![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উড়ন্ত পঙ্গপাল তাদের বিপরীত দিক থেকে ধেয়ে আসা বস্তুকে এড়িয়ে যাওয়ার জন্য বিশেষ এক ধরনের দ্রুত ও নির্ভুল সতর্কবার্তার সাহায্য নেয়। সড়কে মোটরগাড়ি দুর্ঘটনা প্রতিরোধে বিজ্ঞানীরা এবার পঙ্গপালের সেই সতর্কতাপদ্ধতি অনুসরণে বিশেষ ধরনের কম্পিউটার-ব্যবস্থা তৈরি করেছেন। তাঁদের আশা, এই ব্যবস্থা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর হবে।
পঙ্গপালের নিরাপদ পথচলার রহস্যটি আবিষ্কার করেছেন যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক। পতঙ্গের চোখ ও স্নায়ুতন্ত্রের গঠন অনুসরণে জার্মানির হামবুর্গ বিশ্ববিদ্যালয় এবং চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয় ও শিয়ান জিয়াওতং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বিশেষ কম্পিউটার-ব্যবস্থাটি তৈরি করেছেন। সংশ্লিষ্ট গবেষক শিগাং ইউয়ে বলেন, পতঙ্গের দৃষ্টিব্যবস্থা অত্যন্ত জটিল এবং এটি বাইরের পৃথিবী থেকে জরুরি উদ্দীপনা গ্রহণ করতে পারে। পতঙ্গের অনুরূপ একটি ব্যবস্থা কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয়েছে মোটরগাড়ির জন্য। একটি রোবটে কম্পিউটার-ব্যবস্থাটি সংযুক্ত করা হয়েছে। সেই রোবট আশপাশের বিভিন্ন বস্তুর উপস্থিতি কার্যকরভাবে শনাক্ত করবে। এই রোবট মোটরগাড়িতে যুক্ত করা হবে। সড়কে কী ঘটতে যাচ্ছে, তা গাড়িটি আগে থেকেই বুঝতে পারবে। ফলে বিপরীতমুখী গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়ানো সম্ভব হবে।
গবেষকেরা জানান, বেশির ভাগ প্রাণী প্রজাতির দৃষ্টিশক্তি বেশ জটিল প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত হয় এবং এ ক্ষেত্রে তুলনামূলক ক্ষুদ্রাকৃতির প্রাণীর সামর্থ্য বিশেষ উল্লেখযোগ্য। প্রাণীদেহের অঙ্গপ্রত্যঙ্গের কার্যপদ্ধতির অনুরূপ কৃত্রিম স্নায়বিকব্যবস্থা চলমান রোবটে কার্যকরভাবে প্রয়োগ করলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।
গবেষকেরা গাড়ির সামর্থ্যকে মানুষের ত্রুটির ঊর্ধ্বে নিয়ে যেতে এই গবেষণা শুরু করেছেন। প্রচলিত শনাক্তকরণ যন্ত্রের (যেমন: রাডার বা ইনফ্রারেড ডিটেক্টর) চেয়ে এই চলমান রোবট প্রযুক্তিটি ভিন্ন ধরনের।
তথ্যসূত্রঃ প্রথম আলো
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৫
স্বপনীল জলরং বলেছেন: ভালো পোস্ট।।