নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন গুলো বার বার রং বদলায়....

ধূসর সপ্ন

জীবনের দেনা শুধু বাড়ে; চক্রবৃদ্ধি হারে !

ধূসর সপ্ন › বিস্তারিত পোস্টঃ

গ্রাম থেকে বলছি !

১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৪

১লা বৈশাখ -বাঙালির চিরায়িত ঐতিহ্য, গ্রামে গঞ্জে খুব ঢিলে ঢালা করেই পালিত হত তা নয় ।মূলত হিন্দুদের নানা আনুষ্ঠানিকতাই এই দিন টিকে জিয়ে রেখেছে । পহেলা বৈশাখে বাঙালি মুসলমানেরা যতটানা সচেতন ছিল ঠিক তারচেয়ে অনেক বেশী আড়ম্বর পূর্ণভাবে সনাতন ধর্মের লোকজন পহেলা বৈশাখ কে উৎযাপন করত । মুসল মানেরা শুধু ওদের আনুষ্ঠানিকতা দেখেই বুঝত আজ ১ লা বৈশাখ । এদিনে চরক খোলায় চরক ঘোরানো হত, গ্রামীণ বটতলায় বসত মেলা । সেখানে হিন্দু -মুসলমান সবাই মিলে অংশ নিত । দিনটা যেন সবার কাছে বিশেষ ভাবে প্রাধান্য পেত । এদিনে সনাতন ধর্মের লোকেরা তো বটেই মুসলমানেরা পর্যন্ত বাড়িতে বিশেষ খাবারের ব্যবস্থা করত । পান্তা ভাত তো গরম পরার সাথে সাথেই গ্রামের কৃষানীরা রাখা শুরু করত । আর নববর্ষের দিন একটা ভাল মাছ অর্থাৎ ইলিশ মাছটাই তারা বাড়িতে ঐ দিন উপলক্ষে আনত।সেই ইলিশের মধ্যে ছিল প্রকৃতির ঘ্রাণ আর কৃষকের যত্বে বোনা নিজ হাতের ধান থেকে চালের পান্তা ভাত, দুয়ে মিলে যেন ১লা বৈশাখে বাঙালির সকালের খাওয়াটা হত বেহেশতী খানা দিয়ে ! পান্তা-ইলিশ দিয়ে ভাত খাওয়ার ঘ্রাণ যেন থাকত সেই বিকেলের চরক খোলার মেলা পর্যন্ত ।



এখন নব্যরূপে ১লা বৈশাখ পালিত হলেও তাতে প্রকৃতরি ছোঁয়া থকে না ।

চরখ খোলায় চরক আর চোখে পড়ে না । মেলা বসলেও বাণিজ্যিক উদ্দেশ্যে সেই মেলায় প্রাণ থাকে না । সব ইলেকট্রনিক্স আর কৃত্রিম খেলনায় মেলা ছেয়ে থাকে । সেখানে বাশেঁর ভেঁপু বাঁশির সুর আর মুখরিত করে না মেলার প্রাঙ্গন ! টমটম গাড়ির কারিগরেরা ভুলে গেছে তার নিপুন হাতের ছোয়ায় বানানো ছেলে ভোলানো সেই দুচাকার টমটম । মাটির ঘোড়া আর মেলায় দেখা যায়না ! যার মধ্যে আমার ছেলে বেলা খুজে বেড়াই । কাঠের নৌকা (চাকা লাগানো) দাগকাটা , পোড়া মাটির নিস্প্রাণ পাখি,- ওতে প্রাণ না থাকলেও কেমন যেন প্রাণবন্ত হয়ে উঠত মন। পাখি উড়তে না পারলেও মনটা আনন্দে উড়ে বেড়াত অসীম আকাশে ।



আমরা বাঙালি , ধীরে ধীরে শেকড় ছাড়া হয়ে যাচ্ছি, ভুলে যাচ্ছি আমাদের প্রাণের ঐতিহ্য কে । জানিনা আমাদের অস্তিত্ব কোথায় গিয়ে দাড়ায়!আমাদের পরবর্তী প্রজন্মকে কাস্তে , মাথাল, লাঙল, ভেঁপু বাশিঁ, টমটম গাড়ি মাটির ঘোড়া দেখাতে আমাদের যাদুঘর গুলোই উপযুক্ত স্থান হয়ে উঠবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.