![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় পাঠক ,
****পোষ্ট টি পহেলা বৈশাখে দিতে গিয়ে আমাদের দেশের বিদ্যুৎ ব্যবস্থা বাধা হয়ে দড়িয়ে ছিল যদিও লেখাটি তার বিরুদ্ধে ছিল না !!!!*****
নিঃসন্দেহে পহেলা বৈশাখ বাঙালীর মহামিলন মেলা । কারণ ঈদ উৎসব শুধু মুসলমানদের , পুজা পার্বন সনাতণ ধর্মীদের, বড়দিন খৃষ্টানদের অন্যান্য অনুষ্ঠান স্ব স্ব জাতি গোষ্ঠী ও এর আশে পাশে বসবাসকৃত মানুষদের । কিন্তু আমাদের অর্থাৎ বাঙালীদের এমন কিছু উৎসব আছে যে গুলো একক ভাবে বিশেষ জাতি বা গোষ্ঠির নয় তা হয়ে ওঠে সব বাঙালীর যেমন- শহীদ দিবস, স্বাধীানতা দিবস , বিজয় দিবসের মত আরো কিছু মহৎ উৎসব । এগুলোর মধ্যে ১লা বৈশাখ আরো বেশী উৎসব মুখর আর প্রাণবন্ত । কারণ ১লা বৈশাখ মানেই সারাদিন আবাল বৃদ্ধবণিতার রঙিন কাপড়ে ফুর ফুরে মন নিয়ে উৎসবে অংশ নেয়া । সকালে মঙগল শোভা যাত্রা শেষ করে ই প্রস্তুতি চলে চরখ খোলায় চরখ মেলার । এ এক ঐতিহ্য আর ধর্মীয় অনুভুতির সংমিশ্রণ ।
সারা বছর ধরে সনাতন ধর্মীয় লোকজন তাদের দেবদেবীর কাছে মানত করে রাখে যেন দেবতা তাদের সর্ব বিপদ আপদ হতে রক্ষা করে । সেই মানতই তারা চরখ খোলায় দেবতা মহাদেবের অর্থাৎ শিবের নামে চরখ ঘোরায় আ র মিষ্টি কন্ঠের উলু ধ্বনীতে চরখ প্রাঙ্গন ভরে তোলে । আর এটাই হল পহেলা বৈশাখের তাৎপর্য যা পহেলা বৈশাখ কে করেছে ঐতিহ্যবাহী উৎসব মুখর ।
©somewhere in net ltd.