![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছেন । কথাটা শিক্ষা প্রফেশন এ আসার আগে আমিও মনে প্রাণে বিশ্বাস করতাম । কিন্ত এখন একজন শিক্ষক হয়ে এর ভিতরের সব অনিয়ম আর বিশৃংখলতা আমাকে রীতিমত বিষ্মিত করেছে !!! সব কিছু বলতে গেলে এই লেখার কলেবর অনেক বড় হয়ে যাবে । এক কথায় বলতে গেলে - "এ শিক্ষা ব্যবস্থার গোড়ায় গলদ" শব্দটিই এর জন্য প্রযোজ্য !!!
আমরা সচেতন মানুষেরা সবাই অবগত আছি যে, বর্তমান শিক্ষা ব্যবস্থায় কোয়ালিটির চেয়ে কোয়ানটিটির প্রাধান্যই বেশি দেয়া হচ্ছে যার দরুণ আমাদের পুরো জাতি শিক্ষিত বোকা হতে চলেছি !!! যার ফল আমরা আর অল্প কয়েক বছর পরেই পাব এবং এখন সামন্য সামন্য নমুনা আমরা পেতে আরম্ভ করছি !!! যেমন - অযোগ্য লোকের যোগ্য স্থানে বিচরণ !!
যাই হোক যে সত্যটি ফাঁস করতে চাচ্ছি - পঞ্চমশ্রেণীর সমাপনী পরীক্ষার ( পি এস সি) আগে বার কয়েক মডেল টেস্ট নেওয়া হয় প্রতিবছর । এটা করা হয় সাধারণত বছর শেষে অক্টোবর- নভেম্বর এর মধ্যে সম্পূর্ণ বই থেকে ।
এবার এই মডেল টেস্ট নেওয়া হচ্ছে জুন থেকেই শুনে ভালই লাগল যে, সরকার ভাল ব্যব্স্থা করেছেন । কিন্ত আশ্চার্যের ব্যাপার জানেন কি ! মডেল টেস্ট টি হবে পুরো বই থেকে । যা এক দম অসম্ভব ব্যাপার । কারণ একে তো এবার সম্পূর্ণ নতুন সিলেবাস অন্য দিকে এই পাঁচ মাসে কোন বিদ্যালয়ই পুরা বই শেষ করতে সক্ষম হয়নি এমন কি যে সব প্রতিষ্ঠান নিবিড় পঠন করান ( কিন্ডার গার্টেন গুলো) তারাও না ! আরও শুনে আশ্চার্য হবেন যে - এই বে সম্ভব থুক্কু !!এই অসম্ভব পারিকল্পনা বাস্তবায়ন করতে অত্র এলাকার শিক্ষা অফিস থেকে নির্দেশ এসেছে এবং প্রশ্ন পত্র পর্যন্ত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে পাঠিয়ে দেয়া হয়েছে !!! যা দেখে দেখে শিক্ষকগণ ক্লাসে শিক্ষা দিচ্ছেন !!!! অর্থাৎ প্রশ্ন পত্র ফাঁস আর কি !! কিছু কিছু স্টুডেন্ট এর হাতে সরা সরি প্রশ্ন দেখে একদম ভরকে গেলাম । একি হচ্ছে দেশে !!
আমরা তো শিক্ষার নামে পুরো জাতিকে পঙ্গু আর মেধা শূণ্য করার কাজে লেগে পড়েছি ???
আমরা তো মিথ্যুক আর ভণ্ড । শিশুদেরকে ভণ্ডামি শিক্ষা দিচ্ছি !!!
হায় আমার শিক্ষা ব্যবস্থা !!!! দেখার কি কেউ নেই??? -এ সব অনিয়মের বিরুদ্ধে নজরুলের মত রবীন্দ্রনাথের মত আমরা জ্বলে উঠতে পারি না ?????
শিক্ষকতা পেশাটাকে এখন আমার কাছে ভণ্ড আর জালিয়াতির পেশা মনে হচেছ !!!!!!
২| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:৪৪
ধূসর সপ্ন বলেছেন: আমিও হতাশ রে ভাই !
৩| ৩১ শে মে, ২০১৩ রাত ১০:০৩
অন্তহীন বালক বলেছেন: দেশের জন্য খুবই খারাপ কথা!!
৪| ৩১ শে মে, ২০১৩ রাত ১০:০৫
সুজন দেহলভী বলেছেন: আল্লাহ আমাদের সহায় করুন।
৫| ৩১ শে মে, ২০১৩ রাত ১০:০৭
ফ্রিঞ্জ বলেছেন:
৬| ৩১ শে মে, ২০১৩ রাত ১০:২২
খাটাস বলেছেন: হয়ত সরকার খারাপ। কিন্তু যারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কমিটি গুলোতে আছেন, তারা বেশির ভাগ ই ইচ্ছায় অনিচ্ছায় সরকারের অন্যায় গুলোকে মেনে নিচ্ছেন। নিজের পরিবারের কথা চিন্তা করে কোন সাধারণ মানুষ সরকারের বিপক্ষে যাওয়ার সাহস পায় না। অন্তত শিক্ষক হিসেবে আপনার সাধ্য অনুযায়ী আপনার স্টুডেন্ট দের নৈতিক শিক্ষা প্রদান করবেন আশা করি।
০১ লা জুন, ২০১৩ ভোর ৫:৩৬
ধূসর সপ্ন বলেছেন: সে চেষ্টা টুকুই করছি । অস্তিত্ব টুকু নিয়েই এখনও পথ চলি ।
৭| ৩১ শে মে, ২০১৩ রাত ১০:৩০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো রেজাল্টের রহস্য ভেদ !
৮| ৩১ শে মে, ২০১৩ রাত ১০:৩৩
বাংলার হাসান বলেছেন: আমরা তো মিথ্যুক আর ভণ্ড । শিশুদেরকে ভণ্ডামি শিক্ষা দিচ্ছি !!! সগমত।
৯| ৩১ শে মে, ২০১৩ রাত ১০:৪৩
আরজু পনি বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৩ রাত ৯:৪২
নাসরীন খান বলেছেন: হতাশ হলাম ।