুনর্জন্ম বলেছেন: খেক খেক ---অপু খুব ভালো পানি গরম কর্তে পারে বৈলাই জানি।

০৬ ই জুন, ২০০৯ রাত ১:০৪

সোহানা মাহবুব বলেছেন: :)

১৭| ০৬ ই জুন, ২০০৯ রাত ১:০৩

মুক্ত বয়ান বলেছেন: @ সোহানা আপু: ম্যাসেজ পাঠানো হয়ে গেছে। একাধিক। :)

@ এপু'দি: ক্যান?? দাঁতে ব্যাথা করবে ক্যান?? আমার আছে পেপসোডেন্ট!! দাঁতে টোকা দিলে টাক-টাক শব্দ হয়!!! [ঠিক টি.ভি'র এ্যাডের মতন!!! ;)]

১৮| ০৬ ই জুন, ২০০৯ রাত ১:০৭

একলব্যের পুনর্জন্ম বলেছেন: দুই জনের একই কাহিনি।


..........................................................

হ আইছে ফখরুদ্দিন বাবুর্চি X(X( কোনোদিন তো ডাল ভাত ও রাইন্ধা খাওয়াও নাই

০৬ ই জুন, ২০০৯ রাত ১:১১

সোহানা মাহবুব বলেছেন: আবার জিগায়...................।;)

১৯| ০৬ ই জুন, ২০০৯ রাত ১:১৫

রোবোট বলেছেন: এপু
লেখিকা কি তোমার দোস্তের সামনে লাইন আটকায় খাড়ায় আসে?

০৬ ই জুন, ২০০৯ রাত ১:২২

সোহানা মাহবুব বলেছেন: আরে না ভাই......কবেই ক্লি্য়ারেন্স দিসি ;)

২০| ০৬ ই জুন, ২০০৯ রাত ১:১৯

সিউল রায়হান বলেছেন: "মাশফিক অপূর্ব পুলিশ হলে তোমাকে পেটন দিতে চাইছে। "

ব্যাপার না.........যেখানে আর্মি'র মাইর হজম করছি, সেখানে পুলিশের কোন বেইল নাই :)


ওরে বলেন ও পুলিশ হইলে যেন ফেসবুক অ্যাকাউন্ট, ফোন সব বন্ধ করে রাখে নয়তো আমি ওরে পঁচাইয়া আর কিছু রাখব না.... :D

০৬ ই জুন, ২০০৯ রাত ১:২৪

সোহানা মাহবুব বলেছেন: "ওরে বলেন ও পুলিশ হইলে যেন ফেসবুক অ্যাকাউন্ট, ফোন সব বন্ধ করে রাখে নয়তো আমি ওরে পঁচাইয়া আর কিছু রাখব না".সংবাদটি যথাস্হানে পৌঁছে দিলাম জনাব।

২১| ০৬ ই জুন, ২০০৯ রাত ১:৩৭

একলব্যের পুনর্জন্ম বলেছেন: হ খালি ক্লিয়ারেন্স দিয়া কি কর্মু ? পাত্র বাইর করো :)

০৬ ই জুন, ২০০৯ রাত ১:৫৭

সোহানা মাহবুব বলেছেন: হারিকেন লাগবো।

২২| ০৬ ই জুন, ২০০৯ রাত ১:৫৮

একলব্যের পুনর্জন্ম বলেছেন: তুমারটা কি হারিকেন দিয়া বাইর কর্ছিলা ?

০৬ ই জুন, ২০০৯ রাত ২:৪৬

সোহানা মাহবুব বলেছেন: আমারটা চার্জার দিয়া বাইর করছি।

২৩| ০৮ ই জুন, ২০০৯ রাত ১:৫৫

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:

০৮ ই জুন, ২০০৯ রাত ২:০০

সোহানা মাহবুব বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ ছবিটির জন্য।আমাদের অপুর চোখ দুটো ঠিক এমন ধারালো ছিলো।

২৪| ০৮ ই জুন, ২০০৯ সকাল ১০:০৭

অন্ধ দাঁড়কাক বলেছেন: সকাল থেকে কিছু খাইনাই এখনো। কেক দেখেই খেতে মন চাইলো। অপুকে জন্মদিনের বাসী শুভেচ্ছা। (আমার জন্য একটা বাসী কেক হলেও পাঠিয়ে দি্যেন :))

( @এপু : আপনাদের ফ্রেন্ড সার্কেলে সবার নাম কি স্বরবর্ণ দিয়ে শুরু হয়ে পু দিয়ে শেষ হয়ছে? এপু, অপু, ইপু, ঐপু.... :D)

০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৪৬

সোহানা মাহবুব বলেছেন: ছি!বাসী কেন হবে?ওপরের টাটকা কেকের পুরোটাই পাঠিয়ে দিলাম,আপনিই বাকী ছিলেন।অপুকে শুভেচ্ছা পাঠিয়ে দিলাম।

প্রথম ২টো নাহয় বুঝলাম...কিন্তু ইপু, ঐপু এরা কারা?

