![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নব চেতনায় নব জন্ম ইতিবাচকতায় অবরুদ্ধ ইচ্ছে যখন হব শুদ্ধ গড়ব আমরাই প্রজন্ম।।
বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। একটু বিশ্রাম নিয়েই প্রবল বর্ষণ হচ্ছে! এখন মাঝ রাত একা একা ব্যঁঙের গান শুনছি। টিনের চালে বৃষ্টির রুমঝুম নূপুড়ের ছন্দ আমাকে ছেলেবেলার বৃষ্টিপোহানোর অনুভূতি উপহাড় দিচ্ছে।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৪ সকাল ৭:২৬
স্বরব্যঞ্জ বলেছেন: সুন্দর.।।