নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষের শুরুটা কোথায় গিয়ে হয় দেখা যাক....

জাবের আহমেদ*

পরিচয়ের খোঁজে মাটি খুঁড়ে সমুদ্র বানিয়েছি তবু পরিচয় পাওয়া গেলনা। জগৎ সংসারে অজ্ঞাতই রয়ে গেলাম।

জাবের আহমেদ* › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৯



ফ্যাকাসেকণ্ঠী

কে জানে কি কারণে সে অবহেলা করে
তবু কি যেন কি করণে আমি ভালবাসি তারে
দেখিনি কখনো যারে গোপনে স্বপনে
সেই যেনো খোঁপা খুলে, ডানা মেলে উড়াউড়ি করে
আকাশে আমার, দিশেহারা-পথ ভুলে-রোদ্দুরে।
পাখির কিচিরমিচির শব্দের মতন কথা বলে সে
চোখে তার জলাধার সারাক্ষণই ছলছল জলে
কে জানে মনজুড়ে কেনযে সে আনাগোনা করে
মাঝরাতে মাঝেমাঝে ঘুম ভেঙে হানা দেয় ঘরে
আমি চোখ মেলে ত্রিভুবনে দেখিনি যে তারে!
কখনো সে কথা বলে মৃদু হেসে, চোখ বুজে ভয়ে
তাকে ছবি ভেবে ফ্রেমে বেঁধে রেখেছি যতনে
সেযে কাছে এসে বারেবারে ভালবেসে দূরে যায় সরে
তবু কি যেন কি কারণে আমি ভালবাসি তারে।
ওসে ফ্যাকাসেকণ্ঠী, বাজিয়ে ঘণ্টি
চলে গেছে দূরে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.