নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

যে কবিতার কোন নাম নেই

১৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৫২







আমার দেখতে ইচ্ছে করে মা’ তোর

কেমন করে শাঁখ বাঁধা হয়েছিলো

এই সজনে গাছের তলায়

কেমন করে হাত দু’ খানি লাল চুড়িতে ঢাকা ছিলো

গলাটা কেন ফাঁকা ছিলো।

ললাট ছিল কেন শাখাহীন মাঠ।



তোর ওই বালুচরী প্রিন্ট শাড়ির ভাজে

কেন দুঃখ লুকিয়ে নেচেছিল

ছাদনা তলায় সেই কান্না বাসর দেখার বড় স্বাদ জাগে!



মা’ তোর আঁচলে কেন শূন্যতা ঢাকা ছিল

কেন চোখে জল ছিল

কেন মুখে বিষণ্নতা ছিল

সেসব জানতে ইচ্ছ জাগে



সাতটি পাকে সাত জনমের বাঁধায় বন্দি হয়ে

সন্ধি কেন করেছিলি

ভালবেসে হাত যার ধরেছিলি

যার রক্তচক্ষু চিরটাকাল গেল তরে কাঁদায়ে

মা’ তোর বুকের মাঝে হাজার রাতের সন্ধি রাজে

যাকে আপন করে ভেবে জীবন না’য়ে সঙ্গী করেছিলি

সে কেন তোকে ছুড়েছিল



আমার জানতে ভীষন ইচ্ছে করে

কেন সে তোকে ছেড়ে মায়ের ন্যাওটা ছেলেকে ছেড়ে

নতুন স্বপ্ন চোখের ভেতর বন্দি করে পালিয়ে ছিল।



মা আমার ভীষন জানতে ইচ্ছে

তোর কৃষ্ণের আরও কি কোন রাধা ছিল?



=========================================





মন্তব্য ৩১ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩২

মাহী ফ্লোরা বলেছেন: তোর কৃষ্ণের আরও কি কোন রাধা ছিল?


কেন? এমন কেন জানতে ইচ্ছে করবে?

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৫২

সকাল রয় বলেছেন:
সেটা কবিতায় অনেকটা লেখা রয়েছে কেন জানতে ইচ্ছে করে

কেন মা কাদে?
কেন মা আর হাসতেই চায় না
কেন মা আজও আনমনা হয়ে যায়

উপলব্ধি করতে পারবেন আপনিও ভাবুন তো একবার ভালোবাসার মানুষ না পেয়ে আর কারো ঘর করে যখন আপনি সুখী নন তখন কি ভাবনা আসে মনে।

২| ১৮ ই এপ্রিল, ২০১২ রাত ৮:১৯

জুল ভার্ন বলেছেন:

মায়ের এই কষ্টের কোনো শিরোনাম হয়না!
এই জিজ্ঞাসার কোনো স্বদুত্তর নেই!!
এই কষ্টের কোনো রঙ নেই!!!


১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৫৫

সকাল রয় বলেছেন:
রঙ হীন কষ্ট পড়ে আছে আকাশের গায়;
ক্ষণে ক্ষণে পাল্টায় সে তবু ছাড়েনা আমায়

৩| ১৮ ই এপ্রিল, ২০১২ রাত ৮:২৫

আহাদিল বলেছেন: সত্যিই নাম হয় না এ কবিতার!

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৫৩

সকাল রয় বলেছেন:
কি যে নাম দেব তা নিয়ে ভেবেছি অনেকবার

৪| ১৮ ই এপ্রিল, ২০১২ রাত ৮:২৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: :| :|

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:০১

সকাল রয় বলেছেন:
অবাক হতে হয়
কিংবা অবাক হতে নেই
অবাক হতে গিয়ে অবাক হয়
হয় অবাক হতে গিয়েই

৫| ১৮ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৪৬

মুনতাশীর বলেছেন: অসম্ভব টাচী!

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:০২

সকাল রয় বলেছেন: ছুয়ে থাকা এভাবেই

৬| ১৮ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৫২

মুনসী১৬১২ বলেছেন: এটা কবিতা না রক্ত ক্ষরণ

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:০৪

সকাল রয় বলেছেন: দুটোই

ভালো আছেন কি?

৭| ১৮ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০১

ঈষাম বলেছেন: জুল ভার্ন বলেছেন:
মায়ের এই কষ্টের
কোনো শিরোনাম হয়না!
এই জিজ্ঞাসার
কোনো স্বদুত্তর নেই!!
এই কষ্টের কোনো রঙ
নেই!!!

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:০৮

সকাল রয় বলেছেন: ইয়ৈস বস

৮| ১৯ শে এপ্রিল, ২০১২ রাত ৩:১৮

মিরাজ is বলেছেন: :( :(

সুন্দর!! প্রিয় সকাল'দা।

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:১০

সকাল রয় বলেছেন:

ধন্যবাদ ভালো আছেন তো?

৯| ১৯ শে এপ্রিল, ২০১২ রাত ৩:৫১

নস্টালজিক বলেছেন: বিষাদ অভিব্যাক্তি!

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:১১

সকাল রয় বলেছেন:

কেমন আছেন রানা ভাই

১০| ১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:১৬

সালমাহ্যাপী বলেছেন: আসলেই কোন নাম হয় না!!


:(

১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:৪৭

সকাল রয় বলেছেন:
কিনাম দিব

১১| ১৯ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১২| ১৯ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:২৪

চাটিকিয়াং রুমান বলেছেন: হৃদয় ছোঁয়ানো কবিতা!

১৩| ২১ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৫০

নিশাচর ভবঘুরে বলেছেন: অদ্ভুত অনুভূতির কবিতা :(

১৪| ২৩ শে এপ্রিল, ২০১২ রাত ১০:০৫

ইহতিশাম আহমদ বলেছেন: নবীন লেখক সমাবেশ ২০১২-তে পুস্তক প্রর্দশনী ও বিক্রয়ের জন্যে যোগাযোগের আহবান

১৫| ২৪ শে এপ্রিল, ২০১২ রাত ১:৩৩

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: মন খারাপের লেখা ! :(

১৬| ২৪ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:৪১

বৃষ্টিবেস্ট বলেছেন: ভাল লাগল।

১৭| ২৪ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩৯

~মাইনাচ~ বলেছেন: অনেক সুন্দর

১৮| ০২ রা জুন, ২০১২ রাত ১০:৪৯

কামরুল হাসান শািহ বলেছেন: মন খারাপ করা কবিতায় +

২৫ শে জুন, ২০১২ বিকাল ৩:০৮

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ কবি

১৯| ২৪ শে জুন, ২০১২ সকাল ১০:০৬

অদম্য১২৩৪ বলেছেন: কস্টের অভিব্যাক্তি দারুণ ফুটিয়েছেন

২৫ শে জুন, ২০১২ দুপুর ২:৩৮

সকাল রয় বলেছেন: ধন্যবাদ
চেষ্টা করেছিলাম নতুন কিছু লেখার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.