![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নব চেতনায় নব জন্ম ইতিবাচকতায় অবরুদ্ধ ইচ্ছে যখন হব শুদ্ধ গড়ব আমরাই প্রজন্ম।।
আইনজীবীরা প্রথম শ্রেণীর নাগরিক এবং অফিসার্স অব দ্য কোর্ট বলে জানিয়েছেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে রবিবার ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের আপিলের শুনানিকালে আদালত এ
কথা বলেন।
রিটকারীদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার রোকন
উদ্দিন মাহমুদকে উদ্দেশ্য
করে আপিল বিভাগ বলেন,
আপনারা আইনজীবীরা তো
বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক।
আপনারা মন্ত্রী, এ্যাম্বাসেডর,
হাইকোর্ট বিভাগের বিচারক,
এ্যাটর্নি জেনারেল হতে পারেন।
আদালত বলেন, ড. মো. শহীদুল্লাহ ৫২টি ভাষা জানতেন
এবং ১৭টি ভাষায় উচ্চতর
ডিগ্রি অর্জন করেছিলেন। কিন্তু
তিনি তার নামের আগে বিজ্ঞ
কথাটি লিখতে পারতেন না।
আইনজীবীরা বিজ্ঞ শব্দটি ব্যবহার করতে পারেন।
ওয়ারেন্টঅব প্রিসিডেন্সের
আপিলের অধিকতর
শুনানিকালে আদালত
এ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য
করে বলেন, জেলা জজদের সচিবের সমপর্যায়ের মান দিলে আপনার সমস্যা কী? এ
বিষয়ে আপনি আপত্তি করেন কেন? এ্যাটর্নি জেনারেল বলেন,
জেলা জজদের যুগ্ম-সচিবের
সমপর্যায়ের মান দেওয়া হয়েছে।
আদালতের শুনানিতে রিটকারীদের আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ
জেলা জজদের পদক্রম সচিবের সমপর্যায়ে নিয়ে আইন করার নির্দেশনা দিতে আর্জি জানান।
প্রসঙ্গত, রাষ্ট্রীয় পদক্রমের
(ওয়ারেন্ট অব প্রিসিডেন্স)
বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ
জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশনের তৎকালীন
মহাসচিব মো. আতাউর রহমান ২০০৬ সালে একটি রিট আবেদন দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ২০০৬ সালের ১৪ ডিসেম্বর জেলা জজদের পদমর্যাদা সচিবদের নিচে দেখানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রুলের চূড়ান্ত শুনানি শেষে ওয়ারেন্ট অব প্রিসিডেন্সকে অবৈধ ঘোষণা করে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি দেওয়া রায়ে ৮টি নির্দেশনা দেন হাইকোর্ট।
ঢাকা, জানুয়ারি ১১
তথ্য সূত্র
বিডিলাইভ ২৪
২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৬
নিলু বলেছেন: সবাই চায় পদ মজ্জদা বাঁড়াতে আর হতে চায় স্বাধীন , আর কাজের কাজ >???????? । জনগন সর্বময় ক্ষমতার অধিকারী , কিন্তু ক্যাঢ়্যকলে -----।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
ক্ষতিগ্রস্থ বলেছেন: বটতলার উকিলদের ব্যাপারে দেখি কিছু বলেন নাই...
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৩
রাফা বলেছেন: Then we all are 3rd class citizen .?