নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন গুলো বার বার রং বদলায়....

ধূসর সপ্ন

জীবনের দেনা শুধু বাড়ে; চক্রবৃদ্ধি হারে !

ধূসর সপ্ন › বিস্তারিত পোস্টঃ

রবীন্দ্রনাথের আঙিনা থেকে ফিরে

০৯ ই মে, ২০১৩ সকাল ৭:১৫

গতরাতে কাছারি বাড়ীর অডিটিরিয়ামে বিকেল ৫ পাঁচটা নাগাদ প্রবেশ করলাম, স্থানীয় শিল্পী ও সংস্কৃতিক সংগঠনের পরিবেশিত রবীন্দ্রসংগীত ও নৃত্যানুষ্ঠান উপভোগ করতে করতে কখন যে সময় ফুরিয়ে গেল টেরই পেলাম না । এর পরই অনুষ্ঠানের সঞ্চালক ঘোষণা দিলেন আলোচনা সভার ।মনটা আরও পুলকিত হল , কারণ আলোচনার মূল আকর্ষণ ছিল প্রবণ্ধ পাঠ ।তা আবার পাঠ করবেন অনুষ্ঠানের প্রাধান আলোচক আমাদের শাহজাদপুরের গর্ব বিশিষ্ট শিক্ষাবিদ ও রবীনদন্দ্র গবেষক ড. মযহারুল ইসলামের কনিষ্ঠ ভাই আরেক বিদগ্ধ বিদ্বান রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের বর্তমান উপচার্য ও বিশিষ্ঠ রবীন্দ্র গবেষক ড. আব্দুল খালেক আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সব রবীন্দ্র গবেষক ও রবীন্দ্র অনুরাগীরা। অনুষ্ঠানের প্রধান আলোচক ড. খালেক স্যারই ছিলেন প্রবনধ লেখক এবং উপস্থানপন কারী । বিশ্ববিদ্যালয়ের মত জ্ঞানের মহা সাগরের বিশাল সৈকতে অবগাহন করার সৌভাগ্য আমার হয়নি । কিন্ত সেই সৈকতের যারা সঞ্চালক তাদের দু,একজনের সাথে সাময়িক সান্নিধ্য বলবনা ঠিক, সাময়কি দর্শন যেমন ভক্তগণ কোন রোলমোডেলকে এক পলক দেখেই পুলকিত হয় , আমি ও সে রকম ড. খালেক স্যারের দর্শন পেয়েছিলাম । ২০০৬-২০০৭ সালের দিকে

যখন তিনি করতোয়া কলেজে কোন এক অনুষ্ঠানে প্রধান অতিথী হয়ে এসিছিলেন । যাই হোক স্যার শুরু করলেন । অনেক সুন্দর আর সবলীল ভাষায় -"আমাকে এই অনুষ্ঠানের প্রধান অতিথী করা হয়েছে কিন্ত নিজের ঘরে কেউ কখনও অতিথী হয় -এটা আমার কাছে কেমন ইতস্ত কর" পরক্ষণেই তিনি আবার বললেন -"ওরা (শাহজাদপুর বাসীরা) আমায় প্রধান অতিথী বানিয়ে আমাকে সম্মানিত করেছে "-এই বলেই তিনি তার মূল প্রবন্ধ ফিরে গেলেন । প্রবন্ধের শিরোনাম : "রবীন্দ্রনাথের নবেল পূর্তির একশ বছর ও আজকের ভাবনা" । অত্যন্ত সুশৃংখল আর ভাবসামঞ্জস্য পূর্ণ যথোপযোক্ত একখানা প্রবন্ধ । রবীন্দ্রনাথের অনেক জানা অজানা তথ্যে সমৃদ্ধ ছিল প্রবনধখানি । মন্ত্রমুগ্ধের মত শুধু শুনেই চললাম । একজন কবি দু'দেশের জাতীয় সংগীত রচয়ীতা এমন বিরল ঘটনা পৃথিবীর আর কোন দেশেও নেই - এতদিন এই জাতাম কিন্ত গতকাল রাতে ড.খালেক স্যারের প্রবনধ বিশ্লেষনে আরও আশ্চার্য এবং অভিভুত হলাম -এ কথা শুনে যে রবীন্দ্রনাথ শ্রীলঙ্কারও জাতীয় সংগীত রচয়ীতা !



যাই হোক বিদ্বানদের অনেক জ্ঞান গর্ভ কথা শুনে পুলকিত মনে রাত বারটায় আমার ছোট্ট কুঠিরে ফিরলাম তিন দিন ব্যাপী রবীন্দ্র মেলার প্রথম দিন থেকে ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.