![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের সুখ দুঃখ দুই-ই যখন সমান ভাবে মেনে নিতে শেখে মানুষ তখন সে মানুষ আর মানুষ থাকে না । হয়ে ওঠে জীবন্ত কাব্য । আমিও কাব্য হয়ে উঠেছি.....তুমি চাইলেই আমার পাঠক হতে পার ।
আউট সোর্সে এখন অন্যতম নাম বাংলাদেশ। বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে নিজে কে আর সেই সাথে দেশ কে এগিয়ে নিয়ে যেতে আউট সোর্সের সুযোগ ব্যাবহার করা আর অন্যদের জন্য সেই সুযোগ সৃষ্টি করার জন্য আমার এই ব্লগ। আমরা অনেকেই কাজ পারি কিন্তু কাজ পাই না। কাজ চাওয়ার জন্য আমাদের একটু কৌশল শিখে নিতে হবে। তবে ফ্রিলান্সিং সাইড গুলোর মধ্যে freelancer.com এর একটা মজার বিষোয় হলো প্রতিযোগীতায় অংশ গ্রহন। বিভিন্ন ধরনের কাজের জন্য ক্লায়েন্ট রা ব্রিফ দিয়ে উন্মুক্ত প্রতিযোগীতার আয়োজন করেন। যার কাজ টা তাদের পছন্দ হয় তাকে বিজয়ী ঘোষোনা করে একটা চুক্তিনামে দিয়ে কাজটার শর্ত কিনে নেন। ফলে আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার জন্য এটা হতে পারে একটা বড় সুযোগ। এই সুবিধা আপনি ওডেস্ক কে পাবেন না।
সম্প্রতি ফিলান্স তার ক্ষেত্র কে আরো প্রসারিত করার জন্য নতুন ভাবে যোগ করেছে “লোকাল জব” তারা ঘোষনা করেছে “Today we are excited to announce the launch of our new product, Local Jobs! Now Freelancers can work with employers near them in a wide range of new job categories such as Pickup & delivery, Cleaning services and Garden maintenance.”
আপনার পছন্দের কাজের তালিকা দেখে কাজ বেছে নিন। বিড করে কাজ না পেলে প্রতিযোগীতায় অংশ নিয়ে নিজে কে প্রমান করুন। তারপর কন্টেস্টে বিজয়ী হলে কাজের জন্য বিড করলে আপনি অবশ্যই কাজ পাবেন। কারন ইতিমধ্যে আপনি নিজেকে প্রমান করেছেন।
ফ্রিলান্সের মাধ্যেমে আপনি এখন লোকাল কাজ ও পেতে পারেন। ঘরে বসে কাজের জন্য পরিশ্রম করলে কাজ আপনার ঘরেই আসবে। কাজের সুযোগ তৈরির জন্য এখনই সময়। নিচের লিংকে ক্লিক করুন আর একাউন্ট করে ফেলুন এখনই।
https://www.freelancer.com/affiliates/local/sumontosohel
কাজের জন্য চেষ্টা করলে আপনি অবশ্যয় কাজ পাবেন। আর ব্যার্থ হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে সাহায্য করার জন্য আছি সবসময়।
একাউন্ট খুলুন
©somewhere in net ltd.