![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইডিয়াল স্কুলে যখন ছিলাম, তখন স্কাউটিং করতাম। একবার আমাদের স্কাউটদের নিয়ে যাওয়া হল জাতীয় জাদুঘরে । ওখানে তখন চলছিল বিজ্ঞান বিষয়ক বইমেলা।
বইগুলো দেখে যদিও মন পুলকিত হয়েছিল কিন্তু অষ্টম শ্রেণীর বাচ্চা কিনা, পকেট খানা তাই শূন্যতায় খাঁ খাঁ করছিল। অগত্যা বই ছাড়াই ফিরে এলাম।কিন্তু আসার আগে কি এক লটারী টিকেটে নিজের নাম আর রোল লিখে আসতে হয়েছিল।
কিছুদিন পর, হয়তো বেশ কয়েক সপ্তাহ হবে, একবার ফজলে রাব্বানী স্যার ডেকে পাঠান ।
আমি তো ভয়েই অস্থির, আমার মত শান্তশিষ্ট ছেলেকে কেন ডাকল, তাও আবার হেড স্যারের রুমে .....................
গিয়ে দেখি স্যারের টেবিলের ওপর তিনটি প্যাকেট । স্যার সবচেয়ে ছোট প্যাকেটটা আমার হাতে তুলে দিয়ে বললেন, তুমি লটারীতে তৃতীয় পুরষ্কার পেয়েছ। আমি তো কিছুই বুঝলাম না। হঠাৎ মনে পড়ল, ও আচ্ছা, এ তাহলে সেইদিনের লটারী।
ওপরে লেখা ছিল, ১০০০ টাকার বিজ্ঞান বিষয়ক বই । ক্লাসে গিয়ে আমার আনন্দ আর দেখে কে...........................
সেই থেকে শুরু।
আমার মনে আছে, ঐ প্যাকেটের ভেতর ১৩ টি বই ছিল। আর আজ আমার বইএর সংখ্যা ১৩০ এর উপর। আর ই-বুক তো কয়েক গিগা মাত্র।
তাই সংগ্রহ আজো চলছে।
প্রথমে শোকেসের একটা খোপে রাখতাম বইগুলো। তারপর আজ একটা বুক শেলফ উপচে পরছে। অতি শীঘ্রই দ্বিতীয় বুক শেলফটিকেও ঘরে আনছি।
প্রথম ঝুঁকেছিলাম শুধুই বিজ্ঞান বিষয়ক বইয়ের দিকে, আস্তে আস্তে ধরলাম ইসলামিক বই। সবশেষে ঝুঁকলাম সাহিত্যের ওপর।
আজো সবদিকে ঝুঁকছি আর ঝুঁকছি , বই কিনছি আর কিনছি, পড়ছি আর পড়ছি।
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩২
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: যাবেন , বই নেবেন পড়বেন । কিন্তু বই আনতে হলে সদস্য হতে হবে। আমিও জীবনে মাত্র একবার গিয়েছি , কিন্তু অজানা কারনে সুজোগ হয়ে ওঠে নি।
২| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৯
আমিনুর রহমান বলেছেন:
কিনুন আর পড়ুন। শুভ কামনা।
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩২
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৯
ইয়েন বলেছেন: ভাল লাগল .....বই আমাকে স্কুল জিবনে কোন দিন টানে নাই :/ ... কিন্তু এখন বই পড়তে ভালই লাগে ... আচ্ছা একটা লজ্জার কথা জানি না তাই বলছি ...পাবলিক লইব্রেরিতে গিয়ে বই পড়ার প্রসেস কি? আমি ২/৩ দিন যেতে চেয়েছি কিন্তু অজানা ভয়/অন্য কোন কারনে যাওয়া হয়নি ...পোস্টে +