নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
♣
নিবেদিতা তোর মনে আছে সেই বাঁশের সাকোঁর কথা? যে সাঁকোটা জুড়ে দিয়েছিল আমাদের বন্ধন। পানাঢাকা ছোট্ট খালের ওপাড়ে তোদের কুঁড়েঘর, এপাশে মেঠোপথে আমাদের মাটির দেয়ালে ঘেরা বৈঠকখানা। ছুটির দিনে সাঁকো পেড়িয়ে তোদের কুঁড়ে ঘরের জানালায় আমার চোখে খুঁজতো তোকে। তোর ছেড়া জামার আঁচলে আম-জাম কুড়িয়ে রাখতাম বর্ষাতিতে। তুই দু’হাত দিয়ে জামা উচুঁ করে হাটতিস। যখন অনেক ভারী হয়ে আসতো তোর আচঁল, তখন তুই আমায় বলতিস- রনো এবার থাম! আমি আর চলতে পারিনে; তোর মাথায় তুলে নে, নয়তো ফেলে দেব। আমি চিৎকার করে বলতাম-একদম না।
স্কুল ফেরতা দুপুরে এক টাকা হাতে পেলেই ছুটে যেতাম সেন্টুদার দোকানে। চারটে শাকুরা লজেন্স কিনবো বলে। আমাদের চোখে তখন এক টাকা ছিল দশ টাকার সমান। চকলেট কিনে ফেরবার সময়, রাস্তায় পড়ে থাকা দেশলাইয়ের অব্যবহৃত প্যাকেট খুজতাম! মাটির কলসির ভাঙ্গা টুকরো দিয়ে “চারা” খেলব বলে।
নিবেদিতা তোর চোখে মার্বেল ছিল। ছিল হাতির শুরের মতো বিনুনি বাগান চুল। তুই হাসতে পারতি খরগোসের মতো সাদা দাঁত নিয়ে। আমি চেয়ে থাকতাম। আমারও মার্বেল হতে ইচ্ছে করতো, তোর চোখের ভেতর থাকব বলে। মানুষ বোধহয় মার্বেল হতে পারেনা। কাঁচের দেয়ালে হয়তো নিজেকে বন্দি রাখতে পারেনা কেননা মানুষের মন যে কাঁচের মতো কখনো স্বচ্ছ হতে পারেনা, তাতে কোন কোন দাগ থাকেই। তুই জানতে চেয়েছিলি কাঁচ দিয়ে কাঁচ কাটা যায় কি? আমি বলেছিলাম কাঁচের জন্য চাই হীরে। আজ মনে হচ্ছে তুই বোধহয় হীরে হতে চেয়েছিলি। মানব সমুদ্রে সবাই হীরে নয়, তবে কেউ কেউ হীরে হয় মানুষের মনকে কেটে দুভাগ করে দেবার জন্য।
নিবেদিতা একদিন তোর ফুল কুড়ানোর দিন ছিল। ফুলের সাজি নিয়ে আমি তোকে নিয়ে সমস্ত গ্রাম পায়ে মাড়াতাম। খালি পায়ে আমাদের মৃত্তিকা নৃত্য হতো। তোর সাজি ভর্তি ফুল! আর আমার চোখ ভর্তি উচ্ছাস। কেউ কেউ ফুল দেবেনা বলে, বিনা মেঘে বজ্রপাতের ভয় দেখাতো। আমরা দৌড়াতে পারতাম উটপাখির মতো, আমাদের শরীরে তখন উত্তাপ ছিল।
তোর মনে পড়ে যেদিন বাশের সাঁকো উঠে গেল সেদিন তুই হেসেছিলি। ভাবছিল এবার আর তোদের সাঁকো পেরুতে হবে না হয়তো তার বদলে পিচঢালা পথ হবে।
কিন্তু খালটা বিনা নোটিশে মরুভূমি হয়ে গেল। কাটাতাঁর তোকে আর আমাকে দুভাগ করে দিয়ে হয়ে গেল দুটো দেশ ।
♣_লেখাটি কালের খেয়ায় প্রকাশিত
__________________________________
রচনাকাল:
জুলাই-২০১৪
উইলকিংসন রোড, সুসং নগর।
০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩১
সকাল রয় বলেছেন: ঈশ্বর তার অদৃশ্য শক্তিতে মনকে সঞ্চালন করেন........
