![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ের খোঁজে মাটি খুঁড়ে সমুদ্র বানিয়েছি তবু পরিচয় পাওয়া গেলনা। জগৎ সংসারে অজ্ঞাতই রয়ে গেলাম।
জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত একপ্রকার ধোয়াশার মধ্যেই মানুষের জীবন কেটে যায়। একজন মানুষের সাথে ৫০ বছর ধরে থাকলেও প্রতিদিনই তার সম্পর্কে নতুন কিছু জানবেন, নতুন কোন ধারণার জন্ম নেবে তাকে ঘিরে। পৃথিবী বড় অদ্ভুত জায়গা, আলো-অন্ধকার খরা-বৃষ্টি সবকিছুই মানুষকে অনিশ্চয়তার মোহে আচ্ছন্ন করে রাখে। এখানে প্রত্যেক মিনিটে হতাশ হতে হয়, প্রতি নিঃশ্বাসে আশায় বুক বাঁধতে হয়। কখনো জীবনের প্রতি বিতৃষ্ণা জাগে, কখনো কোন মলিন ঠোঁটে হাসির ছায়া দেখে ধন্য হয় জীবন। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে এতো মায়ার পৃথিবী ছেড়ে যাবার কথা ভেবে একজন মানুষের মনে কিরূপ অনুভূতির সঞ্চার হয়? ভাবা যায় না! কী ভেবে তার শেষমুহূর্তটুকুও শেষ হয়ে যায়? হাসি কান্না আনন্দ বেদনা আশা হতাশা জোৎস্না বৃষ্টি খরা কুয়াশা বিশ্বাস প্রতারণা ঝড়ঝাপ্টা হালছেড়ে সংগ্রাম স্নেহ ভালোবাসা প্রেম মমতা। আহা, কি দুর্দান্তই না ছিল জীবনযাত্রার একেকটি দিন।
©somewhere in net ltd.