নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
♠রঞ্জনা আমি আর আসব না
♠পরিচালনায়: অঞ্জন দত্ত
♠অভিনয়ে: অঞ্জন দত্ত, পর্ন মিত্রা, উশশি চক্রবর্তী, অমিত দত্ত, লোহিত এবং নন্দন বাগচী সহ আরো অনেকে।
♠সঙ্গীত পরিচালনায়: নীল দত্ত।
♠স্থিরচিত্র: সুপ্রিয় দত্ত।
♠গান : অঞ্জন দত্ত, কবীর সুমন, সোমলতা
♠মুক্তিকাল: ৬ এপ্রিল-২০১১ খ্রি:
♠সময়কাল: ২ঘন্টা ৬মিনিট ১৭ সেকেন্ড।
পুরস্কার: National Film Award for Best Feature Film in Bengali, National Film Award – Special Jury Award / Special Mention (Feature Film), National Film Award for Best Music Direction
_________________________________
♠রঞ্জনার কথা
বাবা-মা হারানো একটা মেয়ের গায়ক হয়ে উঠার গল্প। শুধু গাইতে পারলেই হয়না সাথে চাই গায়কী দৃষ্টিভঙ্গি আর নিজের হাতে লেখা নতুন সব শব্দ নিয়ে গান। গ্রামের একটা কনসার্টে গিটার হাতে গান গাইতে গিয়ে গায়ক অবনীর (অঞ্জনদত্ত) সাথে দেখা হয়ে যায় রঞ্জনার। উনি অফার দেন কোলকাতায় আসার। তারপর ঢ্যাঙ-ঢ্যাঙ করে গিটার কাধে ট্রেনে চেপে সোজা কলকাতা।
এদিকে অবনী বাবুর সঙ্গীত জীবন নিয়ে একটা ডকুমেন্টারী করছিল দীপান্বিতা অবনী সেন সেটা কোন কারন ছাড়াই নিষেধ করে দেন। নেক্সট জেনারেশনের যদি তাকে জানতে ইচ্ছে হয় তাহলে গান শুনবে, কনসার্টে আসবে। এভাবেই বেড়িয়ে আসেন। সিনেমার এ অংশে দারুন একটা গানের কিছুটা অংশ শুনতে পাই। দেখতে পাই অবনি সেনের রঞ্জনাকে ঘিরে মদ্যপ অবস্থায় অসংলগ্ন আচরণের এক দৃশ্যপট যার মূলে ছিল অতীতে হারিয়ে যাওয়া স্ত্রী ও আগত সন্তানের অকাল প্রয়ান। মদ্যপ অবস্থায় ড্রাইভ করে সেদিনের সেই ঘটনা অবনী সেনের জীবনকে মাঝে মাঝে কাঁপিয়ে দিয়ে যায়। সিনেমায় আরো একটা চরিত্র দেখতে পাই এলবিস। কেয়ারটেকার হিসেবেই পুরো সিনেমায় যার উপস্থিতি। পরদিন অবনী সেনের সেই আচরণের জন্য রঞ্জনা অভিমান করে চলে যায়। তার ভেতরে ভয় থাকে যে মদ্যপ গায়কের সাথে থাকলে যে কোন সময় সে রেপড হতে পারে।
একজন শিল্পী কেন গান ছেড়ে দেয়? কেন মনে হয় তার আর গান গাওয়ার প্রয়োজন নেই। গান ছেড়ে প্রাণের মানুষের সাথে মিশে থাকার কথা বলেন একজন শিল্পী (সুমন) অবনী সেনের ভেতরে নতুন চিন্তাধারা প্রকাশ পায়। রঞ্জনার ফেলে যাওয়া গানের খাতাটা থেকে সিনেমার পথচলা শুরু হয় আবার। খাতা ফেরত নিতে এসে গানের তর্ক-কথায় জড়িয়ে যায় রঞ্জনা। শুরু হয় গিটার সাধনা।
