| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সোমহেপি
	আমি কিছুই না।বুদবুদ।
দূরাচারী দেখায় কারিশমা
হাতের তুড়িতে নাচায় বিশ্ব
অন্ধ বধীর কালা অক্ষম সব
লাল চোখে গ্রাস করে নিজের পৃথিবী
তুমি কাঁদো আমি কাঁদি 
কাঁদে  মাসিমা আর তাঁর মেয়ে
ঝলমল করে জ্বলে আলো প্রতিটি প্রাণে
সাদা প্রাণ ঢাকা পড়ে কালো কাফনে
ডেড সোলস! ডেড সোলস!! 
উঠে রব
লাল চোখ আরো লাল
ঝাপসা চোখে মাসিমা দেখে অন্ধকার সকাল।
 
১৩ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:৫৭
সোমহেপি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই
লিখে ফেলেন।
২| 
১১ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৫৩
হাসান মাহবুব বলেছেন: নাইচ!
 
১৩ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:৫৮
সোমহেপি বলেছেন: থেঙ্কো
৩| 
১১ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৫৭
প্রত্যাবর্তন@ বলেছেন: ফাইন !!
 
১৩ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:৫৮
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
৪| 
১১ ই জুলাই, ২০১৩  দুপুর ২:০৯
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++
 
১৩ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:০০
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
৫| 
১১ ই জুলাই, ২০১৩  দুপুর ২:১৯
রেজোওয়ানা বলেছেন: মাসীমা  
 
 
১৩ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:০১
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
বুজান তোমারে যে দেখিনা বড়
৬| 
১১ ই জুলাই, ২০১৩  দুপুর ২:৫৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!!!!
 
১৩ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:০২
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
৭| 
১১ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:০৩
সাদেকুর বলেছেন: তুমি কাঁদো আমি কাঁদি 
কাঁদে মাসিমা আর তাঁর মেয়ে[/sb
তোমার ও আমার সাথে মাসীমা ও তাঁর মেয়ের কি সম্পর্ক?? 
তুমি, আমি, মাসীমা ও তাঁর মেয়ে কি একই শ্রেণীর?? 
ঝলমল করে জ্বলে আলো প্রতিটি প্রাণে
সাদা প্রাণ ঢাকা পড়ে কালো কাফনে
ডেড সোলস! ডেড সোলস!! 
উঠে রব
লাল চোখ আরো লাল
ঝাপসা চোখে মাসিমা দেখে অন্ধকার সকাল। 
সব মিলিয়ে অসাধারণ !!!
++++++++++++++++ 
 
 
১৩ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:০৪
সোমহেপি বলেছেন: মাসিমা আর তার মেয়ে দুবূলের প্রতিক
তাদের দেখে যারা কষ্ট পায কিন্ত কিছুই করতে পারেনা তারাও একই শ্রেণীর।
ধন্যবাদ জানবেন
৮| 
১১ ই জুলাই, ২০১৩  বিকাল ৫:০৬
বটের ফল বলেছেন: একগুচ্ছ প্লাস।
+++++++++
 
১৩ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:০৪
সোমহেপি বলেছেন: আপনাকে একগুচ্ছ ধন্যবাদ
৯| 
১১ ই জুলাই, ২০১৩  রাত ৮:০৭
রাইসুল সাগর বলেছেন: সুপার কবিতা। শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন সব সময়।
 
১৩ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:০৫
সোমহেপি বলেছেন: শুভকামনা আপনার জন্য ও সাগর ভাই
ভাল থাকবেন।
১০| 
১১ ই জুলাই, ২০১৩  রাত ৮:৪৭
সায়েম মুন বলেছেন: ওয়েল হ্যাপী।  
 
 
১৩ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:০৬
সোমহেপি বলেছেন: ধন্যবাদ সামু
১১| 
১১ ই জুলাই, ২০১৩  রাত ৯:২৮
টুম্পা মনি বলেছেন: চমৎকার।
 
১৩ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:০৭
সোমহেপি বলেছেন: টুম্পা আমাকে বান্দরবান নিতে ভুলে যেওনা কিন্ত---
১২| 
১১ ই জুলাই, ২০১৩  রাত ৯:৩৮
নাজিম-উদ-দৌলা বলেছেন: দারুন !! +++
 
১৩ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:০৮
সোমহেপি বলেছেন: ধন্যবাদ নাজিম ভাই
আপনার গল্প পড়তে মাঝে মাঝে যাই কিন্ত অনেক বড় বড় লিখেনতো আমার সময়ে কুলোয় না
১৩| 
১২ ই জুলাই, ২০১৩  রাত ২:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন: 
সুন্দর +++++ রইল। 
 
১৩ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:০৯
সোমহেপি বলেছেন: ধন্যবাদ কান্ডারী
১৪| 
১২ ই জুলাই, ২০১৩  ভোর ৪:২৯
সুপান্থ সুরাহী বলেছেন: 
চমৎকার একটা কবিতা পড়লাম...
ধন্যবাদ...
 
১৩ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:০৯
সোমহেপি বলেছেন: ধন্যবাদ সুপান্থ
১৫| 
১২ ই জুলাই, ২০১৩  সকাল ৯:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
তুমি কাঁদো আমি কাঁদি
কাঁদে মাসিমা আর তাঁর মেয়ে
----------------------------
সাদা প্রাণ ঢাকা পড়ে কালো কাফনে
---------
চমৎকার একটা কবিতা।
 
১৩ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:১০
সোমহেপি বলেছেন: ধন্যবাদ সোনা ভাই
ভালো থাকবেন
১৬| 
১৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৫:০৩
রোমেন রুমি বলেছেন: লেখা সুন্দর হইসে ;
কিল্লাইগা লেইকসস হেইডা বুজছি না  
 
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩  সকাল ১১:৫১
মাসুম আহমদ ১৪ বলেছেন: লাল চোখ আরো লাল
ঝাপসা চোখে মাসিমা দেখে অন্ধকার সকাল।
লাইন দুটি পড়ে মনে হল এই দুই লাইন দিয়ে একটা গপ লেখা যাবে -