নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

web design and development, Graphics Designer, Digital marketer.। whatsapp +8801929766847। https://www.kulauranews.com/ , https://www.webbespace.com/

ওবায়দুল হক

আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করি না, আমি শুধু সৎ থাকতে চেষ্টা করি। মোবাইল: ০১৭১৮০২৩৭৫৯

ওবায়দুল হক › বিস্তারিত পোস্টঃ

ঘৃণা আর বঞ্চনার পৃথিবীতে ধর্ম ব্যবসা .....

২০ শে জুন, ২০১৮ দুপুর ২:৫৭

একজন গরীব কৃষকের মেয়ে যদি ইজ্জত হারায় তবে তার বাবা নিরবে অশ্রু ঝরায় আর স্রষ্ট্রার কাছে বিচার চায়। সত্য আর ন্যায় প্রতিষ্ঠাকারী আলীম ফতুয়া দেন এই মেয়েকে স্পর্শ করা যাবে না। কারণ সে অশুচি। এর বিয়ে দেয়া যাবে না। পতিতা বানানোর যত রকম কৌশল আছে সবই প্রয়োগ করা হয়। এই মেয়েকে অপবিত্র বানিয়ে একা করে দেয়া হয়। পরিবারকে করা হয় সমাজ বিচুত্য। ধর্ষকের কি হয়? ধর্ম ব্যবসা দিনে দিনে এভাবেই আমাদেরকে সত্য থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে।



আমাদের জ্ঞান কিভাবে বিকশিত হচ্ছে? ভেবে দেখেছেন কখনো? সিরিয়ালে যেভাবে যা দেখানো হচ্ছে আমরা তাই দেখছি। আমাদের যা বুঝানো হচ্ছে আমরা তাই বুঝচ্ছি। আমাদের নিজস্ব কোন জ্ঞান কি আছে? আমরা নিজেরা কি কখনো ভাবনা ও চিন্তা করার সময় পাই?

এরপরও তোমরা কি গভীর ধ্যানে লিপ্ত হবে না? কারণ প্রকৃত জ্ঞান আসে স্রষ্টার কাছ থেকে। তিনি যাকে ইচ্ছা তাকে যতটুকু প্রয়োজন ততটুকু দেন। তবে সেই জ্ঞানের জন্য অনুসন্ধান করতে হবে। ধর্মকে জীবিকা নয়, ধর্ম হতে হবে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারার মাধ্যম।

আমাদের বলা হলো খলিফাদের সময় ইসলাম অর্ধেক পৃথিবী শাসন করেছে। আমরা তাই শিখলাম। আমাদের জানানো হলো সুলতান সুলেমান অটোম্যান সম্রাজ্য পৃথিবীর এক তৃতীয়াংশে ইসলামী রাজত্ত্ব ছিল। আমরা তাই শিখলাম।

ইসলাম কি পৃথিবীকে শাসন করতে এসেছে? না কি ন্যায় প্রতিষ্ঠা করতে এসেছে? খলিফাদের সময়ও ইসলাম পৃথিবীকে শাষন করে নি। বরং ন্যায় প্রতিষ্ঠা করেছিল। পৃথিবীতে ইসলাম শাষন করেছে সুলতান সুলেমানের সময়। তখন কি কোথাও ইসলাম বিকশিত হয়েছিল? শুধু শাষন করলেই ইসলাম এতোটা বিকশিত হত না। খলিফাদের জীবনী দেখুন। তারা কতই না সাধারণ জীবন যাপন করেছেন। শাষন করার জন্য তারা রাজ প্রাসাদ গড়ে তুলেন নি। তারা মানুষের মাঝেই থেকেছেন।

এখনই সময় গভীরভাবে ধ্যানে বসার। এক ঘন্টার ধ্যান ৭০ হাজার বছর নফল ইবাদতের সমান সোয়াব। শুধু জ্ঞান অর্জন করলেই মানুষের মেধার বিকাশ ঘটে না। রাগ করলে শারীরিক ক্ষতির সব কিছু জানা সত্ত্বেও অনেক জ্ঞানী রাগ করেন কথায় কথায়। আর গ্রামের অনেক সাধারণ মানুষ দেখা যায় , সহজে রাগ করেন না শুধু এই্ জন্য যে "রাগ করা হারাম"। তাই শুধু জানার মাধ্যমে নিজেকে বিকশিত করা যায় না। প্রয়োজন জ্ঞানের অনুশীলন।

একজন সাধারণ মানুষ কখনই ধর্মকে অর্ধমের পথে নিয়ে যেতে পারবে না। ধর্মকে অধর্মের পথে নিয়ে যাচ্ছেন ধর্মের রক্ষকেরাই। আলীম সমাজকে এখনই সতর্ক হতে হবে। ধর্ম নিয়ে এতো মত বিরুধের কারণ কি?

