![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রহস্যময় আর বিচিত্রে চিত্রায়িত এক নগরী । যেখানে একগ্লাস জল পর্যন্ত এমনকি টু-মেক ওয়াটার ( মুত্র ত্যাগ) করতেও অর্থ খরচ-এর বিকল্প নেই- সেই ঘৃণিত আর মানুষ দিয়ে অরণ্য গড়া নগরী ছেড়ে গত ১৩ ফেব্রয়ারী-২০১৩ আমর প্রিয় গ্রাম- এ চলে এসেছি । বলতে পারেন , চাকরী নামের সোনার হরিণের পিছে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে জীবন যুদ্ধে পরাজিত হয়ে আমার মায়ের কোলে আশ্রয় নিয়েছি ! অনেক চাকরী ধরেছি ছেড়েছি ।আত্মার শান্তি কোথাও পাইনি ।মালিক -কর্মচারীর অমানবিক ব্যবহার ,এ পৃথিবীর বিশেষ করে এই বাংলাদেশের কর্মস্থল গুলোতে চলে দোজখের শাস্তি।প্রোডাকশন বেজড উৎপাদন হওয়ায় এখানে শ্রমিক কর্মচারীদের উপর চলে প্রতিনিয়ত বেওয়ারিশ কুকুরের মত ব্যবহার ( সৌখিন কুকুর হলে তো রাজার হালেই চলত) ।
তাই শহরের ঐ নিয়ন বাতির আলো ছেড়ে চলে এলাম গ্রামের হারিকেনের মিমিট আলোর নীচে- নীজেকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে । কেমন আমি ? কেন আমি ? কে আমি? কেন এ পৃথিবীর মোহ আমাকে টানেনা । সবাই কি আমাকে আদৌ আমাকে ভালবাসে ? অথবা আমিই কি সবাই কে যথাযত ভালবাসি ?
শুধু মাত্র অফিসের সুইপার থেকে শুরু করে বস পর্যন্ত সবাইকে এক কাতারে অর্থাৎ মানুষরূপে ভাবি বলে- কতবার যে বসের কোপানলে পড়েছি ! তার ইয়াত্তা নেই ! শুধুমাত্র মানুষকে ধমক এবং উচ্চ স্বরে চিৎকার করে মিথ্যা কথা দিয়ে কাজ আদায় করতে পারিনি বলে- বস আমার বেতন কেটেছে অনেক দিন সাথে দিয়েছে বকাবকি উপহার !
২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩
ঝটিকা বলেছেন: আপনার ছোট্ট এ আত্ম-সমালোচনা টা ভালো লাগল। গ্রামে কর্ম সংস্থান হিসেবে কি বেছে নিবেন। শিরনামটা আত্ম-উপলব্ধি হলে ভালো হত।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৩
ধূসর সপ্ন বলেছেন: এখন ইটের মত শক্ত মস্তিস্ককে জ্ঞানের হাতুরি দিয়ে টুকরো টুকরো করে তাতে প্রকৃত মানুষ হওয়ার বীজ বপন করার চেষ্টা করিছ ।যার ফলাফল জীবনের শেষ বেলায় আশা করছি ।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪
ডিজ৪০৩ বলেছেন: আসলে মানুষকে ভালবাসলে সব জায়গায় এমন হয়। আমাদের মধ্য মানুষ হওয়ার ইচ্ছা নাই।