![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ের খোঁজে মাটি খুঁড়ে সমুদ্র বানিয়েছি তবু পরিচয় পাওয়া গেলনা। জগৎ সংসারে অজ্ঞাতই রয়ে গেলাম।
ফ্যাকাসেকণ্ঠী
কে জানে কি কারণে সে অবহেলা করে
তবু কি যেন কি করণে আমি ভালবাসি তারে
দেখিনি কখনো যারে গোপনে স্বপনে
সেই যেনো খোঁপা খুলে, ডানা মেলে উড়াউড়ি করে
আকাশে আমার, দিশেহারা-পথ ভুলে-রোদ্দুরে।
পাখির কিচিরমিচির শব্দের মতন কথা বলে সে
চোখে তার জলাধার সারাক্ষণই ছলছল জলে
কে জানে মনজুড়ে কেনযে সে আনাগোনা করে
মাঝরাতে মাঝেমাঝে ঘুম ভেঙে হানা দেয় ঘরে
আমি চোখ মেলে ত্রিভুবনে দেখিনি যে তারে!
কখনো সে কথা বলে মৃদু হেসে, চোখ বুজে ভয়ে
তাকে ছবি ভেবে ফ্রেমে বেঁধে রেখেছি যতনে
সেযে কাছে এসে বারেবারে ভালবেসে দূরে যায় সরে
তবু কি যেন কি কারণে আমি ভালবাসি তারে।
ওসে ফ্যাকাসেকণ্ঠী, বাজিয়ে ঘণ্টি
চলে গেছে দূরে
©somewhere in net ltd.