| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সোমহেপি
	আমি কিছুই না।বুদবুদ।
১. কেনো  কবিতা  লিখি? আমাকে প্রশ্ন করা হলো।আমিও কবিতাকে একই প্রশ্ন করেছিলাম-
'কবিতা কেনো লিখি?
কবিতা নিশ্চুপ থেকেছে।ওদিকে শহরে রটে যায় ক-তে কবিতা,ক-তে কবি,ক-তে কাক।
কথাগুলোর ব্যপারে কবিতার দৃষ্টি আকর্ষণ করা হলো।কবিতা আমাকে একবার তার কষ্টে মলিন চেহারা দেখালো আমি বুঝে নিলাম কবিতা মানে কষ্ট।কবিতা  একবার একটি শব্দ উচ্চারণ করলো।শ্রুতিমধুর! সেই শব্দ কথা হয়ে আমার হৃদয়ে বিদ্ধ হলো। আমি বুঝে নিলাম কবিতা হলো কথা ।কবিতা আমাকে প্রশান্তি দিলো আমি বুঝে নিলাম কবিতা আমার আশ্রয়।কবিতা আমাকে সৌন্দর্য্যের স্বরুপ দেখালো। সুন্দরের ভেতর থেকে আর কুৎসিতের ভেতর থেকে ।আমি মুগ্ধ হলাম।কবিতার নাম মুগ্ধতা।কবিতার নাম কোমলতা ।কবিতার নাম স্বপ্ন।কবিতার নাম বিব্রত প্রশ্ন।
২.
যতটা পাপী ভেবে গণিকার কাছে গিয়েছি,জেনেছি ততটা পাপী সে নয়।যতটা সাধু ভেবে পুুরুতের কাছে গেছি জেনেছি ততটা সাধু সে নয়।মানুষ নগ্নতা ভালবাসে।অজস্রবার নগ্ন হয়েও নগ্নতার তৃষ্ণা মিটে না।তবু মিছে করে বলি নগ্নতা মন্দ।নগ্নতার উপর নগ্ন মিথ্যা চাপিয়ে দিই। নগ্নতার পক্ষে বিপক্ষে তৈরী হচ্ছে আমাদের বিভেদ রেখা।যদিও সবাই নগ্নতা ভালবাসে তবুও নগ্নতাকে কেন্দ্র করেই মানুষের মাঝে ফাটল ধরছে।মানুষ ফেটে যাচ্ছে।  
৩.
উজানে নামলে বর্ষা
ভাটি ভেসে যায়
কি করে ভাল থাকি
বন্ধু-
বাড়ি মোহনায়।
আমি, কি করে ঘুমাই
থেকে থেকে বসতটা
জলে মিশে যায়
ঐ-
শব্দ শোনা যায়।
কি করে ভাল থাকি 
বন্ধু,বাড়ি মোহনায়।
 
২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৫:৩১
সোমহেপি বলেছেন: সবকটাই এফবি স্ট্যাটাস ছিলো।
এখন পোষ্ট দিয়া একটা পোস্টোর সংখ্যা বাড়ায় নিলাম।এই আর কি!
২| 
২৪ শে জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৭:৫১
মুনসী১৬১২ বলেছেন: ++++++++++++++
 
২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৫:৩২
সোমহেপি বলেছেন: ধন্যবাদ মুনসী১৬১২
অনেক ধন্যবাদ
৩| 
২৪ শে জুলাই, ২০১৩  রাত ৮:২৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল। পুরত>পুরুত
 
২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৫:৩৩
সোমহেপি বলেছেন: ধন্যবাদ প্রোফেসর শঙ্কু,
ঠিক করে নেব সময় করে।
৪| 
২৪ শে জুলাই, ২০১৩  রাত ৮:৩০
হাসান মাহবুব বলেছেন: চমৎকার। তিনটাই।
 
২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৫:৩৩
সোমহেপি বলেছেন: ঠিকাছে
৫| 
২৪ শে জুলাই, ২০১৩  রাত ৯:৩৬
আরজু পনি  বলেছেন: 
তিনটাই দারুন ...তবে ২ নম্বরটা তুলনামুলকভাবে বেশিই ভালো লাগলো ।।
 
২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৫:৩৪
সোমহেপি বলেছেন: আমাররো ---
৬| 
২৪ শে জুলাই, ২০১৩  রাত ১০:১৩
রেজোওয়ানা বলেছেন: কবিতা কেন লেখ? 
 
