![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলা সাহিত্যের কেউ নই।সৃস্টির চিরায়ত নিয়ম অনুসারে জীবন চালাতে হয।আমি অতি সাধারন ভাবে এই জীবন নামে সীমাহীন সাগরকে পাড়ি দেওয়ার প্রত্যয়ে হাল ধরেছি।কেউ জীবনকে চিনে অতি অল্প বয়সে আমিও তাদের একজন।তবে আমি আমার জীবনেকে সম্পূর্ন রূপে লেখায় ফুটিয়ে তুলতে পারিনি।যদি মহান আল্লাহর অশেষ তায়ালার কৃপায় এবং এই ব্লগের সকল গুণী লেখকেদের সহযোগিতায় আমার লেখার মাধ্যমে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারলে আমি বিশ্বাস করি আমার মত অনেক সুযোগ সুবিধা বঞ্চিতরা জীবনের দিশা খুঁজে পাবে।
শব্দ দুষণের ক্ষতিকর প্রভাবঃ
ডাঃসোহেল
১)অতিরিক্ত শব্দ দুষণে মানুষের শ্রবণ শক্তি হ্রাস পায় এমনকি শ্রবণ শক্তি সর্ম্পূণ নষ্ট হয়ে যেতে পারে।
২)শব্দ দুষণে মানুষের হৃদযন্ত্রের স্পন্দন বৃদ্ধি পায়।
৩)শব্দ দুষণে মানুষের রক্তচাপ বৃদ্ধি পেয়ে মষ্তিকে রক্তক্ষরণ হয়ে মানুষের মৃত্যু ঘটতে পারে।
৪)অতিরিক্ত শব্দ দুষণে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।
৫)শব্দ দুষন মানুষকে ইনসোমনিয়ায় ভোগাতে পারে।
করণীয়ঃ
১)বিনা প্রয়োজনে গাড়ির হর্ণ বাজাবেন না।
২)গাড়িতে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করবেন না।
৩)আবাসিক এরিয়ায় শিল্প প্রতিষ্ঠান স্থাপন করবেন না।
৪)স্কুল-কলেজের সাথে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করবেন না।
৫)অতিরিক্ত মোবাইলের ব্যবহার কিংবা হেডফোনে গান শোনা থেকে বিরত থাকা।
০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৩
ডা:সোহেল২৫ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাই রেজওয়ানা আলী তনিমা
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক কিছু জানলাম,ধন্যবাদ।