![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুহাম্মদ সোহেল চৌধুরী, সত্যকে আকড়ে ধরে, জীবনকে রঙ্গিন করে, আজীবন মানুষের মাঝে বেঁচে থাকতে চান।
মাগো,ওমা,মা
তুই রাগ করিস না
ঐ হানাদার নরপিচাশরা আমাদের ছাড়ছে না।
আপন মায়ের মুখের বুলি,কেমন করে ভুলি,
জারি সারি ভাটিয়ালি নকশি কাথার গান
এসব তোমার বাংলার ভাষার অমূল্য উপাদান।
লক্ষ্মী মা, রাগ করে না,
আসবো ফিরে, মায়ের কোলে,
বাংলা ভাষা নিয়ে
গাইবো গান এক সাথে।
মাগো ওরা কয়, উর্দু হবে রাষ্ট্রভাষা
তা কি হয়,তুই বল?
রাজপথে নেমেছে কৃষক,শ্রমিক,ছাত্র জনতা
সারা বাংলা কেপে উঠেছে,
বাংলা আমার রাষ্ট্র ভাষা,বাংলা আমার মায়ের ভাষা,
বাংলা আমার মাতৃভাষা।
রাজপথে নেমেছি, যতোই চলুক গোলাগুলি
তবুও আমার প্রাণের বাংলা ভাষা চাই।
থামবে না আন্দোলন,চলবেই এ লড়াই
ছাড়বো না মায়ের বুলি।
পাক পুলিশের গুলিতে কেপে উঠে রাজপথ
তবু বাংলার দামাল ছেলেরা
ভয় করে না বুলেট বোমা,
রফিক, সফিক, বরকত,নাম না জানা মায়ের ছেলেরা,
গুলিতে পুড়ে হয় ছাই।
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো,একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১১
সোহেল চৌধুরী বলেছেন: বাংলা আমাদের সবার প্রিয় মাতৃভাষা
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর হইছে কবিতা। ভালো লাগলো।
শুভকামনা রইল ভাই।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১০
সোহেল চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
চাঁদগাজী বলেছেন:
আমারো তো!