 
 
২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৫:৩৪
সোমহেপি বলেছেন: এইডাও জানো না?
৭| 
২৪ শে জুলাই, ২০১৩  রাত ১০:১৪
সায়েদা সোহেলী বলেছেন: কবিতার নাম সপ্ন , বিব্রত প্রশ্ন !! হুম  
 
।দুর থেকে দেখা সুন্দর কাছে গেলেই হয় মলিন তেমনি অনেক অসুন্দর কেও কাছ থেকে আর অসুন্দর লাগে না সেটাই যে কারো কারো জীবন...,,
 প্লাস 
 
২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৫:৩৫
সোমহেপি বলেছেন: অনেক সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
সোহেলী
৮| 
২৫ শে জুলাই, ২০১৩  রাত ১২:১৪
সুপান্থ সুরাহী বলেছেন: 
''উজানে নামলে বর্ষা
ভাটি ভেসে যায়
কি করে ভাল থাকি
বন্ধু-
বাড়ি মোহনায়।''
এককথায় দারুণ!!!
 
২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৫:৩৬
সোমহেপি বলেছেন: অনেক ধন্যবাদ সু.সু
৯| 
২৫ শে জুলাই, ২০১৩  রাত ১২:২৯
নাজিম-উদ-দৌলা বলেছেন: তিনটা লেখা তিন রকমের হয়েছে। সব গুলোই দারুন।  
 
 
২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৫:৩৬
সোমহেপি বলেছেন: অনেক ধন্যবাদ 
নাজিম ভাই
১০| 
২৫ শে জুলাই, ২০১৩  রাত ১২:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন: 
দারুণ ++++++ 
 
২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৫:৩৭
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
স্নিগ্ধ
১১| 
২৫ শে জুলাই, ২০১৩  রাত ৩:৫২
রোমেন রুমি বলেছেন: ৩ টিই ভাল হইসে ,
প্রথম দুইটা আগে থেকেই জানি 
৩য় টা আজ দেখলাম । 
উজানে নামলে বর্ষা
ভাটি ভেসে যায়
কি করে ভাল থাকি
বন্ধু-
বাড়ি মোহনায়।
এই কথাগুলো ভীষণ মনে ধরসে  
 
 
২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৫:৩৭
সোমহেপি বলেছেন: ঠিকাছে।
১২| 
২৫ শে জুলাই, ২০১৩  সকাল ১১:১২
কান্ডারি অথর্ব বলেছেন: 
তিনটাই তিন রকম সুন্দর +++ 
 
২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৫:৩৮
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
অনেক
১৩| 
২৫ শে জুলাই, ২০১৩  দুপুর ১২:২২
অপর্ণা মম্ময় বলেছেন: কবিতার ব্যাখ্যা ভালো লেগেছে। ১ম টা সুন্দর !
 
২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৫:৩৮
সোমহেপি বলেছেন: ওক্কে
ধন্যবাদ
১৪| 
২৫ শে জুলাই, ২০১৩  দুপুর ১২:৫১
সমুদ্র কন্যা বলেছেন: তিনটাই তিন রকম সুন্দর। একটা ভাল লাগার রেশ রেখে গেল।
 
২৫ শে জুলাই, ২০১৩  বিকাল ৫:৩৯
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
আপুমণি দিদিটা
১৫| 
২৬ শে জুলাই, ২০১৩  রাত ২:১৮
নস্টালজিক বলেছেন: তোমার লেখায় একটা খুব অন্যরকম টোন আছে! যত দিন যাচ্ছে সেই টোনটা পোক্ত হচ্ছে আরও!~
তিনটা লেখাই সুন্দর! শেষেরটা সবচেয়ে বেশি!
সুন্দর লেখা বেশিরভাগই সহজ হয়!
শুভেচ্ছা, সোম!
 
০৩ রা আগস্ট, ২০১৩  রাত ৮:৩১
সোমহেপি বলেছেন: ধন্যবাদ রানা ভাই
১৬| 
২৭ শে জুলাই, ২০১৩  বিকাল ৩:০০
সায়েম মুন বলেছেন: প্রতিদিন হ্যাপীর কবিতা হৃদয়ে বেশ নাড়া দেয়।
 
০৩ রা আগস্ট, ২০১৩  রাত ৮:৩২
সোমহেপি বলেছেন: ধন্যবাদ সামু
ভাল থাকা হোক
১৭| 
২৮ শে জুলাই, ২০১৩  বিকাল ৫:৪৩
তীর্থক বলেছেন: - ক' তে কথা -> ক' তে কবি -> ক' তে কবিতা -> ক' তে কষ্ট। কবির কত কথা আর কবিতায় কত কষ্ট। কুৎসিত কাক হয়ে উড়ে যাক দুরে বহুদুরে।
- নগ্নতার উপর নগ্ন মিথ্যা চাপিয়ে দিই।" দারুন!
- উজানে নামলে বর্ষা
 ভাটি ভেসে যায়
 কি করে ভাল থাকি
 বন্ধু-
 বাড়ি মোহনায়।
আমি নির্বাক। বেশি ভালো! খুব ভালো!
 
০৩ রা আগস্ট, ২০১৩  রাত ৮:৩৩
সোমহেপি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১৮| 
০৩ রা আগস্ট, ২০১৩  দুপুর ১২:৪০
তুষার কাব্য বলেছেন: উজানে নামলে বর্ষা
ভাটি ভেসে যায়
কি করে ভাল থাকি
বন্ধু-
বাড়ি মোহনায়।
অসাধারন কথামালা...
 