আমিও একদিন কারো মন কাটার জন্য হীরে হতে চেয়েছিলাম। পারিনি। সবাই হীরে হতে পারেনা।
অনেক ধন্যবাদ ভালো লাগলো। ভালো থাকুন এই সব দিনরাত্রী
২| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৭
ডি মুন বলেছেন: নিবেদিতা তোর চোখে মার্বেল ছিল। ছিল হাতির শুরের মতো বিনুনি বাগান চুল। তুই হাসতে পারতি খরগোসের মতো সাদা দাঁত নিয়ে। আমি চেয়ে থাকতাম। আমারও মার্বেল হতে ইচ্ছে করতো, তোর চোখের ভেতর থাকব বলে।
দারুন লিখেছেন। অনেক ভালো লাগল।
শুভকামনা সবসময়।
০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৮
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ। দারুন লিখতে পারছি কি-না জানিনা তবে, কলম চলছে কলমের নিয়মে।
আপনার জন্যও অনেক শুভকামনা ভালো থাকুন এই সব দিনরাত্রী
৩| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫১
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার লিখেছেন কবি। বন্ধন ছিড়ে আলাদা করার ব্যাপারটি উপমায় কাব্যিক ঢঙে দারুন দাগ কাটলো।এবং সেটা হীরার মতই ।
০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৪
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কবি
আপনার চোখে মালয়েশিয়া দেখতে কিন্তু ভালোই লাগছে
৪| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২০
নাসরিন চৌধুরী বলেছেন: শেষে এসে থমকে গেলাম----
গেঁথে গেল হৃদয় পটে
একেমন বিভক্তির দেঁয়াল!!!
অসাধারন লিখেছেন কবি।
০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৫
সকাল রয় বলেছেন:
কখনো কখনো এমন হয়।
_____________________
দুটো পাড় যদি এক হতে না চায় সেতুর কি প্রয়োজন
৫| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার হৃদয় ভেঙ্গে দিলেন কবি। শেষের প্যারাটায় এসে থমকে দাঁড়ালাম। বিষাদে মন ভরে গেল ---- প্রথম হতে শেষ পর্যন্ত সবটাই সুন্দর ---
কবির জন্য শুভকামনা রইল
০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫১
সকাল রয় বলেছেন:
বন্ধুর বিদায় এ অনেক খারাপ লাগে।
তাকে- আর আমাকে ভাগ করে দিয়ে হয়ে গেল দুটো দেশ
অনেক অনেক ধন্যবাদ
৬| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৭
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে কবি ।
০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫১
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
৭| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৫
আরজু পনি বলেছেন:
নিজে নিজেই কথা বলা নাকি পত্র...খুব দারুন !
০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৪
সকাল রয় বলেছেন:
নিজের অনুভূতি জানান দিতে লিখলাম। সেই সাথে তুলে নিলাম সেই কবেকার হারিয়ে যাওয়া বন্ধুকে।
অনেক অনেক ধন্যবাদ
৮| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৫
প্রবাসী পাঠক বলেছেন: হৃদয় ছুঁয়ে যাওয়া লেখা।
০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০২
সকাল রয় বলেছেন:
ভালো লাগছে এই ভেবে যে
কারো হৃদয় ছুয়ে গেল লেখাটি।
৯| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ লাগলো। +++++
০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৩
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা
১০| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৩:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
মুগ্ধতা রাশি রাশি +++
০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০২
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
কান্ডারী ভাই
১১| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৩
সুমন কর বলেছেন: এত সুন্দর কিভাবে লিখেন !!!!
