| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সোমহেপি
	আমি কিছুই না।বুদবুদ।
১
পদ্ম দেখেই ঝাপ  দিয়েছি জলে
সর্পের কথা গেছি ভুলে
সর্প মোটেও ভুল করে নি
ছোবল দিল নাভি মূলে
বিষের জ্বালায় নীল হয়ে যাই
বিষ কাটাবো কী কৌশলে?
২
শুধু তোমার জন্য বেঁচে থাকা
তোমার জন্য এই দীর্ঘ হাজৎ বাস
তোমার জন্য অনাগত ভোর দেখি
দেখি রোদেলা সকাল আর স্বপ্ন
দু'চোখ ভরে অরণ্য দেখি আর
বিস্ফোরিত চোখে  দেখি নদী
নদীর কালো জল ছলছল 
তোমার জন্য ছোঁরা হাতে খুনি হই
তোমার জন্য সুর তোমার জন্য কাব্য
চোখের তারায় সাতসমূদ্র আর রুপসী ঝর্ণা
ধরে রাখি,তুমি না চাইলে চোখের পলক ফেলি না
তুমি না চাইলে হই না ঘরের বার
তোমার জন্য তোমার ভালো লাগবে জেনে
তুমুল পদ্ম হাতে নিয়ে থরথর কাঁপি
রে মন তুই মানুষ হ  
 
২৪ শে নভেম্বর, ২০১৩  সকাল ১০:৩২
সোমহেপি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই
২| 
২১ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:০২
জনাব মাহাবুব বলেছেন: প্রথমটার ছন্দ মিল অসাধারণ।   
  
  
 
ছন্দে ছন্দে পড়া হলো আপনার কবিতা/ছন্দ।  
  
  
 
 
২৪ শে নভেম্বর, ২০১৩  সকাল ১০:৩২
সোমহেপি বলেছেন: ধন্যবাদ মাহাবুব
৩| 
২১ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:১৩
হুপফূলফরইভার বলেছেন: তোমার জন্য ছোঁরা হাতে খুনি হই
তাইতো তোরে করি আমি ভীষন রকম ভই
ওরে তুই সর্বনাশা
তোরই জন্যে ছোঁরা হাতে খুনি হলাম
পদ্ম জলে ঝাপ মারিলাম
বিষের জ্বালায় নীল হলাম
আরো কত্ত কিছু হলাম 
রে মন তুই এবারের মতন ক্ষান্ত হ।
হা হা হা~ প্রিয় কবির ব্লগে এসে ইন্সপায়ার্ড হৈয়া নিজেই একখান সাত তেরো প্যারোডি বানিয়ে দিলাম ![]()
 
২৪ শে নভেম্বর, ২০১৩  সকাল ১০:৫৬
সোমহেপি বলেছেন: কি খবর ?
ভাল আছেন আশা করি।
৪| 
২১ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:১৫
স্নিগ্ধ শোভন বলেছেন: 
চমৎকার!!!!!!
+++++ 
 
২৪ শে নভেম্বর, ২০১৩  সকাল ১১:২৪
সোমহেপি বলেছেন: ধন্যবাদ শোভন
৫| 
২১ শে নভেম্বর, ২০১৩  রাত ৮:৪৬
সায়েম মুন বলেছেন: বেশ! খুব ভাল লাগলো।
 
২৪ শে নভেম্বর, ২০১৩  সকাল ১১:৫২
সোমহেপি বলেছেন: ধন্যবাদ সামু
৬| 
২১ শে নভেম্বর, ২০১৩  রাত ৮:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন:  খুব সাবলীল ভাষায় শক্তিশালী প্রকাশ !
চমৎকার লিখেছেন ! 
 