২৫| ০৮ ই জুন, ২০০৯ সকাল ১০:১০

নুশেরা বলেছেন: বিলম্বিত শুভেচ্ছা। ভালো থাকুক অপু।

০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৪৭

সোহানা মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ আপু। অপুকে শুভেচ্ছা পাঠিয়ে দিলাম। ভাল থাকুন।

২৬| ০৮ ই জুন, ২০০৯ সকাল ১০:২০

শাওন৩৫০৪ বলেছেন: শুভ জন্মদিন অপু - ইট্টু লেট হইয়া গেলো...;)

০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৪৯

সোহানা মাহবুব বলেছেন: মাগার অসুবিধা নাইক্কা, শুভেচ্ছা পাঠায়া দিলাম। ভাল থাকেন।

২৭| ০৮ ই জুন, ২০০৯ সকাল ১০:২২

ক-খ-গ বলেছেন: লেইট হেপি বাড্ডে টু অপু। কেক্কু্ক্কৈ? কেক্কু্ক্কৈ?কেক্কু্ক্কৈ?কেক্কু্ক্কৈ?কেক্কু্ক্কৈ?কেক্কু্ক্কৈ?কেক্কু্ক্কৈ?কেক্কু্ক্কৈ?কেক্কু্ক্কৈ?কেক্কু্ক্কৈ?কেক্কু্ক্কৈ?কেক্কু্ক্কৈ?কেক্কু্ক্কৈ?কেক্কু্ক্কৈ?

০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৪০

সোহানা মাহবুব বলেছেন: লেইট ধন্যবাদ........কেক্কু্ ওপরে,হ্যাভ আ বাইট ;)

২৮| ০৯ ই জুন, ২০০৯ রাত ১২:২৬

অন্ধ দাঁড়কাক বলেছেন: ইপু, ঐপু ওদের বন্ধু মনে হয় :)

০৯ ই জুন, ২০০৯ বিকাল ৩:০১

সোহানা মাহবুব বলেছেন: মনে হয় ;)

২৯| ০৯ ই জুন, ২০০৯ ভোর ৪:২৬

পাথুরে বলেছেন: খাওয়া-দাওয়ার গন্ধ পাইলে দূরে থাকতাম ফারি না। হেফী বাড্ডে।

০৯ ই জুন, ২০০৯ বিকাল ৩:০০

সোহানা মাহবুব বলেছেন: ট্যাংকু।কেক নিয়ে বসে যান তাড়াতাড়ি।

৩০| ০৯ ই জুন, ২০০৯ দুপুর ১২:১০

একলব্যের পুনর্জন্ম বলেছেন: কিন্তু আমার নাম তো কোনোকালে এপু ছিলো না । ব্লগ নিককে কেটে এখানেই তার জন্ম ব্লগারদের হাতে ।

আর অপু আসলেই ওর নাম । :)

০৯ ই জুন, ২০০৯ দুপুর ২:৫৮

সোহানা মাহবুব বলেছেন: একমত। ;)

৩১| ০৯ ই জুন, ২০০৯ রাত ১০:৩৫

পাথুরে বলেছেন: আফা গো! কি খাওয়াইলেন? ফেড বেথা করতাসে। কুক খাইলে কমতারে। :P

৩২| ১০ ই জুন, ২০০৯ রাত ১২:০৯

সোহানা মাহবুব বলেছেন: আবার কুক?বাঙ্গালির এই এক সমস্যা।বসতে কৈলে............যাউগ্গা.....ব্যাপার না.....।কুক দিমুনে।

৩৩| ১০ ই জুন, ২০০৯ রাত ১২:৪১

পাথুরে বলেছেন: কুকের লাগি থ্যাঙ্কু। :)
আজকাল কি আর আগের মত খাইতে ফারি কন?
..........গড়-গড়াত!!!!!!!!!! (ঢেকুরের ইমো হইবেক)

১০ ই জুন, ২০০৯ রাত ৩:১৪

সোহানা মাহবুব বলেছেন: :) আফনেরে উইলকাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.