নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন গুলো বার বার রং বদলায়....

ধূসর সপ্ন

জীবনের দেনা শুধু বাড়ে; চক্রবৃদ্ধি হারে !

ধূসর সপ্ন › বিস্তারিত পোস্টঃ

প্রত্যাবর্তন

০৯ ই মে, ২০১৩ রাত ১১:১৯

পঁচিশোর্ধ এক যুবক চোখে মুখে উপরে যাবার স্বপ্ন

দিগন্ত জয়ের নেশায় বুঁদ পাগলামিতে ভরপুর

বিশ্ব বিদ্যালয়ের স্নাতক শেষে নেমে পড়ে জীবন জয়ের হীন যুদ্ধে !

চোখে মুখে প্রগতির চেতনা হৃদয়ে মনুষ্য প্রেম -এই ছিল পূঁজি তার পথ চলার ,

নাগরিক জীবন উপভোগ শেষে , অবশেষে সে মাতৃক্রোড়ে ফিরে আসার স্বপন দেখে !

যেখানে সেই যুবকের নাড়ী বিনে সুতায় বাধা প্রিয় ঠিকানা !

অবশেষে তা্ই নিয়ন আলোর চোখ ধাঁধানো আলোর ঝলকানি ফেলে

ফিরে আসে যুবকের আপন মাতৃ কোলে ।



ফিরে আসে সে তার গ্রামের ঘন সবুজ দিগন্ত বিস্তৃত মাঠের টানে

ফিরে আসে সে সকালের স্নিগ্ধ রবি রশ্নির আভার টানে।

ফিরে আসে সে পাখির কলকাকলি ভরা আম্রকাননের টানে,

ফিরে আসে সে মায়ের কোল ঘেষে বয়ে যাওয়া করতোয়ার টানে।

ফিরে আসে সে সবুজ মাঠ পাকা ধানক্ষেতের রূপ উপভোগের টানে !



ফিরে আসে যুবক তার প্রিয় শাহমখদুম , শাহ হাবিবুল্লাহর টানে ,

ফিরে আসে বিদগ্ধ যুবক তার গরুর বাথান , বড়াল নদীর টানে ।

ফিরে আসে তৃঞ্চার্ত যুবক তার যমুনার ভাঙনের তাণ্ডব লীলার দর্শনের টানে ।

ফিরে আসে প্রেমিক যুবক তার গুরুদেবের টানে

তার প্রেয়সীর রূপ মাধুর্য উপভোগের টানে।



ফিরে আসে কাঙাল যুবক তার মায়ের স্নেহ, বাবার আদরের টানে -

বোনের ভালবাসা প্রতিবেশীর ঘৃণার টানে !



সে এক উন্মাদ অপ্রকৃতস্থ যুবক, ফিরে এল কেবলই ভালবাসা আর উপভোগের নেশায় বুঁদ হয়ে - ছেড়ে এল সে বড় বড় দালানের সুসজ্জিত কক্ষের মায়া ত্যাগ করে তার নিজের মত করে বাঁচতে ।



সে এক সাধারণ প্রত্যবর্তন, কিন্ত ভালবাসায় পূর্ণ অদ্বিতীয় ব্যতিক্রমী জীবন যাপন !

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৩ রাত ১২:৩৮

এরিস বলেছেন: ** সে এক সাধারণ প্রত্যবর্তন, কিন্ত ভালবাসায় পূর্ণ অদ্বিতীয় ব্যতিক্রমী জীবন যাপন ! ** অনেকগুলো কথা অসাধারণ লাগলো। নিজের মতো করে বাঁচতে পারার সাথে আর কোন আভিজাত্যের তুলনা চলেনা। অনেক অনেক ভালোলাগা। ( ++ দেয়ার অপশন লোড হচ্ছেনা। :( )

২| ১০ ই মে, ২০১৩ ভোর ৬:৩৯

ধূসর সপ্ন বলেছেন: Aris Da, Dhonnobaad apna k , Onek shukhe asi !

৩| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল লিখেছেন

৪| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল লিখেছেন

৫| ০১ লা জুন, ২০১৩ ভোর ৫:৫৫

ধূসর সপ্ন বলেছেন: Thanks a lot .

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.