![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার চাচা স্ট্রোক করে বাকশক্তি হারিয়ে ফেলেছেন । ডাক্তাররা বলেছেন উনার বাকশক্তি হয়ত আস্তে আস্তে ফিরে আসবে ইনশাল্লাহ। তবে স্পীচ থেরাপী দিতে পারলে সেটা হয়ত দ্রুততর হবে । শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছে জানি। এছাড়া মহাখালীতেও নাকি আছে। তবে সেটার কোনো ঠিকানা জানিনা। কেউ যদি জানেন অনুগ্রহ করে জানালে উপকার হবে।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫১
কালো পতাকার খোঁজে বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য। তবে উনার এখন ১ বছরের বেশী হয়ে গেলেও কোনো উন্নতি নেই ।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৭
অদ্ভূত একজন বলেছেন: স্পীচ থেরাপী দেয়ার জন্য গ্রাজুয়েট স্পীচ থেরাপীষ্ট সিারপি আর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খোজ করলেই পাবেন।
Centre for Neurodevelopment and Autism in Children (CNAC) BSMMU, Dhaka
1st and 2nd floor, Utility Building,
Opposit Block-D
Bangabandhu Sheikh Mujib Medical University,
Shahbag, Dhaka-1000, Bangladesh.
Centre for the Rehabilitation of the Paralyzed (CRP) :
PO CRP-Chapain, Savar, Dhaka 1343, Bangladesh
Tel: (880)2 7745464-5; Fax: (880)2 7745069
Branch : Mirpur-14, Dhaka
Tel : +88 028020178, +88 028053662
Regards
Advanced School For Special Children (ASSC)
http://www.asscbd.webs.com
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪
কালো পতাকার খোঁজে বলেছেন: ধন্যবাদ আপনাকে CRP এর ঠিকানা দেয়ার জন্য। তবে মহাখালীতে কি কোনো স্পীচ থেরাপী নেই?
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
উনার সাথে যোগাযোগ করেন View this link
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
শ্রীঘর বলেছেন: ভাই আমার আম্মার সাব এরকনয়েড হেমোরেজ হইছিল। ডাক্তার আমাদের একই ধরনের পরামর্শ দিছিল।
আমরা ফুলটাইম টিভি ছাইরা রাখতাম তার সামনে। হেমোরেজ হওয়ার প্রায় ২ মাস পরে হঠাৎ তার বাকশক্তি ফিরে পায়।
আপনি ট্টাই করতে পারেন।
প্রয়োজনে আর কিছু জানার হলে ০১৬৮৫৭১৮১৬৫