নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন গুলো বার বার রং বদলায়....

ধূসর সপ্ন

জীবনের দেনা শুধু বাড়ে; চক্রবৃদ্ধি হারে !

ধূসর সপ্ন › বিস্তারিত পোস্টঃ

মধ্যযুগীয় কায়দায় কণে দেখা -আমার একটি তিক্ত অভিজ্ঞতা !!!!

১৯ শে মে, ২০১৩ রাত ১২:১৮

আজ নিজের জন্য কনে দেখতে গেলাম । কিন্ত পরিকল্পনা ছিল একটু ভিন্ন কায়দায় কণে দেখব যাতে আমারও দু পসা বাঁচে কণে পক্ষেরও কোন খরচ না হয় । কিন্ত ঘটক সাহেবা চালাকি করতে গিয়ে এমন নির্বু্দিধতার পরিচয় দিলেন যে উভয় পক্ষের বেশ বড় একটা এম্যাউন্ট খরচ হয়ে গেল । যাকগে সে কথা । খাওয়া দাওয়র পর্বটি শেষ হল বেশ ভাল ভাবেই । এরপর কণে দেখার পালা । অপেক্ষা করছি বেশ কিছু সময় ধরে । অবশেষে লাল টকটকে শাড়ি পরিহিত পানের বাটা হাতে অন্দর মহল থেকে এসে পড়ল সেই প্রতিক্ষিত ললনা । যাকে দেশীয় স্নো, পাউডার আর লিপস্টিক দিয়ে কৃত্রিমতা দান করেছে । তারই কিছু কাছের মানুষ । এসেই শিখিয়ে দেয়া বুলি "আসসালামুয়ালাইকুম" বলে মাঝখানে পেতে রাখা চেয়ারে বসে পড়লেন । এবং শাড়ির ওজন ও গহনার ওজনের সাথে লজ্জার ওজন মিলিয়ে মেয়েটি একেবারে মাটিতে মিলিয়ে যাওয়ার জো হয়ে বসে রইল । যেহেতু আমার কণে আমি দেখতে গিয়েছি তাই কাউকে কোন কিছু বলার সুযোগ দেয়ার আগেই আমি মাত্র তিনটে সাধারণ প্রশ্নবাণ ছুড়ে মারলাম (যতই সহজ প্রশ্ন হোক না কেন ওই মুহুর্তের জন্য তখন ও প্রশ্নগুলো তার কাছে বাণের মতই মনে হয়েছিল )।

অবশেষে কোন মতে মেয়েটি প্রশ্নগুলোর উত্তর দিয়ে ধরে প্রাণ ফিরে নিল । মোটামুটি তিনটি প্রশ্নেই বুঝেনিয়েছিলাম তার ঠিকানাসহ শিক্ষাগত যোগ্যতা । কিন্ত শিক্ষিত ব্যক্তি হিসেবে আমি যেমন মেয়ে প্রত্যাশা করছিলাম মেয়েটি তার ধারে কাছেও ছিল না । তাই আমাদের পাওনা (মেয়েরে সম্মানি) মিটিয়ে দিয়ে দ্রুত প্রস্থান করলাম ।



মধ্যযুগীয় কায়দায় মোটেও কণে দেখার আমার ইচ্ছে ছিল না । যে নীতির আমি সারা জীবন বিরোধী করে এলাম সেই আমিই কিনা তার বাস্তবায়ন ঘটালাম কোন এক ঘটকীর মাধ্যমে । এই ভেবে বড়ই লজ্জিত হচিছ মনে মনে মনে । ঘটনাটা যেন -"মাদক বিরোধী মিছিলে যোগ দিলাম মাদক সেবন করে" - এমন দাড়াল । ছি! ছি! ছি! লজ্জায় মারা যাই ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৩ রাত ১২:৩২

নতুন বলেছেন: সমাজের নিয়ম তো আর একদিনে পাল্টানো যাবেনা... আস্তে আস্তে হবে...

এই সব সিদ্ধান্ত যেই মুরুব্বিরা নেয় তারা কিন্তু এই ভাবেই মেয়ে দেখাকে নিয়ম মনে করে...

২| ১৯ শে মে, ২০১৩ রাত ১২:৩৮

ধূসর সপ্ন বলেছেন: Right You r absolutely.

৩| ১৯ শে মে, ২০১৩ রাত ১২:৫৩

রিওমারে বলেছেন: যেহেতু আমার কণে আমি দেখতে গিয়েছি তাই কাউকে কোন কিছু বলার সুযোগ দেয়ার আগেই আমি মাত্র তিনটে সাধারণ প্রশ্নবাণ ছুড়ে মারলাম (যতই সহজ প্রশ্ন হোক না কেন ওই মুহুর্তের জন্য তখন ও প্রশ্নগুলো তার কাছে বাণের মতই মনে হয়েছিল )।
অবশেষে কোন মতে মেয়েটি প্রশ্নগুলোর উত্তর দিয়ে ধরে প্রণ ফিরে নিল । মোটামুটি তিনটি প্রশ্নেই বুঝেনিয়েছিলাম তার ঠিকানাসহ শিক্ষাগত যোগ্যতা । কিন্ত শিক্ষিত ব্যক্তি হিসেবে আমি যেমন মেয়ে প্রত্যাশা করছিলাম মেয়েটি তার ধারে কাছেও ছিল না । তাই আমাদের পাওনা (মেয়েরে সম্মানি) মিটিয়ে দিয়ে দ্রুত প্রসথান করলাম । :P :P
মেয়ে দেখতে গিয়ে আপ্নে প্রশ্ন বান ছুড়ে মেরেছেন শুনে হাসি চাপাতে পারলাম না। এ থেকে কি আপনার শিক্ষার দৌড় প্রমান পাওয়া গেল---না??

৪| ১৯ শে মে, ২০১৩ রাত ১:২৫

ধূসর সপ্ন বলেছেন: হ্যা, মজা দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি । কিন্ত আপনি কি মনে করেন না যে আগের দিনে কণে দেখতে গিয়ে নানা রকম প্রশ্ন করত মেয়ের বুদ্ধিমত্তা ও চাতুর্যতা যাচাই করতে - সে অর্থে প্রশ্ন গুলো কিন্ত তীরের মতই লাগত মেয়েদের কাছে। যা বর্তমান যুগে ভাইভা বোর্ডে এখন ছেলেদেরকে ছোড়া হয় ।

তাছাড়াও আমি আপনার মত নির্ভুল ফেরেশতা নই আমি ভুলে ভরা রক্ত মাংসের একটা মানূষ !!!!!

৫| ১৯ শে মে, ২০১৩ রাত ২:১২

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:


লু -

৬| ১৯ শে মে, ২০১৩ সকাল ৭:০২

আতা2010 বলেছেন: আপণী কী চাণ মেয়ে টা বিকিনি পরে ক্যাঁট ওয়াক করতে করতে আসবে । এটাই আপনাদের আধুনিক চাওয়া????

১৯ শে মে, ২০১৩ রাত ৯:২১

ধূসর সপ্ন বলেছেন: keno Avabee Bolsen keno ?? Sovvoo Somajee bujhi Bikini poreei meyeraaa Booor Dekhteee Aseee bujhi ????

Enlarge your thinking Bro ! Don't Think so this way !

৭| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৪২

জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: মধ্যযুগে এভাবে কনে দেখা হতো? দয়া করে একটি সময়কালকে এভাবে বিতর্কীত করবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.