গান লুকিয়ে থাকে অলি-গলি অথবা রাস্তায় এমনকি হাজার লোকের ভীড়ে। গান লুকিয়ে থাকে আমাদের জীবনের নোংরা নীড়ে শুধু শব্দগুলো খুজে নিতে হয়। এভাবে গান নিয়ে বলতে বলতে হঠাৎ হারিয়ে যেতে বলে রঞ্জনাকে, সে হারিয়ে না গিয়ে খুজে আনে মেটাল ব্যান্ড এর সানিকে এবার গান প্রসঙ্গে চলে আসে রবীন্দ্রনাথ, কে কয়টা গান গেয়েছে রবীন্দ্রনাথকে নিয়ে? “শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা” ব্যাস তারপর থেকে চলছে এভাবেই। কালজয়ী গান এখনো পুরোনো ঝুলিতেই বন্দি, নতুনদের হাত থেকে আর তেমন গান কোথায়? সিনেমার এ অংশে সুমন,অঞ্জনের কন্ঠে বেজে উঠলো রবীন্দ্র সঙ্গীত। কেউ কেউ জীবনকে এত বেশি ভালোবেসে ফেলে যে সেখানের গানের প্রয়োজন হয়না তবুও মানুষ গান শোনে এবং গায়।
পার্ক হোটেলের নাইট ক্লাবের গান দিয়ে রঞ্জনার কোলকাতায় গান গাওয়া শুরু হয়। আমি-তুমি আর ধুম-ধারাক্কা গানের মাঝে শৈল্পিক কথার গান কে শুনে? তাও আবার মহিলা রকষ্টার? সেই ব্যর্থতা! শ্রোতা ততটা মগ্ন নয় যতটা ভাবায় গানের কথা। রঞ্জনার লেখা নিয়ে এ্যালবাম হয় তাও আবার একটা গান নিয়ে-তুমি আসবে বলে তাই, আমি স্বপ্ন দেখে যাই। নাহ সেখানেও ব্যার্থতা। অনেক তারার ভীড়ে নতুন কেউ কাট-পিস তাল-সুর-লয় বাদ শুধু মৌলিক গান নিয়ে পাঠকের কাছে পৌছে যাবে সেটা খুব সম্ভব নয়। কলকাতায় হয়তো কিছুটা ভাবা যায় তবে এ দেশে একেবারেই নয়।
শেষ পর্যন্ত অবনী বাবু ষ্টার আনন্দ’র দীপান্বিতার কাছে ছুটে যান টিভিতে রঞ্জনার একটা প্রমোটের জন্য কিন্তু অবনী বাবুর জন্মদিনে ওয়াইন গ্লাস নিয়ে ঘটে যায় অতীত আর বর্তমান এর সব ভুল নিয়ে তিক্ততা। আবার অবনী বাবুর বাসা থেকে বেড়িয়ে যায় রঞ্জনা।
একজন শিল্পী তার ব্যাক্তিগত জীবনে খারাপ হতেই পারে আর তাতে কিন্তু তার সৃষ্টিতে বাধা না আসলেও তার বড় পরিচয় যে সে একজন মানুষ সেটা ভুলে গেলে বাকী থাকেনা কিছুই। দীপান্বিতা রঞ্জনার বাইট নিতে এসে দেখে সে উধাও! অবনী বাবুর কাছে তার জীবনের হেরে যাওয়ার গল্প বলা হয়ে যায়। রঞ্জনাকে খুজে পাবার কথা বলে এবং এক বাঙলা ব্যান্ড দলের সাথে এক হোটেলে থাকার সন্ধান দেয়। তারপর ধুন্ধুমার! এবং একদল নেশাগ্রস্ত লোকের কাছ থেকে উদ্ধার করা হয়।
এরপর টিভির পর্দায় আসে রঞ্জনার উপস্থিতি। ছড়িয়ে পড়ে খুচরো পয়সার মতো তার কন্ঠ নিয়ে। প্রতিভাবান মানুষ গুলো হিট হয়ে যেতে পারে একটু সুযোগ পেলে, সেটা কজন পায়? ভাগ্যিস রঞ্জনা পেয়েছিল আর তাই গান নিয়ে উঠে আসে মঞ্চে। আর ওদিকে অবনী সেন অসুস্থ বিছানায় এবং সুমন গান নিয়ে গ্রামের পথে। ভালো অনুভুতি থেকে ভালো কিছু হয় তার সাথে প্রয়োজন একটু ভালোবাসা। শুধু ভালো কিছু নিয়ে জায়গা দখল করে থাকলেই চলে না নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হয়। ওদেরকে একটু সুযোগ দিতে হয়। ওরাও গেয়ে উঠুক নতুন কিছু সৃষ্টির উন্মাদনায় কিন্তু ক’টা সেলিব্রেটি এ কাজ করে? পৃথিবী বড় স্বার্থপর!