আর কিছু বললাম না। বুঝে নেন
০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৯
সকাল রয় বলেছেন:
আসলে অনেক সুন্দর লেখা আপনার কাছ থেকেই পাই।
আর আমি তো শুধু নিজের অনুভূতি জানান দিতে লিখি।
অনেক ধন্যবাদ
১২| ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৫
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার লাগলো কবি !
০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৭
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ অভি কবি
১৩| ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৫
লেখোয়াড় বলেছেন:
নিবেদিতা আপনার কে?
কি তার পরিচয়?
তার জন্য হৃদয়ে এত.............. কেন ??
০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৭
সকাল রয় বলেছেন:
নিবেদিতা আমার শৈশব-কৈশরের বন্ধু।
সে চলে গেছে সেই কবে___ দূর দেশে তাই তার জন্য মাঝে মাঝে ..............হয়
১৪| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৩
হাসান মাহবুব বলেছেন: অনেক সুন্দর, ছুঁয়ে যাওয়া লেখা।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫০
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই
১৫| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১১
লিমা মেহরিন বলেছেন: কি অসাধারণ গতি।
মনকে আবিষ্ট করলো।
নষ্টালজিক হয়ে গেলাম।
সুন্দর
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৬
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কবি
১৬| ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৩
মাহমুদ০০৭ বলেছেন:
মন ছুঁয়ে গেল ।
ভাল থাকুন সকালদা ।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৫
সকাল রয় বলেছেন:
অনেক ভালো লাগলো । ভালো থাকবেন
১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কি সুন্দর লেখনী! +
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৩
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
থাকুন ভালো করে জগত আলো
১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৯
আমি ময়ূরাক্ষী বলেছেন: তোর মনে পড়ে যেদিন বাশের সাঁকো উঠে গেল সেদিন তুই হেসেছিলি। ভাবছিল এবার আর তোদের সাঁকো পেরুতে হবে না হয়তো তার বদলে পিচঢালা পথ হবে।
কিন্তু খালটা বিনা নোটিশে মরুভূমি হয়ে গেল। কাটাতাঁর তোকে আর আমাকে দুভাগ করে দিয়ে হয়ে গেল দুটো দেশ ।
হৃদয় চিরে দেশভাগ।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৩
সকাল রয় বলেছেন:
সেই দেশভাগ____তারপর এখন কাটাতার
১৯| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৫
মহান অতন্দ্র বলেছেন: কিন্তু খালটা বিনা নোটিশে মরুভূমি হয়ে গেল। [/sb
খুব চমৎকার গল্প , সাথে যেন আর কি একটা বলে গেলেন । ভাল লেগেছে এই বলে যাওয়া ।
২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪
সকাল রয় বলেছেন:
দেশভাগের গল্প!
অনেক কিছুই একসময় পূর্নতা পায়না। হয়তোবা নিবেদিতার সেই হারানো বন্ধুর পূর্ণতা হয় নি।
অনেক অনেক ধন্যবাদ
ভালো লাগলো।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৫
নাছির84 বলেছেন: মানুষের মন নিরাকার। ঈশ্বর বেশ কায়দা করেই ব্যাপ্তিটা বুঝতে দেননি। কিন্তু এই অদৃশ্য ,অনুভূতিময় এবং সার্বজনীন 'বস্তু'টির ভেতরকার কিয়দাংশ ক্ষত শব্দের ডালিতে ভাগাভাগি করে নেয়ার জন্য লেখককে ধন্যবাদ।
কালের খেয়ায় পড়েছি। এখন আবার পড়লাম। তবে এটাও ঠিক কিছু মানুষের মন কাঁচের মতো ঠুনকো না হলে,হীরে হয়ে জন্মে তাদের মনকে কেটে দুভাগ করে দেয়ার সুযো্গটা থাকতো না।
ভাল থাকবেন। শুভ কামনা।