![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে আমাদের বুয়া নয় কিন্তু ভূয়া !
সব কিছুতে কেবল তারই ছোঁয়া !!
অফিসারের ভাষায়, ডিমান্ড সে যে জানায়!
কোনো কথা দেয় না সে পড়তে মাটিতে ,
উন্মুখ থাকি রুমমেটরা পা দু'খানি চাটিতে !
সে আমাদের বুয়া নয় কিন্তু ভূয়া !
সে যে আমাদের স্বৈরাচারী বুয়া ।
পিয়াজ, মরিচের পড়লে আকাল ,
বুয়া মোদের হয়ে যায় তালমাতাল।
ধর্য্য নাহি ধরে সে আর ,
হয়ে যায় মোদের মরণ এবার!
নগ্ন পায়ে , নগ্ন গায়ে মুদি পাড়ায় দেই হানা ।
খেতে যে হবেই মোদের খানা !
সে কিন্ত নয় ভূয়া,
তিনি আমাদের স্বৈরাচারী বুয়া !!!
২| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৪
মাক্স বলেছেন:
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৮
আমি ময়ূরাক্ষী বলেছেন: হা হা