সিনেমার গল্পটা শেষ হয়ে আসে রঞ্জনার গান নিয়ে এবং অবনী সেনের অন্তর্ধান দিয়ে। পরিচালক অঞ্জন দত্তের পরিচালনায় নবম চলচ্চিত্র এটা। যারা অঞ্জন দত্তের গান শুনেন তাদের কাছে পুরোনো গান গুলোই নতুন ভাবে ধরা দেবে নতুন রুপে। অবনী সেনের (অঞ্জন দত্তের) অভিনয় বা চরিত্রটি অতি রঞ্জিত লেগেছে কোথাও কোথাও। দীপান্বিতার চরিত্রটিতে ঢলে পড়ার বাই টা না থাকলে খুব একটা খারাপ হতো না। কবীর সুমনের সামান্য উপস্থিতির আকর্ষণটা শ্রোতাকে ধরে রাখতে পারবে। আর রঞ্জনার কথা না হয় যারা সিনেমা দেখবেন তারাই বুঝে নেবেন। যেহেতু গান নিয়ে ছবি সেহেতু সংলাপ গুলোতেও শৈল্পিকতা রয়েছে। তবে খুচরো ইংরেজী সংলাপ গুলোও খারাপ লাগেনি। আশা করি যারা অঞ্জন দত্তের অভিনয় বা গান ভালোবাসেন তারা এদ্দিনে সিনেমা দেখে ফেলেছেন। যদি না দেখে থাকেন তো দেখে ফেলুন। খারাপ লাগাটা তরতরিয়ে বেড়ে উঠবে আর সেই সাথে আরও কিছু নতুন ভাবনা।
____________________________________
♠সিনেমার কয়েকটি গানের শিরোনাম:
১. রাস্তা-অঞ্জনদত্ত
২.অন্ধকারের পরে-সোমলতা
৩.রঞ্জনা আমি আর আসব না -অঞ্জন দত্ত
৪. গানওয়ালা- কবীর সুমন
৫. বৃষ্টি- অঞ্জন দত্ত
৭. চল যাই- সোমলতা
৮. সবাই- অঞ্জন দত্ত
৯. জাগরনে যাই বিভাবরী-সোমলতা, অঞ্জন দত্ত, কবীর সুমন
১০. তুমি আসবে বলে- সোমলতা
সিনেমার গানের পুরো এ্যালবাম ডাউনলোড লিংক
___________________________________________
রঞ্জনা আমি আর আসব না সিনেমাটি ডাউনলোড করুন এখান থেকে
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪২
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই। আমি সময় পেলে সিনেমা দেখি। তবে আমার সিনেমা আলোচনা গুলো ঠিক সিনেমা রিভিউ এর আ্ওতায় পড়ে না। তবু্ও লিখি।
২| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: নাইস রিভিউ ++++++্
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৬
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
নাজমুল
ভালো
থাকবেন
৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার রিভিউ। গানগুলো শুনবো অবশ্যই, সিনেমাটা দেখারও ইচ্ছে আছে।
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৭
সকাল রয় বলেছেন:
সিনেমা দেখলে ভালো লাগবে আশা করি।
৪| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৩
আবু শাকিল বলেছেন: মুভি এবং গান দুটো ই দেখা,শোনা শেষ।
দারুন রিভিউ লিখেছেন।
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৮
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ শাকিল ভাই
৫| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৬
সুমন কর বলেছেন: রিভিউ ভাল হয়েছে। দেখার লিস্টে অাছে, দেখে নবো।
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৫
সকাল রয় বলেছেন:
মাথায় কিছু চলেও আসতে পারে দেখার পর
৬| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৭
মাহমুদ০০৭ বলেছেন: দেখে নেবো । তারপর দেখি রিভিউটার মুন্ডু চাবাতে পারি কিনা
ভাল থাকুন কবি ।
অনেক শুভকামনা ।
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১২
সকাল রয় বলেছেন:
অবশ্যই ___ ডুয়েল লড়তে আমার আপত্তি নাই
৭| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:০১
পার্থ তালুকদার বলেছেন: পড়ে ভাল লাগল।
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৩
সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ
৮| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৩
রাবেয়া রব্বানি বলেছেন: দেখা শেষ। ভালো মুভি
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৭
সকাল রয় বলেছেন:
আপনি দেখি সব মুভি দেখে ফেলেছেন
৯| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৭
তুষার কাব্য বলেছেন: চমত্কার একটা মুভি...বিশেষ করে গানগুলো তো হৃদয় ছুঁয়ে যাওয়া ...আর ও গানওয়ালা গান টা সব সময় গুনগুনিয়ে গাই....দারুন রিভিউ.....
শুভেচ্ছা শীতের সকালের...
