নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন গুলো বার বার রং বদলায়....

ধূসর সপ্ন

জীবনের দেনা শুধু বাড়ে; চক্রবৃদ্ধি হারে !

ধূসর সপ্ন › বিস্তারিত পোস্টঃ

বিদগ্ধ কোন এক যুবক

১৫ ই মে, ২০১৩ বিকাল ৩:২৭

রঙিন স্বপ্ন যখন মলিন হয়ে যায়

কোন এক নিরাশার নির্মম আক্রমনে ,

তবুও সহাস্য বদনে যুবক আবার এগিয়ে যায়

ভালবাসাময় প্রেমপূর্ণ পৃথিবীর কাছে ।



আবার স্বপ্নবুনে যত্নকরে, প্রতিক্ষায় প্রহর গোনে -

বৈশাখের রুদ্র খরতাপ তাণ্ডব চালায় যুবকের স্বপ্ন বনে ।

পুড়িয়ে দেয় তার সবুজ স্বপ্নের বাগান ।

তবুও দমে না যুবক !



সে যে বাচাঁর মন্ত্রে দীক্ষিত-



বার বার পরাজিত হয় যুবক -

পরাজিত হয় বাবার করুণ দৃষ্টির কাছে -

মায়ের স্নেহের কাছে ,

বোনের সকরুন আবদারের কাছে ।



পরাজিত হয় যুবক বনধুর কটাক্ষের কাছে ,

চাকরি চ্যূত হয়ে চাকরি দাতার কাছে !



পরাজিত যুবক -

সামাজিক নরপিশাচদের কাছে

রাষ্ট্রীয় দালালদের কাছে !



পরাজয়ের আগুনে বিদগ্ধ, আজ সে ক্লান্ত !



দূঢ় প্রত্যয়ী যুবক আজ আত্মবিশ্বাসহীন

নিথর নির্বাক এক দু'পা ওয়ালা প্রাণী

যার কোন অনুভূতি নেই!



কেবলই আছে যার এক বুক আর্তনাদ !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:১৫

সুফিয়া বলেছেন: আমারও আছে এক বুক আর্তনাদ, শুধু মায়ের জন্য। কারণ, মাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি।

http://www.somewhereinblog.net/blog/sufia

২| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৫

ধূসর সপ্ন বলেছেন: Thanks for realizing my heart burning ব্যাথা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.