![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিভিন্ন চ্যানেলে নানা দেশের অভ্যন্তরিণ সহিংসতা দেখে খুব ঘৃণা্ করতাম ঐ সব জাতিদের । বিভিন্ন মন্তব্য করতাম " শালার কেমন নিজেরা নিজেদের কে শেষ করছে বুঝতেই পারছে না " আবার হয়তো কখনও কখনও বলতাম শালারা পশুর রূপ গ্রহণ করছে তাই পশুর মত আচারণ করছে । গত কয়েক মাসের বাংলাদেশের রাজনৈতিক ঘটনা সমূহ বিশ্ববাসির কাছে আমাদের ভাবমুর্তি যে ভাবে প্রকাশ পেয়েছে তাতে নিজেকে বড় ছোট আর হীন মনে হচ্ছে ।আমরা স্বধীন জাতি আমরা নাকি স্বাধীনতার চেতনা সর্বদা বুকে লালন করি । আমরা নাকি মানবিক জাতি! স্বাধীনতার চেতনা বুকে থাকলেও বিশ্বাস করতে কষ্ট হচেছ যে আমরা মানবিক । আমদের দেশের বর্তমান সরকার ( যদিও ব্যর্থ সরকারেরই জলন্ত উদাহরণ) মানবাতাবাদী হলেও, আমাদের দেশে পর পর যে দুর্ঘটনা (ঘটনা যাই বলুন) গুলো ঘটছে বা ঘটানো হচ্ছে তার জন্য উল্লেখ যোগ্য কোন ভূমিকাই সরকার রাখেনি । মেরুদন্ডহী, ক্ষমতালোভী সরকার চোখ বুজে তার ভারী চেয়ারের পায়া টা ধরে কুকুর হয়ে বসে আছে এই দুর্যোগের মধেও ।
কোন রকম ঝড় থামলেই সে তার কুকুরীয় স্বভাব নিয়ে লাশের স্তুপে হানা দিবে । অথচ এ সরকার নাকি মানবিক মানবতার কথা বলে ।
সে চিত্রই তো দেশবাসী উপভো করলো গত ০৫ মে দুপুর ১১ থেকে ০৬ মে রাত ৩-৪ টা পর্যন্ত ।
মনে হল বহুদিন পর হলিউডের আর্ম ফারের তিব্র শব্দের সিনেমা আবার কখনও মনে হল কোন থ্রিলিং মুভি দেখছি যখন পল্টন থেকে মতিঝিলরে রাস্তার ফুটপাতের দোকান গুলো জ্বলছিল ।
এই যদি একটা স্বাধীন দেশের অবস্থা হয় তা হলে আমার মত আফগানস্থিানে , পাকিস্তানের, ইরাকের , সোমলিয়া, সুদান, প্রভৃতি দেশের নাগরিক গণও বলবে " শালার কেমন নিজেরা নিজেদের কে শেষ করছে বুঝতেই পারছে না "
।
যদিও বয়স আমার ত্রিশ ( মনের বয়স ১৮) ভাল মন্দের অনেক কিছুই বুঝি কিংবা বুঝি না জাতীয় অস্তিত্বটা একটু বেশী বুঝার করি । কিন্ত সাম্প্রতিক কালের বাংলাদেশের ঘটনা সমূহ আমি সম্পুর্নই দ্বিধাগ্রস্থ হয়ে পড়েছি ।
মনে হচ্ছে :
আদৌ আমরা স্বধীন বাঙালি জাতি কিনা ?
আমাদের দেশ কি রাজনৈকিত ভাবে স্থির না অস্থির ?
আমরা কি ধর্ম নিয়ে রাজনীতি করছি না ব্যবসা করছি ?
আসলেই আমাদের দেশে সত্যিকারের কোন রাজনীতিবীদ আছে না সকলেই ভণ্ড ?
নাকি আমাদের দেশে কোন অশুভ শক্তি ভর করেছে যার জন্য একের পর এক দূর্যোগ, দুর্দশা গ্রস্ত হয়ে পড়ছি আমরা ?
হে খোদা আমি কিছুই বুঝতে পারছি না- আমি কোন দলে ভিড়ব !!!!!
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৩ দুপুর ১:৫৫
আমাবর্ষার চাঁদ বলেছেন: আল্লাহ হেদায়েতের মালিক......................