| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সোমহেপি
	আমি কিছুই না।বুদবুদ।
আমি আগুন নিয়ে করলে খেলা
হাত পুড়ে হয় ছাঁই
আগুন খেলা খেলছ তোমার
কোনই ক্ষতি নাই- 
তোমার কোনই ক্ষতি নাই।
এমন খেলা কেমন খেলা 
তুমি কেমন করে খেলো
বুঝতে না পাই অধম আমার 
বৃথাই বেলা গেলো 
আমার বৃথাই বেলা গেলো।
মহান তুমি অসীম তোমার
ভাঙ্গা গড়ার ঝোক, বলে ধর্মকামী লোক
খোলা চোখে দেখি মহা
স্বৈরাচারী রূপ
তোমার স্বৈরাচারী রূপ।
 
 এই করোনা সেই করোনা
 (আমার বেলায়)এটা মানা সেটা  মানা
তুমি যা খুশি তাই করো
তোমার পাপের নাই বালাই
কোনই ক্ষতি নাই তোমার
কোনই ক্ষতি নাই।
২| 
১৬ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:২৪
অন্ধবিন্দু বলেছেন:  
সোমহেপি, 
আচার-বিচার তো আমাদেরই করতে হবে, তাই না !
৩| 
১৬ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:২৪
সেলিম আনোয়ার বলেছেন: বাহ দারুন লিখেছেন সোমহ্যাপী ভাই । অনেক দিন পর  আপনার কবিতা ।
আগুণ খেলা খেলতে সুপার পাওয়ার হওয়ালাগে। 
অনেক কিছুই আমাদের এমন মনে হয়।
অনেক ভাল লেগেছে আপনার কথা গুলো ।
৪| 
১৬ ই জুলাই, ২০১৪  রাত ৯:৩৮
মামুন রশিদ বলেছেন: এমন খেলা কেমন খেলা
তুমি কেমন করে খেলো  
 
সুন্দর, ছন্দময় প্রকাশ ।
৫| 
১৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৫৬
হাসান মাহবুব বলেছেন: ভালো হৈসে সুরে বসাও।
৬| 
১৭ ই জুলাই, ২০১৪  রাত ১০:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !
৭| 
১৮ ই জুলাই, ২০১৪  রাত ১২:৩৫
সায়েম মুন বলেছেন: সুরেলা হৈছে। ক্যামনাছেন প্রতিদিনহ্যাপী?
৮| 
১৯ শে জুলাই, ২০১৪  বিকাল ৩:৫৩
সোমহেপি বলেছেন: VALO ACI.THANK U ALL.
৯| 
২০ শে জুলাই, ২০১৪  সকাল ১১:৫৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস ওয়ান! সুর দিয়া দিলে ভালো একটা গান হইয়া যাইবো
১০| 
২০ শে জুলাই, ২০১৪  দুপুর ১২:৪০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
বেশ লাগলো।। 
১১| 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৫৩
শায়মা বলেছেন: বাহ বাহ বাহ !!!
কতদিন পর দেখলাম ভাইয়া।![]()
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:১৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর ভাবে তুলে ধরেছেন