নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোলায়মান হোসেন

http://www.shossain.net/

সোলায়মান হোসেন › বিস্তারিত পোস্টঃ

জিমেইলে চালু করুন অটো উত্তর প্রদান ব্যবস্থা

২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:০৬


ধরুন আপনার জিমেইল অ্যাকাউন্টটি আপনি অফিসিয়াল কাজে ব্যবহার করেন ।এই মেইলে আপনার ব্যবসায়িক লোকজন যোগাযোগ করে ।
আপনি যদি ছুটিতে থাকেনতাহলে এই সময়ে এই মেইল দেখা ও উত্তর দেওয়া বিরক্তিকর বা বা এমন কোথাও থাকেন যেখান থেকে মেইল দেখা প্রায় অসম্ভবআবার তারা যদি কোন উত্তর না পান তাহলে হয়ত ভুল ভুঝতে পারে ।

এই সকল ক্ষেত্রে জিমেইল এর রয়েছে বিশেষ ফিচার ।
এই ফিচার এর কাজ হল আপনি যে মেসেজ টি লিখে দিয়ে যাবেন সেই মেসেজটি আপনাকে যে মেইল পাঠাবে তার মেইলে আপনা আপনি চলে যাবে ।
মানে সয়ংক্রিয় উত্তর প্রদান ব্যবস্থা ।আর এর নাম হল Vacation Responder

এটা চালু করার জন্য প্রথমে আপনাকে জিমেইলে লগ ইন করে সেটিংস এ ক্লিক করতে হবে

তারপর general ট্যাব এর নিচে আপনি Vacation Responder দেখতে পাবেন আপনি Vacation Responder on এ ক্লিক করুন

তার নিচে কোন তারিখ থেকে শুরু করে কোন তারিখ পর্যন্ত আপনি এটি চালু করতে চান তা দিন তারপর মেইল এ যেমন সাবজেক্ট থাকে সেইরকম সাবজেক্ট লিখুন

তারপর আপনি কি লিখতে চান তা মেসেজ এর নিচে ঘরে লিখুন ব্যাস হয়ে গেল ।

এখন আপনি নিশ্চিন্তে ছুটি কাটাতে পারবেন।

এই লেখাটি পুর্বে ঃhttp://bangla.bdlatest24.com/tutorial/ এইখানে প্রকাশিত হয়েছিল।
আপনি ঃhttp://www.shossain.net/?page_id=125 এইখানেও দেখতে পারেন ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৮

বিজন রয় বলেছেন: ব্যাস।

২| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:০২

গার্ডেড ট্যাবলেট বলেছেন: অটো উত্তর প্রদান ব্যবস্থা। বাহ! অভিনব লেখার ধরন আপনার। কিন্তু মানুষ আপনি যদি প্রথম আলোর মতো অভিনব বাংলার প্রচলনের চেষ্টায় লেগে যান তবে তা দৃষ্টিকটুই লাগবে।

এবার আপনার পোষ্টটির শিরোনাম আরেকবার খেয়াল করুন। একটু জগাখিচুড়ি হয়ে গেলো না? সুন্দর ঝরঝরে বাংলায় লিখার চেষ্টা করুন দয়া করে। তাতে পাঠকদের সুবিধা হবে। যদি সামর্থে না কুলায় তবে শেখার চেষ্টা করুন। জিমেইল নিয়ে লিখেছেন তবে তো গুগল ট্রান্সলেট কি তা জানার কথা। আর গুগল ট্রান্সলেটের মান নিয়ে যদি প্রশ্ন তোলেন তবে অন্তত শব্দের অর্থ সম্পর্কে ধারনা নেবার জন্য তা ব্যবহার করতে পারেন। ভাল মানের ডিকশনারি যেমন বাংলা একাডেমি'র ইংলিশ - বাংলা এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। সবসময় সব শব্দই বাংলায় তরজমা করতে হবে এমন তো ধরা বাধা কোনো নিয়ম নে্ই। পুরো ব্যাপারটা নির্ভর করে লেখার বিষয়বস্তু আর উদ্দিষ্ঠ পাঠক শ্রেনীর উপর। 'অটো উত্তর প্রদান' না লিখে 'অটো রিপ্লাই' লিখলে এই ব্লগের পাঠক জিমেইল ব্যবহারকারিদের বুঝতে অারো সুবিধা হতো বৈকি!

অটো (কিংবা অটোমেটিক) -এর সুন্দর বাংলা আছে। স্বয়ংক্রিয়! আপনাকে ধন্যবাদ।

২৬ শে মে, ২০১৬ সকাল ৯:২০

সোলায়মান হোসেন বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.