![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানিং হ্যাপি এবং রুবেল নিয়ে নানা জায়গাতে নানা ধরনের কথা বার্তা শোনা যাচ্ছে। বিশেষ করে হ্যাপি তার ফ্যান পেজে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। কখনোবা বিভিন্ন নিউজ সাইটে দেখা যাচ্ছে তাদের কে নিয়ে নানা ধরনের লেখালেখি।
গতকাল দেখলাম তাদের নিয়ে বেশ কয়েকটা লেখা। তার মধ্যে, হ্যাপি নিজেই তার পেজে একটি স্ট্যাটাস দিয়েছে।
স্ট্যাটাসঃ উফ! এত খুশি খুশি লাগে কেন : হ্যাপী
গতকাল কিছু ম্যাসেজের স্ক্রীন শর্ট প্রচারের পর থেকে মামলা খাওয়ার আশঙ্কায় আছেন নাজনীন আক্তার হ্যাপী। তবে এই আশঙ্কাকে তিনি শান্তি ও উপভোগের করার জন্য প্রস্তুত। আজ (সোমবার) রাত ২টার দিকে তিনি এই অনুভূতি প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তার ফেসবুক স্টার্টাসটি হুবহু তুলে ধরা হল, আমার নামে রুবেল মামলা করেছে ৯০ ভাগ শিওর । পুরোপুরি তখন শিওর হব যখন পুলিশ এসে আমাকে নিয়ে যাবে। মজায় লাগছে। জীবনে
এত experience সবার ভাগ্যে হয় না।আমি খুশি। ভয় ডর বলে তো আল্লাহ আমাকে কিছু দেয় নি। শুধুমাত্র মায়ের জন্য খারাপ লাগবে, মা তো আর জানেনা আমার ভালোই লাগছে। আশা করি খুব উপভোগ করব। ইনশাআল্লাহ। জেলে কত ধরনের মানুষ! কাছ থেকে দেখার ও অনেক কিছু জানার সৌভাগ্য হবে। আহ! কি শান্তি! জীবনে অনেক কিছু জানতে চাই।
তাছাড়া গতকাল আরো একটা স্ট্যাটাস দেখলাম রুবেলের ১২টি ম্যাসেজ ফাঁস করলেন হ্যাপী
এরকম আরও অনেক মজার এবং নতুন নিউজ দেখতে