নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
♣♣
এই নাগরিক মাধুর্য দেনার হাত থেকে পরিত্রাণ পেতে ইচ্ছে করে,
ইচ্ছে করে একটিবার ডুব দিই শব্দসাগরে, ফুটিয়ে তুলি মাতাল বকুল,
ছুড়ে ফেলি খচ্চর বুনোহাঁস এবং অবৈধ কামকেলি।
পাথর চোখে ঘুমুতে চাই মহাকাশের বুকে মাথা রেখে...
♣♣
কতকাল যামিনীকে বুকে নিইনি। কতদিন দেখা হয়নি কারো অভিমানী রক্তচক্ষু। কতকাল শোনা হয়নি বিরক্তির দীর্ঘশ্বাস! আজ কেন জানি তিরস্কার গায়ে মাখতে ইচ্ছে করছিল। তাই চেনা একজনের কাছে অচেনা সেজে কুড়িয়ে নিলুম খানিকটা তিরস্কার!
অনেকদিন পর তিরস্কৃত হলুম। এখন নিজেকে পাখি মনে হচ্ছে। পাখিদের কোন খেদ থাকতে নেই।
♣♣
আমি অনেক কিছুই এখন পারি,
কিন্তু ঠিক কবে যে তোমাকে ভাববার কথা ভুলে যাবো শুধু সেটাই ভাবতে পারিনা।
আর ওদিকে তোমার ভাবনার আকাশে মেঘ কেটে গিয়ে হাজার তারার
দল উত্তর দক্ষিনে ছড়িয়ে আছে, উন্মুখ তোমার দৃষ্টি, অস্থির তোমার পথচলা।
♣♣
আমি বিষাদরাজ!
মুখে হাসি, ভেতরে রক্তাক্ত এক নদ।
আমি অপরিচিত, বেমালুম ভুলে থাকবার খাতা।
♣♣
অধরা,
চুলের খোপা খোলো না
সমস্ত দুঃখ ঝরে পড়বে।
তার-চে পিঠ পেতে দেই কষ্টের কয়লায় পুড়িয়ে দাও আমায়।
♣♣
আর কিছু নয়গো, নয় আর কিছু। কাম-ক্রোধ-লোভ-মোহ সব করেছি জয়। শুধু তোমাকে পাবো বলে।
এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে পাওয়া। তাই বলে তুমি আবার ভেবোনা এই তুমি মানে আমার প্রেমিকা তুমি।
এই তুমি মানে নশ্বরের ঈশ্বর..............।
(গাব গাছ মার্কা প্রেমের জন্য আমার কোন ত্যাগ বা প্রার্থনা নেই)
♣♣
প্রত্যেকটা মানুষের জীবনেই রঙ আছে।
আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য রঙের মানুষ। “রঙ হীন” মানুষের জীবন হতে পারেনা।
♣♣
আমরা সকলেই মানুষ চিনতে ভুল করি, ভুলটা আমাদের জন্মগত বন্ধু। আমাদের ভেতর ভুল আছে বলেই আমরা মানুষ।
________________________________
ফেসবুকের পাতায় বিভিন্ন সময় আমার লেখা_______________
১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩২
সকাল রয় বলেছেন:
হ্যা___ সময় হয় না লিখতে পারিনা। আবার পড়তেও আসতে পারিনা। আসুক সময় যদি বেচে থাকি তো লিখবো এভাবেই
২| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৮
আমি তুমি আমরা বলেছেন: আমাদের ভেতর ভুল আছে বলেই আমরা মানুষ
ভাল লাগল
১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭
সকাল রয় বলেছেন: ধন্যবাদ
ভ্রাতা
আমি
তুমি
সবাই
৩| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৫
দীপংকর চন্দ বলেছেন: লেখার প্রতিটি অংশেই ভালো লাগা। অনেক।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভুলটা আমাদের জন্মগত বন্ধু। আমাদের ভেতর ভুল আছে বলেই আমরা মানুষ।
ভালো থাকবেন। সবসময়।
১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫
সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ কবি
আপনার লেখা পড়েছি। আপনি ভালো লিখেন।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৪২
প্রবাসী পাঠক বলেছেন: ফেসবুকিয় লেখাগুলো ভালো লাগল সকাল দা।
১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
প্রবাসী ভাই। ভালো থাকবেন
৫| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্রথম তিনটি খুব ভালো লাগছে
১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ___
৬| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪
কলমের কালি শেষ বলেছেন: স্ট্যাটাসগুলো সুন্দর ।
১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ কালি দা
৭| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার কাছে প্রতিটিই ভিন্ন ভিন্নভাবে ভাল লেগেছে
১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কবি
৮| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫২
ডি মুন বলেছেন:
বিষাদ শেষ হবে কবে .............. কবি?
ভালো থাকা হোক সর্বদা
++++++
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪০
সকাল রয় বলেছেন:
বিষাদে বিষাদে চলছে জীবন কবে আসবে রঙ_____
এক জীবনে অনেক রঙ উড়িয়েছি____ এখন তাই বিষাদ
৯| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১
অতঃপর জাহিদ বলেছেন: খুব ভালো লিখেছেন!!
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪১
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ জাহিদ ভাই
১০| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০০
সুফিয়া বলেছেন: আপনার লেখা আরও বেশী বেশী পড়তে পারলে ভঅল লাগত।
ধন্যবাদ আপনাকে।
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪২
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ বেশী বেশী লিখতে চাই কিন্তু সময় হয়না। আগ্রহের জন্য অনেক কৃতজ্ঞতা
১১| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩০
তুষার কাব্য বলেছেন: ভিন্ন স্বাদের ভিন্ন লেখা ভালো লাগলো...
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৩
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ তুষার
১২| ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৪
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ হাসান ভাই
১৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৬
সুমন কর বলেছেন: ফেবুতে পড়া হয়েছিল কয়েকটা। অাপনার লেখার মাঝে কেন জানি নিজের কথা খুঁজে পাই ! হাহাহাহা ....
প্রতিটি বেশ ভাল লাগল।
এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে পাওয়া (সুমনের গানের লাইন)
৫ম লাইক দিলাম।
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৫
সকাল রয় বলেছেন:
এই নশ্বর জীবন দিয়েই তো পেলাম না.......
হয়তোবা আমার জন্য ছিল এমনটাই
অনেক ধন্যবাদ___
১৪| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রতিটিই সুন্দর, আলাদা করে বলার ইচ্ছে থাকলেও আলাদা করতে পারলাম না... লাইক উইথ +++++
২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪০
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ____
খুব ভালো লাগছে_____
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩২
মামুন রশিদ বলেছেন: আগে হয়ত বিচ্ছিন্নভাবে পড়েছি । একসাথে পড়ে ভালো লাগলো ।
একটু অনিয়মিত হয়ে পড়েছেন কবি ।