কেউ বলছে এভাবে নামাজ পড়। কেউ বলছে ওভাবে। কেউ বলছে রোজা এভাবে রাখো , কেউ বলছে ওভাবে নয় এভাবে। ধর্মের কোথায় বিভেদ সৃষ্টি করা হয় নি? কেউ বলছে মাজহাব না মানলে ধর্মের জ্ঞান তোমার পর্যন্ত আসবে না। কেউ বলছে মাজহাব মানলে শিরিক হবে। কেউ বলছে তারাবী নামাজ ২০ রাকাআত, কেউ বলছে ৮ রাকাআত। কেউ বলছে মহিলারা সুব্যবস্থা থাকলে মসজিদে নামাজ পড়তে পারবেন, কেউ বলছেন মসজিদে মহিলাদের প্রবেশ নিষেধ। কেউ কেউ মসজিদ ভেঙ্গে ফেলার হুমকি দিচ্ছেন, কেউ বলছেন মসজিদ ভাঙ্গার মানষিকতা উগ্র চিন্তার প্রতিফলন। কেউ বলছেন নবীজী (সা) এর জামানায়ও মসজিদ ভাঙ্গার মতো ঘটনা ঘটেছে। সাধারণ মানুষ কোন দিকে যাবে?

ঘৃণা আর বঞ্চনার পৃথিবীতে ধর্ম ব্যবসায়ীরা একটু কি আমাদের শান্তিতে থাকতে দিবে না? সাধারণ বিচার বুদ্ধি প্রয়োগ করলেই তো সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করা সম্ভব। মানুষের এতোটা অধ্বপ্রতন কিভাবে ঘটল?

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: এদেশে সবচেয়ে সহজ, ঝুকিমুক্ত ও নিশ্চিত লাভজনক ব্যবসা হল ধর্মব্যবসা।

২০ শে জুন, ২০১৮ বিকাল ৩:২১

ওবায়দুল হক বলেছেন: সাধারণ মানুষ অন্ধের মতো তাদের অনুসরণ করছে.... |-)

২| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৮

আবু আফিয়া বলেছেন: চমৎকার বিষয় তুলে ধরেছেন।
আসলে ইসলাম শান্তি ও সহজ একটি ধর্ম। এতে কোন বিষয়ে বাড়াবাড়ির শিক্ষা দেয়া হয়নি। অথচ কিছু ধর্মান্ধরা এই শান্তির ধর্মকে কঠিন রূপ দান করতে এবং বিভেদ সৃষ্টি করতে চায়।
আপনাকে ধন্যবাদ।

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১০

ওবায়দুল হক বলেছেন: সহমত প্রকাশের জন্য ধন্যবাদ আপনাকেও।

৩| ২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

রোকনুজ্জামান খান বলেছেন: কিছু করার মনে হয় নাই
যুগ যুগ ধরে মানুষ বিশ্বাস কে পুজি বানিয়ে
মোটা মোটা ব্যাবসা চালিয়ে আসছে ।

আমার নতুন পোষ্টে একবার ঘুরে আসার আহ্ববান রইল।
আপনাদের অণুপ্রেরণাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে?

৪| ২১ শে জুন, ২০১৮ সকাল ৯:২৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ইসলামের ভেতর ৭৩ প্রকার মাহাজাব।
রসুল নিজেই বলেছিলেন মাত্র একটি ছাড়া বাকি বাহাত্তরটিই ভ্রান্ত ও জাহান্নামি।
কোনটি সহি, উনি স্পষ্ট করেন নি।
করলে মানুষ জেনেশুনে দল বেধে জাহান্নামী হত না।

৫| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর বিশ্লেষন করেছেন।

৬| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:২৮

ইনাম আহমদ বলেছেন: ধর্মব্যবসার বহু দলিল ধর্মগ্রন্থগুলো থেকেই জোগাড় করা হয় এবং সেগুলোর বহু ব্যাখ্যাও দাঁড় করানো হয়েছে। আধুনিক বিশ্বের কোথাও ধর্মব্যবসায়ীদের সরকারের থেকে নিয়ন্ত্রণ করা না গেলেও ধর্মব্যবসায়ীরা বরাবরই সরকারব্যবস্থার ওপরে প্রভাব ফেলছে।
এবং দুঃখজনক হলেও সত্যি, এটা বন্ধ করা অসম্ভব।

৭| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৬

টারজান০০০০৭ বলেছেন: কোন আলেম জুলুমের শিকার কোন মেয়েকে অশুচি , অপবিত্র বলিয়াছে একটু প্রমান দিন তো ! রাগ হারাম আপনাকে কে বলিয়াছে ?

সবকিছু নিয়াই তো ব্যবসা হইতেছে , কোনটা ভালো , কোনটা মন্দ ! মানুষকে আল্লাহর দিকে ডাকাকে আল্লাহ নিজেই উত্তম ব্যবসা বলিয়াছেন ! ব্যাবসায়ীরও অভাব নাই ; কেহ আইনের , কেহ ধর্মের , কেহ চেতনার, কেহ মুক্তিযুদ্ধের, কেহ রাজনীতির , কেহ বুদ্ধির ! কোনটা ভালো কোনটা মন্দ তাহা কাস্টোমারকেই খুঁজিয়া বাহির করিতে হইবে ! ধান্দাবাজ আছে বলিয়া কেহ সেবা নেওয়া বন্ধতো করেনা। খারাপ উকিল আছে বলিয়া কেহ আইন সহায়তা নেওয়াটা বন্ধ করে না , ভালো উকিল খুঁজিতে চেষ্টা করে। কসাই ডাক্তার আছে বলিয়া কেহ চিকিৎসা সেবা নেওয়া বন্ধ করে না , বরং ভালো ডাক্তার খুঁজিয়া বাহির করে ! ধর্মের খারাপ ব্যাবসায়ী আছে বলিয়া ধর্ম হইতে দূরে থাকা বোকামি। ভালো ব্যাবসায়ী খুঁজুন, সেবা নিন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.