![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু লিখতে ইচ্ছে করছে না থাকনা খালি পড়ে। জীবন খাতার কত কিছুইতো খালি রয়ে গেল।
ব্লগে বিচরণ হাফ বছর পূর্ন করলাম। কিছুদিন আগে সেইফ ব্লগারের মর্যাদায় উন্নীত হয়েছি। কিন্তু অনেক দিন ধরেই লিখব লিখব ভাবছি কিন্তু লিখতে পারছিলাম না। ব্লগে আইডি খোলার পর থেকেই নিয়মিত ব্লগে সময় দিয়ে সকলের লেখা মনোযোগ দিয়ে পড়ি মাঝে মাঝে মন্তব্য করি। তাতেও কাজ হচ্ছিল না কেননা আমার একটা পোস্ট দেয়া হয়ে উঠছিল না। অনেক আইডিয়াই মাথায় আসে কিন্তু লিখতে গেলেই সব আউলায়া যায়। কোন কিছুই লিখতে পারিনা। অনেক চেষ্টা করেছি ২/৩ লাইন লেখার পড়েই কেমন যেন আর লিখতে পারিনা। অন্যমনষ্ক হয়ে যাই; সব কিছু গুলিয়ে ফেলি। স্
মাঝে মাঝে ভাবতাম মামুন রশিদ,হাসান মাহবুব, অপূর্ন রায়হান, ডি মুন, অপু তানভীর, কান্ডারি অর্থব, কাল্পনিক ভালোবাসা, অন্যমনষ্ক শরৎ, আরজুপনি, স্বপ্নবাজ অভি, চেয়ারম্যান০০৭, মাইনুদ্দিন মঈনুল, জাফরুল মবীন,সুমন কর, আমি তুমি আমরা, সোনাবীজ অথবা ধুলি বা ছাই, ফিউসন ফাইভ, নোমান নমি, আশরাফুল ইসলাম দুর্জয়, আরও অনেক প্রিয় ব্লগারদের কোন দিন সামনে পেলে বলতাম দাদা কিভাবে লিখেন? এত আইডিয়া,এনার্জি কোথায় পান? একটু আশির্বাদ এবং কিঞ্চিত পদধূলি দেনতো দেখি মাথায় আমার কোন গতি হয় কিনা।
। কিছু একটা লিখতে হবে। ব্লগ পাতা খালিতো রাখা যায় না। লগইন করেই প্রতিদিন ভাবতাম কি লিখা যায়। আজ লগইন করার পরে এখন এলোমেলো ভাবতে ভাবতে কথাগুলো মনে এসে গেলো ঝটপট লিখে ফেললাম। হয়তো আপনারা আমার ছেলে মানুষী ভাবনায় হাসবেন। তবুও লিখলাম।
আমার কবিতা লিখার একটি ব্যর্থ প্রচেষ্টা। ব্লগশ্রেষ্ঠ মহাকবি মাইকেল মেহেদি এর মতো না হলেও কাছাকাছি মানেরা বোধ হয় লিখতে পারলাম। এটা লিখতে গিয়ে বুঝলাম আমার দ্বারা আর যাই হোক কবিতা হবে না।
প্রথম কবিতা বলে কথা তাই দিয়া দিলাম । লিখতে ৩মিনিট লাগছে কবিতাটা। এতেই বুঝলাম কবিতা লেখার পরিপক্কতা, ধৈর্য আর এনার্জি আমার নাই।
কোন আকালে পড়ে তুমি হারিয়ে গেলে দূরে,
কোন সূখে পড়ে তুমি ভূলে গেলে মোরে।
কার নদীতে এখন তুমি দেহ তরী ভাসাও,
কারে তুমি প্রতি রাতে স্বর্গীয় সূখে হাসাও।
কার কথাটি ভেবে তুমি আমায় দিলে ফাঁকি,
চলে গেলে আমার চোখে অকূল পাথার রাখি।
প্রতি রাতেই শুধাই তোমায় খুলে স্মৃতির ঝাপি,
তোমার আমার মধুর স্মৃতি ভূলে গেলে নাকি?
আজও তোমায় ভালবেসে পথ চেয়ে থাকি,
হঠাৎ কখন চমকে দিয়ে বলবে হারিয়ে যাইনি আমি।
আর সাম্প্রতিক যারা আমার ব্লগে ঘুরে গেছেন তাদের সবার প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা।
তুষার কাব্য
মহামহোপাধ্যায়
অপূর্ণ রায়হান
আহসানের ব্লগিং
ডাইরেক্ট টু দ্যা হার্ট
আমি ময়ূরাক্ষী
মন ময়ূরী
বঙ্গভূমির রঙ্গমেলায়
কাল্পনিক_ভালোবাসা
আজীব ০০৭
liveworld24.tk
দেশ প্রেমিক বাঙালী
অবাধ্য সৈনিক
অংকন কুরী
অবিবাহিত ছেলে
ইরান তুরান
আচেনা মানুষ
আসিকউজ্জামান
০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৪
সোহেল মাহমুদ বলেছেন: নিজেকে আড়াল করেন কেন সুমন দা?