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৬
সকাল রয় বলেছেন:
আমার কাছেও গানগুলো খুব ভালো লাগে। ধন্যবাদ তুষের কাব্য
১০| ২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭
ডি মুন বলেছেন:
দেখেছি।
মোটামুটি ভালো লেগেছে।
গানগুলো সুন্দর।
++++++++++
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০১
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ডিমুন
১১| ২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: সব মিলিয়ে ছবি টা ভাল ।
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৮
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ বন্ধু
১২| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এখনও দেখা হয় নাই, আশা করি খুব শীঘ্রই সময় সুযোগ করে দেখে ফেলব। পোস্টে ++++++
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৬
সকাল রয় বলেছেন:
অবশ্যই দেখে নেবেন
১৩| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৯
স্বপ্নবাজ অভি বলেছেন: রিভিউর শুরুর স্টাইল টা ভালো লেগেছে কবি !
তবে মাঝপথের পরে এসে আমি আর পড়িনি , আপনি রীতিমতো কাহিনী বলে দিচ্ছেন ! দেখে মজা পাবোনা তাহলে।
নির্মানশৈলী কেমন লেগেছে , কার অভিনয় কতটুকু হলো আমার মতে এই মতামত গুলো যথেষ্ট একটা ভালো রিভিউর জন্য !
২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭
সকাল রয় বলেছেন: সিনেমাটা অনেক পুরোনো বলেই পুরো কাহিনীর সংক্ষেপ বলছিলাম। তারপরও আমি কিন্তু ৪ভাগের একভাগ বলেছি মাত্র।
অনেক অনেক ধন্যবাদ
১৪| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩১
এহসান সাবির বলেছেন: রিভিউ পড়ে দেখতে ইচ্ছা করছে....
সুন্দর পোস্ট।
২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ____দেখতে পারেন____
১৫| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার রিভিও !+++
২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯
সকাল রয় বলেছেন: ধন্যবাদ কলম বাবু
১৬| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৭
অদৃশ্য বলেছেন:
দাদা দারুন রিভিউ...
ছবিটা আমি দেখেছে আর সত্য বলতে অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে...
অঞ্জন দত্তের অতিরঞ্জিত অভিনয় যা বললেন তা কিন্তু আমার মনে হয়নি... ছবিটাতে অঞ্জনকে একগুঁয়ে, নেশাখোর আর অনেকটা নারীবাজ বিসেবে দেখান হয়েছে বলেই আমার মনে হয়েছে... হতাশাগ্রস্থ একজন মানুষ যে কিনা ওসবের মাঝেই নিজের শান্তি বা তৃপ্তি খুঁজে নেবার চেষ্টা করে... কিন্তু তার ভালোবাসা/প্টকৃত ভালোবাসাটা অন্য জায়গাতে...গান/বন্ধু...
সুমনের অল্প একটু উপস্থিতি ছবিটাতে অসাধারণ এক মাত্রা যোগ করেছে... আর গুলো নিয়ে কিছুই বলার নেই... স্রেফ অসাধারণ...
সবদিক থেকেই ছবিটা সুপার লেগেছে আমার...
শুভকামনা...
২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৭
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ_____
___________________
১৭| ২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: গতকাল ছুটির দিনের সকালে দেখলাম ছবিটি। খুবই ভালো লেগেছে, ধন্যবাদ এমন একটি ছবির সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।
২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৭
সকাল রয় বলেছেন:
শুনে ভালো লাগলো। ভালো থাকুন। সিনেমা দেখুন।
১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২
মহামহোপাধ্যায় বলেছেন: গতকাল আপনার এই পোস্টটি পড়ে গিয়েছিলাম কমেন্ট করে উঠতে পারিনি। রিভিউ চমৎকার হয়েছে। আর আসলে চিরপরিচিত গানগুলো ভিন্নভাবে শুনতে যেয়ে কেমন যেন মিশ্র অনুভূতি হয়েছিলো। তারপরও অঞ্জনদা'র ম্যুভি বলে কথা!!
শুধু ভালো কিছু নিয়ে জায়গা দখল করে থাকলেই চলে না নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হয়।
এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কজন মনে রাখে??
ভালো থাকুন প্রিয় ব্লগার। অনেক শুভেচ্ছা রইল।
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১৯| ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: রিভিউয়ের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইলো।
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১২
মামুন রশিদ বলেছেন: নাইস রিভিউ! জটিল একটা মুভি । গানের এলবাম নিয়ে গেলাম