২৪ শে নভেম্বর, ২০১৩  সকাল ১১:৫২
সোমহেপি বলেছেন: ধন্যবাদ অভি
৭| 
২১ শে নভেম্বর, ২০১৩  রাত ৯:০৬
এম মশিউর বলেছেন: চমৎকার! বেশ ভালো লেগেছে।
 
২৪ শে নভেম্বর, ২০১৩  সকাল ১১:৫৭
সোমহেপি বলেছেন: থেঙ্কো
৮| 
২২ শে নভেম্বর, ২০১৩  রাত ১২:১৯
আরাফাত হিমু বলেছেন: বেশ সুন্দর...
 
২৪ শে নভেম্বর, ২০১৩  সকাল ১১:৫৭
সোমহেপি বলেছেন: থেঙ্কো হিমু
৯| 
২২ শে নভেম্বর, ২০১৩  সকাল ৭:৫৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: ১ ভালো লাগছে, ২ টা খুব একটা ভালো লাগেনি, মোটামোটি লাগলো
 
২৪ শে নভেম্বর, ২০১৩  সকাল ১১:৫৮
সোমহেপি বলেছেন: তাহলে কি ছন্দ এখনো সুন্দর?
১০| 
২২ শে নভেম্বর, ২০১৩  বিকাল ৪:১৭
হাসান মাহবুব বলেছেন: অফিসে বইসা এসব লেখো?
 
২৪ শে নভেম্বর, ২০১৩  দুপুর ১:০৫
সোমহেপি বলেছেন: না ওগুলো আগেই ড্রাফট করা ছিল।
১১| 
২৪ শে নভেম্বর, ২০১৩  সকাল ৯:১৯
অদৃশ্য বলেছেন: 
খুব ভালো লেগেছে আমার... দুটি লিখাই
শুভকামনা...
 
২৪ শে নভেম্বর, ২০১৩  দুপুর ১:০৫
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
১২| 
২৪ শে নভেম্বর, ২০১৩  দুপুর ২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন: 
দারুণ, মুগ্ধ 
 
২৫ শে নভেম্বর, ২০১৩  বিকাল ৫:৪৫
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
ভাই
১৩| 
২৪ শে নভেম্বর, ২০১৩  দুপুর ২:৪৬
সমুদ্র কন্যা বলেছেন: প্রথমটাই ভাল বেশি।
 
২৫ শে নভেম্বর, ২০১৩  বিকাল ৫:৪৮
সোমহেপি বলেছেন: ধন্যবাদ আপু
১৪| 
২৬ শে নভেম্বর, ২০১৩  রাত ৯:৫৯
শাবা বলেছেন: সুন্দর শব্দ চয়নে সাবলীল কবিতা দুটি।
একটা বিষয় জানার আছে, ২য় কবিতায় আপনি কোন যতি চিহ্ন ব্যবহার করেন নি। যদি এক বাক্যের কবিতা হয় তাহলে তো সব শেষে যতি চিহ্ন প্রয়োগ করার কথা ছিল, যেমন এক বাক্যের কবিতা আমার পূর্ববাংলা-য় সৈয়দ আলী আহসান করেছিলেন।
আমার ব্লগে আমন্ত্রণ।
 
২৭ শে নভেম্বর, ২০১৩  রাত ১১:১৫
সোমহেপি বলেছেন: ধন্যবাদ শাবা
আসলে লেখাগুলো ফেবুতে মজা করার জন্যই লিখে শেয়ার করেছিলাম। তেমন সিরিয়াস কিছু না।
আর ২য় টাতে যতি চিহ্ন নেই বাট যতি আছে। পড়ার সময় নিজের মত করে যতি দিয়ে পড়া যাবে।
থেঙ্কো
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:১০
মামুন রশিদ বলেছেন: পদ্ম দেখেই ঝাপ দিয়েছি জলে
সর্পের কথা গেছি ভুলে
সর্প মোটেও ভুল করে নি
ছোবল দিল নাভি মূলে
বিষের জ্বালায় নীল হয়ে যাই
বিষ কাটাবো কী কৌশলে?
অসাধারণ! দুর্দান্ত!