| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এভাবে হারিয়ে যায় যুবকের ভালোবাসা
কখনও তুমি অগোছালো যুবকের
প্রথম ভালোবাসা
হা হুতাশ অনেক শব্দে নিরাশার ছবি আঁকা
বলতে পারেনি অনেক কথা
ভয়ে ভয়ে পা কাঁপা
মনের মাঝে অনেক শঙ্কায়
চোখে চোখ রাখা
কত শব্দের ঘুম ভেঙ্গে গেছে
নিটোল প্রেমের কাব্যে
তবুও ভালোবাসি শব্দটি থেমে যায়
পুতুল খেলা বন্ধুত্ব আর বিচ্ছেদের বৃওে।
যুবকের সাথে শেষ কথা হল
চলে যাচ্ছি রাতের শেষ প্রহরে
হৃদয় ভাঙ্গার শব্দ হল বিদ্যুৎ চমকায় ।
বিদায় বেলা বিদায় ক্ষণে
যুবকের শিশুর। মত কাঁদা
মেয়েটিও আর ধরে রাখতে পারল না
বিদায় নিল চোখের জলে ।
এভাবে হারিয়ে যায় এই শহরে
শত শত যুবকের ভালোবাসা ।
কষ্ট
যদি কখনও মানুষ লিখতে বসে
লুকিয়ে রাখা কষ্ট
হাজার হাজার পৃষ্ঠা হতো
মাইলের পর মাইল পথ।
তুমি নেই তুমি আছো
কখনও ভাবি তুমি নেই
কখনও ভাবি তুমি আছো।
কখনও তোমার হাসির মানি
বিরহ ব্যথা দুলে
কখনও তোমার হাসির মানি
প্রেমের কথা বলে।
কখনও ভাবি তুমি নেই
কখনও ভাবি তুমি আছো।
এলোমেলো চুল খুলে বসো
উঁকি দিয়ে জানালায়
ইশারায় কত স্বপ্ন দেখাও
বেলা অবেলায় ।
কখনও তুমি জীবন্ত
সময়ের কথা ভুলে
কখনও তুমি মরীচিকা
ছন্ন ছাড়ার দলে ।
কখনও তুমি ভোরের আলোয়
প্রথম গোলাপ ফুল
কখনও তুমি শৈশব স্মৃতি
না বলা প্রথম ভুল।
কখনও দেখি ধূসর চোখে
জানালায় তুমি নেই
যেন শত বছরের পুরনো বাড়ি
ভাঙ্গা জানালায়।
অবাক প্রত্যাবর্তন
তুই আছিস তুই নেই তারতম্যের প্রহর
কত পথ ছুঁয়ে গেছে কষ্টের পাথর
কত সময় পেরিয়ে গেছে নিরব সূর্য স্লানে ।
সারি সারি গাছের পাতায় ঝিম ধরা ঘুমে
বারবার মনে করিয়ে দেয় একাকী জোছনায়
ভিতর বাহির অগোছালো করে দেয়
তোর মাতাল হাসির ছন্দে
কত ভুল জমে গিয়ে পাহাড় হয়েছে ভুলে
কতটা পথ হাঁটতে হাঁটতে পথ যায় থেমে
মরুভূমি পেরিয়ে সমুদ্র সমুদ্র পেরিয়ে মরুভূমি
আর কতটা পথ হাঁটতে হলে ভাঙ্গবে অভিমান ।
আকাশের মত বিশাল হয়ে পাখির মত সুর হয়ে
বসন্তের মত রঙ্গিন হয়ে সূর্যের মত আলো হয়ে
বর্ষার মত বৃষ্টি হয়ে ফিরে আয় ফিরে আয়
এক দিন এসে বলবি আমি করেছি প্রত্যাবর্তন
তখন আমি মৃত্যু পথযাত্রী হয়তো থাকবে কিছুক্ষণ
গভীর থেকে গভীরে ভেসে ভেসে চলে এলি নিবিড়ে
হায়!এ কেমন তোর অবাক প্রত্যাবর্তন ।
©somewhere in net ltd.