এখানে উল্লেখ করা সকল ব্লগারে মতো আপনার লেখাও আমার অনেক ভাল লাগে।
আপনার উপদেশ মনে থাকবে সুমন দা। আর সহযোগীতাও চাই আপনার কাছে।
১ম লাইক ও মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন সবসময়
২| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৩
পিদীম হাতে নীড়ের পথিক বলেছেন: ভাল লিখলেন........ভাল লাগল
০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৫
সোহেল মাহমুদ বলেছেন:
মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাই।
সবসময় পাশে চাই।
ভাল থাকুন সেই শুভকামনা।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৬
বলেছেন: খুব ভাল লাগলো।
০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৬
সোহেল মাহমুদ বলেছেন: আপনার মন্তব্য পেয়েও খুব ভাল লাগল ভাই।
সহযোগীতা কামনা করি ব্লগ পথ চলায়....।
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৬
বলেছেন: খুব ভাল লাগলো।
০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৭
সোহেল মাহমুদ বলেছেন: আপনার মন্তব্য পেয়েও খুব ভাল লাগল ভাই।
সহযোগীতা কামনা করি ব্লগ পথ চলায়....
ভাল থাকুন এই শুভকামনা।
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১:১০
লিখে বলেছেন: কবিতা হবে, আপনাকে দিয়েই হবে। ভালো লেখেন।
০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৫
সোহেল মাহমুদ বলেছেন:
ধন্যবাদ ভাই অনুপ্রেরণার জন্য।
শুভকামনা আপনার জন্য।
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৩২
মামুন রশিদ বলেছেন: আমরা সবাই পাঠক থেকেই ধীরে ধীরে লেখা শুরু করেছি । চিন্তার কিছু নাই, যা মনে আসে লিখুন । ব্লগ হলো আপনার রাফখাতা । ইচ্ছেমত আঁকিবুকির শ্লেট ।
কবিতা ভাল হয়েছে । ছয়মাস পূর্তির শুভেচ্ছা
০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২০
সোহেল মাহমুদ বলেছেন: মাঝে মাঝে ব্লগে এসে পদধুলি দিয়ে যাবেন মামুন ভাই।
আপনার অনুপ্রেরণায় অুনপ্রাণিত হলাম।
ভাল থাকুন প্রিয় ব্লগার।
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৬
তাশমিন নূর বলেছেন: এইতো এখন একটা লেখা হয়ে গেল। শুভকামনা।
০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৮
সোহেল মাহমুদ বলেছেন:
হা.হা.......। তাইতো লেখা হয়ে গেলো।
ভাল থাকবেন আপু। শুভকামনা ।
৮| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৭
একনীল বনসাই বলেছেন: লিখা এই ভাবে চালিয়ে যান দেখবেন আরো ভাল লিখা কলমের ছোয়ায় মন থেকে কাগজে প্রকাশ পাবে।
শুভকামনায়............
০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৯
সোহেল মাহমুদ বলেছেন: চেষ্টা করে যাব ভাই ।
ভাল থাকুন এই শুভকামনা।
৯| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫২
মুহিব জিহাদ বলেছেন: আজও তোমায় ভালবেসে পথ চেয়ে থাকি,
হঠাৎ কখন চমকে দিয়ে বলবে হারিয়ে যাইনি আমি।
বাহ। চমৎকার কবিত, ট্রাই করে যান হয়ে যাবে হয়ত তাদের মত।
আমার জন্যও দোয়া করিবেন আমিও যাতে তাদের মত লিখতে পারি।
০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫১
সোহেল মাহমুদ বলেছেন:
মুহিব ভাই আপনিওতো ভাল লেখেন। শুধু লিখুন তাহলেই হবে।
আপনার অনুপ্রেরণায় অণুপ্রাণিত হলাম।
ভাল থাকুন সুস্থ্য থাকুন।
১০| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০২
মাহমুদ০০৭ বলেছেন: অর্ধ বার্ষিকীর শুভেচ্ছা ।
ভাল থাকুন ।
নিয়মিত লিখে যান ।
০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫২
সোহেল মাহমুদ বলেছেন: শুভেচ্ছা রইল আপনার প্রতিও মাহমুদ ভাই।
নিয়মিত লেখার ইচ্ছা রইল।
১১| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৯
সুফিয়া বলেছেন: আপনাকে লেখক বানাবার জন্য আমরা কিন্তু আছি। আপনি যে খারাপ লিখেন না তার প্রমাণ আপনি রেখেছেন আপনার প্রথম লেখাতেই। চালিয়ে যান। তাহলেই হয়ে যাবে।
০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০২
সোহেল মাহমুদ বলেছেন:
ধন্যবাদ সুফিয়া আপু সাহস জোগানোর জন্য। পাশে থাকবেন সবসময়।
ভাল থাকুন, সুস্থ্য থাকুন।
১২| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪
আহসানের ব্লগ বলেছেন: হা হা হা এই পোস্টে আমি থাকিবো তা ভাবিনিমো বাপু
উকে আবেগে আপ্লুত হইলাম :-D
০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১
সোহেল মাহমুদ বলেছেন:
আপানাকে আমার ব্লগ পাতায় দেখেও আমি আবেগাপ্লুত হয়ে গেলাম।
ভাল থাকুন ভাই ।
১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭
আহসানের ব্লগ বলেছেন:
আজও তোমায়
ভালবেসে পথ
চেয়ে থাকি,
হঠাৎ কখন
চমকে দিয়ে বলবে হারিয়ে যাইনি আমি
।
এই লাইনন টা জোশ
০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪
সোহেল মাহমুদ বলেছেন:
প্রথম আট লাইন লিখেছি খুব দ্রুত। ৫/৬ মিনিটের মধ্যে। কিন্তু এই দুই লাইন লিখতেই ১০ মিনিট লাগছে। তাই মনে হয় একটু ভাল হইছে।
প্রসংসার জন্য অনেক ধন্যবাদ আহসান ভাই ।
১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৮
মৃদুল শ্রাবন বলেছেন: শুরুটা খারাপ হয়নি। চালিয়ে যান।
একটা প্রশ্নঃ মহাকবি মাইকেল মেহেদি কে??
