নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন গুলো বার বার রং বদলায়....

ধূসর সপ্ন

জীবনের দেনা শুধু বাড়ে; চক্রবৃদ্ধি হারে !

ধূসর সপ্ন › বিস্তারিত পোস্টঃ

শাহজাদপুর এর রবীন্দ্র জন্ম জয়ন্তী থেকে বলছি

০৮ ই মে, ২০১৩ দুপুর ১:২০

প্রতিবছরের ন্যায় এবারও শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশ বায়ান্নতম জন্ম জয়ন্তী ও গীতাঞ্জলীর একশ বছর পূর্তি . বাংলাদেশের যে তিনটি জায়গায় গুরুর জন্মজয়ন্তী পালন করা হয় শাহজাদপুর তাদেরম মধ্যে অন্যতম । এবারের অনুষ্ঠানটি শাহজাদপুরে একটু ভিন্ন আমেজে উৎযাপিত হচ্ছে । আমদের জাতীয় সংসদের মাননীয় স্পীকার ও বাংলাদেশের প্রথম নারী স্পীকার এ অনুষ্ঠানের প্রধান অতিথীর আসন অলকৃত করলেন এবং দেশের খ্যাতনামা বিদ্যাপিঠের রবীন্দ্র গবেষকদের আগমনে কুঠিবাড়ী প্রাণ ফিরে পেল। যেন সেই কবি আবার তার ভক্তবৃন্দ নিয়ে তার আঙিনায় সাহিত্যের মেলা বসিয়েছেন । আঙিনা ভরে ওঠেছে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ও নানা পেশার মানুষের দ্বারা । কবির ব্যবহৃত সব আসবাবপত্র আর সাহিত্যকর্ম দেখে মানুষজন যেন সেই ১৯১৯-৩০ এর শাহজাদপুরে চলে গেছেন । যখন কবির বাড়ীর পাশদিয়েই বয়ে চলেছিল সেই ছোট নদী , তাল গাছ , পোষ্ট মাস্টারের প্রিয় রতদের বাড়ী সবই যেন মনে পড়ছে এ আঙিনায় এলেই ।



বৈশাখ এলেই শাহজাদপুর বাসির দুটি উৎসব একটি ১লা বৈশাখ আর একটি ২৫শে বৈশাখ ।



২৫শে বৈশাখ কে কেন্দ্র করে শাহজাদপুরে স্কুল কলেজ গুলো তিনদিনের ছুটি ঘোষনা করা হয় , বৌ-ঝি কে নাইওরে আনা নেওয়া হয় । শাহজদাপুরে বিখ্যাত কাপড়রের হাটে কেনাকাটার ধুম পড়ে যায় । দূরদুরান্তের আত্মী- স্বজনদের আমন্ত্রণ ও নিমন্ত্রণ জানানো হয় । সব মিলিয়ে গুরুদেবের জন্মজয়ন্তী ঈদ উৎসবকেও হার মানায় ।



অন্য উপজেলা এবং জেলার ভাই-বোনদের এই উদার আমন্ত্রণ - ঐতিহ্য ভরা শাহজাদপুর এই সুযোগে এসে উপভোগ করে যান ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.