![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রমযানের ছুটিতে বাড়ি গেছি। আমি আমার রুমে বসে ল্যাপটপ চালাচ্ছি , হটাত শুনি পাশের বাসার আন্টি বাইরে থেকে আমার আম্মু কে ডাকছেন। ভাবি ভাবি একটু বাইরে আসেন তো।
আম্মা বেরিয়ে গেলেন। আন্টি বলতে লাগলেন ভাবি এই মহিলা টা এলাকায় মেলামাইনের বাটি, থালা , ডিনার সেট বিক্রি করতেসে। আমি আসছি আপনার কাছে পরামর্শ নিতে।
এই মহিলা এই দুইটা বাটি বলছে ৩৫০ টাকা আর এই দুইটা ৪৫০। চারটায় মোট ২৭০ টাকা।আমি কত করে বলি ৩৫০ আর ৪৫০ মিলে তো ৮০০ টাকা হয়।
সে বলে না ৩৫০ আর ৪৫০ মিলে ২৭০ টাকা ই তো হয়। আমি বেশি নিব কেন। বেশি নিলে আল্লাহর কাছে জবাব দিতে অইব না? এইভাবে আরও দুইতিন বাসায় নাকি বিক্রি করেছেও। সবাই বলছে হয়ত মাথায় প্রব্লেম আছে।
আমার আম্মা জিগাইলেন এই মেয়ে তুমি পড়ালেখা করছ?
: জি ৫ কেলাশ।
: হিসাব পার না?
: জি পারি তো।
: তো ৩৫০ আর ৪৫০ মিলে কত হয়?
: দেখেন তো আপা ৩৫০ আর ৪৫০ মিলে ২৭০ হয় না ? কিন্তু এই আপা (আন্টি) কয় ৮০০ টাকা? কন তো আপা আমি বেশি নিমু কেন? বেশি নিলে আমারে আল্লাহর কাছে জবাব দিতে অইব না?
আন্টি বললেন তুই কোন মালিকের হইয়া কাজ করস । অই লোকের ও তো আন্দাজ নাই একটা পাগলের কাছে এতগুলা জিনিশ দিয়া দিল কেমনে............
: মালিক আবার কে আমি আমার জিনিস টাকা দিয়া কিনে আনছি আমি আমার ইচ্ছা মত বেচুম। আমি আরও বেচছি। আপনার পোষাইলে রাখেন নাইলে না। মুখের আর কথার মধ্যে একটা পাগলামো ভাব......
আন্টি বললেন ভাবি আমি তো ভাবসিলাম এই চারটা বাটি রাখুম। আপনি কি বলেন?
: হুম
: ভাবি আপনিও রাখতে পারেন।
আর বসে থাকা যায় না। আমি তখন বেরিয়ে আসলাম। অই মহিলাকে বললাম ধান্ধাবাজি কবে থেকে?
: ইয়াল্লা ইয়াল্লা কাকু আপনি এইসব কি কন।
বলি পাগল সেজে কাস্টমারদের বোকা বানিয়ে তো ভালই চলছে। এখনি যান এখান থেকে। আন্টি আপনিও কিনবেন না?
আন্টি বললেন সমস্যা টা কি বাবা?
: মেলামাইন বাটিগুলা দেখেন কোনো কোম্পানির নাম আছে? এগুলার কুয়ালিটি খুব খারাপ । এই ৪ টা বাটির দাম মোটেও ২৭০ টাকা হবে না , আগে থেকে প্লান করে আসছে প্রথমে একটা ভালো মেলামাইনের দাম চাইবে, পাগল সাজবে তারপর এমন একটা লোভনীয় দাম বলবে যাতে করে সবাই লুফে নেয়।
: হুম টিক তো। আন্টি ওই মহিলাকে বিদেয় করে দিলেন।
ঘরে এসে আম্মা বললেন মেলামাইন গুলা মনে হয় ভালই ছিল। কিনলে খারাপ হত না।
আমি বললাম ধরে নিলাম অইগুলার কোয়লিটি ভাল ছিল তাহলে অই মহিলাটি মাথায় আসলেই প্রব্লেম ছিল। নাহলে কি এইভাবে কেউ বেছে?
: হুম।
তাহলে আমাদের কি উচিৎ একজনের অসুস্থতার সুযোগ নিয়ে এত দামী বাটি এত সস্তায় কিনে নেয়া? একটা মানুষ রে ঠকাইলে আল্লাহর কাছে জবাব দিতে অইব না??
মা ছেলে হেসে উঠলাম........................
©somewhere in net ltd.