![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় অর্ধ পৃথিবীর শাসক হযরত উমর (রাঃ)এর খিলাফতের প্রথম দিকে হযরত আবু উবাইদা (রাঃ) তখন রাষ্ট্রীয় কোষাগার দেখাশুনা করতেন মানে, রাষ্ট্রীয় কোষাগারের অর্থমন্ত্রী ছিলেন হজরত আবু উবাইদা (রাঃ)।
-
ঈদের আগের দিন খলীফার স্ত্রী খলিফাকে বললেন,- ‘আমাদের জন্য ঈদের নতুন কাপড় না
হলেও চলবে। কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে’।
খলীফা বললেন,- ‘আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই!'
-
পরে খলীফা উমর (রাঃ) হযরত আবু উবাইদাকে এক মাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি
পাঠালেন। সমগ্র মুসলিম জাহানের খলীফা যিনি, যিনি অর্ধ পৃথিবী শাসন করছেন, তাঁর এ ধরনের চিঠি পাঠ করে হযরত আবু উবাইদার চোখে
পানি এসে গেল। উম্মতে আমীন হযরত আবু উবাইদা (রাঃ) বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন,-
‘আমীরুল মুমিনীন!!
অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে।
প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না?
দ্বিতীয়ত, বেঁচে থাকলেও মুসলমানেরা আপনাকে খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা?’
-
চিঠি পাঠ করে হযরত উমর (রাঃ) কোন প্রতি উত্তর
তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তাঁর
চোখের পানিতে দাঁড়ি ভিজে গেল । আর হাত তুলে হযরত আবু উবাইদার জন্য দোয়া
করলেন,- ‘ হে আল্লাহ! আবু উবাইদার উপর রহম কর,তাঁকে হায়াত দাও।'
৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৪
Sohel ahammed বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৭
ডট কম ০০৯ বলেছেন: ইহার নাম ইসলাম। এটাই শান্তির রাস্তা।
৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৭
Sohel ahammed বলেছেন: জি ভাই, ইসলামই একমাত্র শান্তির ধর্ম।
৩| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪১
সত্যের কাফেলা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো লিখাটি
৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৮
Sohel ahammed বলেছেন: ধন্যবাদ
৪| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৮
থিওরি বলেছেন: আসলেই অসাধারণ। একেি বলে জনগণের সেবক।
৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৪
Sohel ahammed বলেছেন: আল্লাহ আমাদেরকে শান্তির পথে আসার তাওফিক দান করুক।
৫| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩০
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: অসাধারন
৬| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্ঞান এবং প্রজ্ঞায় এই ত্যাগেক ভুলুিণ্ঠত করেতই তো ভোগের মহামারী আয়োজন!
ভোগই জীবন মন্ত্য পাতন..
পূজিপতিদের সবচে বড় দুশমন, ত্যাগ আর প্রেম, বিনয় আর দান..
তারা চায় খালি ভোগ আর স্বার্তপরতা, উন্মাদ প্রতিযোগীতা.. তাতে তাদের পণ্যের বিক্রি বাড়বে, ষ্্যঠাটাসের প্রতিযোগীতা না হলে ভিন্ন ডিজাইনে বাহারী দাম রাখবে কিভাবে? তাই উস্কে দাও আগুন..
ধর্ম দান, প্রেম আর কৃচ্ছতার কথা বলে- ধর্মকে খেলো কর! ব্যাকডেটেড বানাও.. ধর্মকে অপ্রয়োজণীয় ট্রটি করাও...
চলছে সেই আদি থেকে আজো...................... চকচকে ভোগটাকে সকলেই পছন্দ করি.. যা ধ্ভংসের পথে নেয়
দান, কৃচ্ছতা আর প্রেম, ধর্মকে অবেহলা করি, যা মুিক্তার পথ দেখায়- আত্মায় প্রশান্তির পথ দেখায়..
৭| ২৯ শে জুন, ২০১৬ রাত ২:২৪
শকুন দৃিষ্ট বলেছেন: আর মুত্তা মালের কাছে ৪,০০০,০০০০০০০ টাকা কোন টাকাই না। আফসোস!
৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪১
Sohel ahammed বলেছেন: এর নাম বাংলাদেশ, যেখানে সব কিছুই সম্ভব।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৩
ঢাকাবাসী বলেছেন: অসাধারণ!