০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৬
সোহেল মাহমুদ বলেছেন: মস্করা করেন কেনু শ্রাবণ ভাই।
মহাকবিকে চিনেন না?
১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৬
কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো । শুভ কামনা রইল ।
১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
সোহেল মাহমুদ বলেছেন: আমার ব্লগে স্বাগতম।
১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩৩
আলম দীপ্র বলেছেন: আরে কয় কি! আপনি নাকি লিখতে পারেন না !
এখন থেকে রেগুলার আপনার লেখা চাই । এই ছোট মানুষের কথাটা রাখেন !
আপনার জন্য অবিরাম শুভকামনা ।
১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
সোহেল মাহমুদ বলেছেন:
হা.হা.হা চেষ্টা করব নিয়মিত লিখার।
শুভকামনা আপনার জন্যও।
১৭| ১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এই তো একটি চমৎকার পোস্ট হয়ে গেলো আপনার। লিখতে থাকুন আত্মসিদ্ধির জন্য... আত্মপ্রকাশের জন্য... আনন্দের জন্য... !
বিশেষ তালিকায় আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ নিন
অনেক শুভেচ্ছা....
১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৮
সোহেল মাহমুদ বলেছেন:
ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য্
নিয়মিত আসার আমন্ত্রন রইল।
১৮| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৬
তাহসিনুল ইসলাম বলেছেন: লিখা শুরু করে দেন। লিখতে লিখতে হয়ে যাবে। এইতো একটা লিখেই ফেলেছেন
১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪২
সোহেল মাহমুদ বলেছেন:
অনেক ধন্যবাদ তাহসিনুল ভাই।
পাশে থেকে সহযোগীতা করবেন অবশ্যই।
১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৬
আরজু পনি বলেছেন:
আমার শুরুর দিকের লেখাগুলো দশ লাইনও হতো না। কিন্তু কে কী ভাবলো এসব নিয়ে মাথা ঘামাইনি। বরং যখন যেই ভাবনা এসেছে লিখে ফেলেছি।
কাঁচা হাতের, বানান ভুল তাতে কি...লিখতে পারছি এই আমার কাছে বড় প্রাপ্তি ।
আপনি সেই তুলনায় অনেক এগিয়ে আছেন।
অনেক গুছিয়েই বরং লিখেছেন।
অনেক শুভেচ্ছা রইল আপনার জন্যে ।।
১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৪
সোহেল মাহমুদ বলেছেন:
অনুপ্রাণিত হলাম আপনার অনুভূতি শেয়ারে। অনেক ধন্যবাদ আপু।
ভাল থাকবেন সবসময় আমাদের মতো ব্লগারদের অনুপ্রাণিত করার জন্য।
২০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১০
রুদ্র জাহেদ বলেছেন: কবিতা কিন্তু ভালোই হইছে...লিখতে থাকুন...
+++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫১
সোহেল মাহমুদ বলেছেন:
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৯
সুমন কর বলেছেন: অামার নাম কেন রে, ভাই !!!
অামিতো লিখতে পারিনা।
অামি পাঠক।
কিন্তু টাইপে অারো যত্নশীল হতে হবে। অনেক বানান ভুল অাছে।
শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। লিখুন মনের অানন্দে। ভাল ভাল পোস্ট পড়ুন এবং মন্তব্য করুন। বেশী বেশী। তাহলে সবাই অাপনাকে জানবে। চিনবে।
ছন্দময় কবিতা!!
হ্যাপি ব্লগিং........
১ম লাইক কিন্তু অামিই দিলাম।