০৩ রা আগস্ট, ২০১৩  রাত ৮:৩৩
সোমহেপি বলেছেন: ধন্যবাদ কাব্য
১৯| 
০৮ ই আগস্ট, ২০১৩  বিকাল ৫:০০
ইখতামিন বলেছেন: দারুণ
 
১১ ই আগস্ট, ২০১৩  রাত ৮:২৯
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
২০| 
১৩ ই আগস্ট, ২০১৩  দুপুর ২:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কবিতা নেশার মতো টানে। পুরোটাই অসাধারণ।
যতিচিহ্ন ও কিছু বানান ঠিক করে লিখে দিলাম নিচে। হাতের কাছে বানান-অভিধান নেই, কারণ আমি এখনো ছুটিতে 
 এজন্য কয়েকটা বানান হয়তো ভুলই রয়ে যেতে পারে 
 আপনার কবিতা সর্বদাই এমনভাবে প্রস্তুত রাখুন, যাতে কোনো সম্পাদককে এডিটিঙের সময় অন্তত বানান ও যতিচিহ্নের জন্য কষ্ট করতে না হয় ![]()
***
১. 
কেন কবিতা লিখি? আমাকে প্রশ্ন করা হলো। আমিও কবিতাকে একই প্রশ্ন করেছিলাম-
'কবিতা কেন লিখি?
কবিতা নিশ্চুপ থেকেছে। ওদিকে শহরে রটে যায় ক-তে কবিতা, ক-তে কবি, ক-তে কাক।
কথাগুলোর ব্যপারে কবিতার দৃষ্টি আকর্ষণ করা হলো। কবিতা আমাকে একবার তার কষ্টে মলিন চেহারা দেখালো, আমি বুঝে নিলাম কবিতা মানে কষ্ট। কবিতা একবার একটি শব্দ উচ্চারণ করলো। শ্রুতিমধুর! সেই শব্দ কথা হয়ে আমার হৃদয়ে বিদ্ধ হলো। আমি বুঝে নিলাম কবিতা হলো কথা। কবিতা আমাকে প্রশান্তি দিল আমি বুঝে নিলাম কবিতা আমার আশ্রয়। কবিতা আমাকে সৌন্দর্যের স্বরূপ দেখালো। সুন্দরের ভেতর থেকে আর কুৎসিতের ভেতর থেকে। আমি মুগ্ধ হলাম। কবিতার নাম মুগ্ধতা। কবিতার নাম কোমলতা। কবিতার নাম স্বপ্ন। কবিতার নাম বিব্রত প্রশ্ন।
২.
যতটা পাপী ভেবে গণিকার কাছে গিয়েছি, জেনেছি ততটা পাপী সে নয়। যতটা সাধু ভেবে পুরতের কাছে গিয়েছি জেনেছি ততটা সাধু সে নয়। মানুষ নগ্নতা ভালবাসে। অজস্রবার নগ্ন হয়েও নগ্নতার তৃষ্ণা মিটে না। তবু মিছে করে বলি নগ্নতা মন্দ। নগ্নতার উপর নগ্ন মিথ্যা চাপিয়ে দিই। নগ্নতার পক্ষে বিপক্ষে তৈরি হচ্ছে আমাদের বিভেদরেখা। যদিও সবাই নগ্নতা ভালবাসে তবুও নগ্নতাকে কেন্দ্র করেই মানুষের মাঝে ফাটল ধরছে। মানুষ ফেটে যাচ্ছে।
৩.
উজানে নামলে বর্ষা
ভাটি ভেসে যায়
কী করে ভাল থাকি
বন্ধু-
বাড়ি মোহনায়।
আমি, কী করে ঘুমাই
থেকে থেকে বসতটা
জলে মিশে যায়
ঐ-
শব্দ শোনা যায়।
কী করে ভাল থাকি
বন্ধু, বাড়ি মোহনায়। 
***
চরণের শেষে যেখানে দাড়ি দিয়েছেন, তার ৯৫% ক্ষেত্রে দাড়ির পরে স্পেসবার চেপে একটা স্পেস দেন নি। ফলে লেখাগুলো ক্লামজি দেখায়। 
 
১৩ ই আগস্ট, ২০১৩  বিকাল ৩:৪৪
সোমহেপি বলেছেন: সব কাজ যদি লেখককেই করতে হয় তাহলে সম্পাদক করবে কি? 
  
আমার ঐ যতির পরে স্পেস দেয়া হয় না। কি দরকার জায়গা নষ্ট করার 
 
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৩
নাছির84 বলেছেন: লেখাটা বুদবুদ করে ভাল লাগার ফেনা তুলেছিল মনে। কিন্তু এত অল্পে কি আর চলে ?