নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুমু

আমি বলছি...।

নিজের সম্পরকে কি বলব??????

আমি বলছি...। › বিস্তারিত পোস্টঃ

একটা ট্যাব কিনতে চাচ্ছি... এক্সপার্ট দের হেল্প দরকার...।

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২২

অফিস শেষে বাসায় পড়াশুনা করা, হালকা কিছু কাজ করার জন্য একটা ট্যাব কিনতে চাচ্ছি। কোনটা কিনলে ভাল হবে !!! এক্সপার্ট রা একটু হেল্প করেন। বাজেটঃ ২৫০০০ টাকা।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৯

নতুন বলেছেন: Google Nexus 7

200$ এর মতন দাম

০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৬

আমি বলছি...। বলেছেন: ধন্যবাদ। বাজেট তো একটু বেশি আছে তাই আরেকটু ভালো কিনতে চাইছিলাম।

২| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০১

সোহানী বলেছেন: আমার মতে সবচেয়ে অপ্রয়োজনীয় গেজেট হচ্ছে ট্যাব। তারচেয়ে ছোট একটা ল্যাপটপ কিনেন কামে দিবে।

০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৮

আমি বলছি...। বলেছেন: ল্যাপটপ নিয়ে মুভ করা ঝামেলা মনে হয় তাই...।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৪

এস বাসার বলেছেন: Lenovo Yoga Tab , ২৫ হাজার টাকার মধ্যে হয়ে যাবে আশা করি। চমৎকার পারফর্মেন্স এবং ডিজাইনও দারুন।

০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০০

আমি বলছি...। বলেছেন: ধন্যবাদ। আমি গতকাল এই ট্যাব তা দেখলাম মার্কেটে।। মূল্য ২৮৫০০ টাকা চাই। আপনি কি ব্যবহার করেন এটা???

৪| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৭

মি.সিম্পলম্যান বলেছেন: Yoga Tab 10" 30 হাজার এর মত। ইউজ করার জন্য সুবিধা আছে।

০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০১

আমি বলছি...। বলেছেন: ধন্যবাদ ভাই...

৫| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৫

পথহারা নাবিক বলেছেন: ২৭ হাজার টাকায় স্যামসাঙ ট্যাব ৩ কিনেন!! ২ বছর ওয়ারেন্টি!!

৬| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১১

আমি বলছি...। বলেছেন: স্যামসাঙ এর ২ বছর ওয়ারেন্টি ঠিক আছে কিন্তু এই ব্রান্ড তা কিছুদিন পর স্লো হয়ে যায়। স্যামসাঙ এস২ ব্যবহার করি তাই সাহস পাইনা...

৭| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৯

মদন বলেছেন: গুতা দিয়ে দেখতে পারেন http://www.tabletbd.com/

৮| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৮

ভোরের সূর্য বলেছেন: আপনার বাজেটের মধ্যে গুগল নেক্সাস ৭,স্যামসাং গ্যালাক্সি,লেনোভো ভাল হবে।
আমি নিজে গুগল নেক্সাস৭ ব্যবহার করি গত এক বছর থেকে। এখনো খুব ভাল সার্ভিস দিচ্ছে। ব্যবসায়িক কারনেই আমি ট্যাব ছাড়া চলতে পারিনা তাই এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ট্যাব আসলে সম্পূর্ণ প্রফেশনালদের জন্য তাই এর সার্ভিসটা গুরুত্বপূর্ণ। গুগল নেক্সাস ৭ আমি প্রচুর ব্যবহার করি কিন্তু এখনোও প্রায় ৮ঘন্টা ব্যবহার করা যায় একবার চার্জ(২ঘন্টা) দিলে।তাছাড়া অনেক অনেক এ্যাপস ফ্রী পাওয়া যায় গুগল স্টোর থেকে।এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।তাছাড়া গ্রাফিক্স কোয়ালিটিও ভাল।

২ধরনের গুগল নেক্সাস পাওয়া যায়।ওয়াইফাই কানেক্টিভিটি আর ওয়াইফাই এবং ৩জি এক সাথে।যেহেতু বাংলাদেশে ওইয়াইফাই খুব একটা প্রচলন নাই তাই আপনাকে ৩জি ই কিনতে হবে যেটা ৩২জিবি। এর দাম পড়বে ২৫০ডলার আর সাথে ট্যাক্স আলাদা(মার্চ মাসে দাম কমেছে,আগে ছিল ৩০০ডলার)।(আমেরিকান প্রাইস)

আপনাকে @নতুন ভাই ২০০ ডলার যেই দামের কথা বলেছেন সেটা ৩জি না(শুধু ওয়াইফাই) এবং সেটা আসলে আমেরিকার দামের কথা বলেছেন এবং ট্যাক্স ছাড়া। বাংলাদেশে আপনি বসুন্ধরা সিটিতে পাবেন ৩২০০০০টাকার মধ্যে।তবে এখন দাম কমার পর কিছু কম হতে পারে।তবে গুগুল নেক্সাস কিনতে গেলেও আপনাকে বাজেট ২৫হাজার টাকার উপর যেতে হবে যদি বাংলাদেশ থেকে কিনতে চান। তবে ওয়ারেন্টি পাবেন না যেহেতু এদের বাংলাদেশে কোন সার্ভিস নেই। তবে আমি খুব সেটিসফাইড।

তবে যাই কেনেন না কেন।ভুলেও তথাকথিত কম দামের চাইনিজ ট্যাব কিনবেন না সেটা সিম্ফনি,ওয়ালটন যাই হোক না কেন।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩২

দি সুফি বলেছেন: নেক্সাস-৭

১০| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৩

নতুন বলেছেন: ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৬ ০
লেখক বলেছেন: ধন্যবাদ। বাজেট তো একটু বেশি আছে তাই আরেকটু ভালো কিনতে চাইছিলাম।


আমার মতে বত`মানে এরচেয়ে ভাল ট্যাব নাই.... এইটাই সবচেয়ে ভাল... দাম+পারফ`মান্সের দিকে...

এর চেয়ে ভাল চাইলে.... আইপ‌্যাড মিনি.. :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.