নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন গুলো বার বার রং বদলায়....

ধূসর সপ্ন

জীবনের দেনা শুধু বাড়ে; চক্রবৃদ্ধি হারে !

ধূসর সপ্ন › বিস্তারিত পোস্টঃ

বিরক্তিকর কথোপকথোন !!!!!!

২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৩৩

ভোর পাঁচটায় দূর পাল্রার গাড়ীতে উঠেছি । চোখে ঘুম বেচারা তথনও ঘুরঘুর করছে । শান্ত স্নিগ্ধ সকাল বাসের মধ্যে একটু ঘুমাবার চেষ্টা করছি । সমনের সিট থেকে নিম্নোক্ত কথোপকথন ভেসে এসে ঘুমের তের টা বাজাল!

এপ্রান্ত : হ্যালো, আপনি কি মুক্তা ?

ও প্রান্ত : হ্যাঁ ককে চাচ্ছেন ।

এ.প্রা. : আপনাকেই চাইছি । আপনাকে চাওয়াই আমার উচিত।

ও.প্রা: কেন ?

এ.প্রা: আপনার বাড়ী কি পানার সুজা নগরে ??

ও.প্রা: কেন বলুন তো ?? আপননি কে বলছেন ??

এ. প্রা: আমি হারিজ ( হার) ।

ও.প্রা: হারিজ আপনি আমার কাছে কি চান ?? এতো ভোরে ফোন করেছেন কেন ?

এ. প্রা: আপনাকেই তো আমার চাওয়া উচিত। ঢাকা যাচ্ছি! (অনেক গর্বভরে, সম্ভবত ছেলেটার প্রথম ঢাকাগমন) ।

ও.প্রা: ঢাকা যাচেছন ! (মেয়েটি উৎফুল্লচিত্তে উত্তর দিল) ।

ছেলেটির গর্ব যেন বেড়ে গেল, সেই সাথে তার গলার স্বরটাও ভোরের স্নিগ্ধতা ভেঙে কর্কশ কাকের মত কা-কা করে উঠল । আর আমাদের অন্য যাত্রীদের চোখে ঘুরঘুর করা ঘুমবাবু দুর দুর করে বিতারিত হল ।

মেজাজ কষে উঠল পাশে বসে থাকা আমার সহোদরের। সে তার নিজের ফোনটা ডায়াল ছাড়াই কানের সাথ লাগিয়ে বলে উঠল-

"হ্য- যগাদা সব রসুন বিক্রি করেছিস ! সব টাকা কিন্ত মায়ের হাতে দিবি ।

ছাগলের বাচ্চাটা দুধ খেয়েছে কিনা খোজ রাখিস"
-উচ্চ স্বরে যখন বলল তবুও ছেলেটার জ্ঞান ফিরল না। অন্য যাত্রীরাও যখন উসখুস তার কথোপকথন শুনে । তখনও সে নির্ভাবনায় তার অদৃশ্য প্রেয়সীর সাথে রসালাপ চালিয়ে যাচেছ!

এ. প্রা: তাহলে তো আপনি ম্যাডাম হয়ে গেলেন !

ও. প্রা: সমস্যা নাই । আপনার যদি ম্যাডাম হই প্রেয়সী হব কার ??

এর পর -ই যেন অদক্ষ নৃত্যের সাথে বেতালের সুর বেজে উঠল ।

ছেলেটা খুশিতে গদগদ হয়ে জবাব দিল -

-এভাবে বলা উচিৎ না ! শিক্ষকতা করেন । সবারই শিক্ষক !

-তাহলে আমার স্বামীরও কি আমি শিক্ষক হব ?

- প্রয়োজনে আপনার তাই হওয়া উচিৎ !

ছেলেটি এতো উচিৎ শব্দটি উচ্চারণ করছিল যে তার এত উচিৎ হয়নি ।

বাসের সব যাত্রী যখন বিরক্তির শেষ মাত্রায় ।তখন কেউ একজন সুপার ভাইজারকে তলপ করে এই বিরক্তির সমাধান হল ।



অবশেষে অনেক ক্ষণ পর ছেলেটার পাশের সিট খালি হলে , এক কথা দুকথায় আলাপ জমানোর চেষ্টা করলাম এবং পরে জানতে পারলাম । সে এই প্রথম ঢাকায় আসছে এবং কোন এক কুখ্যাত-প্রখ্যাত কোচিং সেন্টারে ভর্তি হয়েছে - উচ্চশিক্ষার সুযোগের আশায় ।



মনে মনে দোয়া করলাম তার উচ্চ শিক্ষার আগে স্বশিক্ষায় শিক্ষিত হওয়া উচিৎ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:১৬

সাদা কলো বলেছেন: কথা কি লাউড স্পিকারে হচ্ছিল? ও প্রান্তের কথা আপনি শুনলেন কিভাবে ?

২| ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৩৭

ধূসর সপ্ন বলেছেন: লাউড স্পিকার ছিল না । কিন্ত হিয়ারিং স্পিকারের ভলিউম বাড়ানো ছিল । আর আমি তার ঠিক পরের আসনেই ছিলাম । কিছু কিছু ফোন আছে না এমনিতেই সাউন্ড সিসটেম লাউড স্পিকারের মত । তর উপর সকাল টা ছিল শান্ত, স্নিগ্ধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.