| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সোমহেপি
	আমি কিছুই না।বুদবুদ।
রাতের আকাশে চাঁদ উঠে 
চাঁদের গাঁয়ে দাদ
মলম নেই ।
চাঁদ একটি বৈদ্যুতিক বাতি তাতে 
সন্দেহ নেই 
একই সাথে বৈদ্যুতিক পাখা হলে
ভাল হত ।
আনন্দ সংবাদে মন উতলা
পাশবিক শিল্প
সৃজনশীলতায় ভরে উঠছে ।
উঠুক ।
কোন তাড়া নেই, কেউ বসে নেই
 এখন কিচ্ছু করারও নেই ।
কতগুলো তৃষ্ণার্ত চোখ 
তৃষ্ণা মেটাক
দেখুক গোপন গোলাপ ।
সেই কবে আমরা জেনেছি
সৌন্দর্য এই
ভাগ দিতে হয় ।
সকল ভাগীদার যার যার ভাগটা বুঝে নিক ।
মাথা ঝিম ঝিম মাথা ঝিম ঝিম ।
রাজ্যের ঘুম আয় চোখে আয় ।
শরীর যেখানে মূল্যহীন
মনকে এত অভিমানী হতে নেই 
এবং ইংরেজিতে এর ঠিক প্রতিশব্দও
খোঁজে পাওয়া যাবে না ।
খোঁজে নাও শাপলা শালুক ।
এবং হ্যা, পোষাক নয় শরীরই নারী নিগ্রহের কারণ ।
ঘুড়ি আর কতটুকু উড়ে ?
কত বেশি উড়ছে নাটাই !
হাহ হাহ হাহ হাহ  হা ।
 
৩১ শে জুলাই, ২০১৭  ভোর ৬:০০
সোমহেপি বলেছেন: আরে ধুর !
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৫  রাত ১২:১৪
সোমহেপি বলেছেন: এই লেখা কি প্রথম পাতায় আসবে না?