![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আঁচল বিছিয়ে যদি তুলে নাও আমার মরণ
বুকের ওপরে মৃদু কম্পমান নখবিলেখনে
লিখতে কি দেবে নাম অনুজ্জ্বল উপাধিবিহীন?
শরমিন্দা হলে তুমি, ক্ষান্তিহীন সজল চুম্বনে
মুছে দেবো আদ্যাক্ষর, রক্তবর্ণ অনার্য প্রাচীন"
নৈরাশ্যবাদীরা বলবেন মৃত্যু তাঁকে মুক্তি দিয়েছে। আশাবাদীরা বলবেন তাঁর সৃষ্টিই তাঁকে বাঁচিয়ে রাখবে।
আর আমি বলবো এ যেন এক সোনালি প্রয়াণ .... ।।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬
ভাই আমি অপরিচিত বলেছেন: তিনি বাংলা সাহিত্যের অন্যতম একজন । একথা কেও অস্বীকার করতে পারবে না ।
আর ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৮
রাজীব নুর বলেছেন: আল মাহমুদ অনেক বড় সাহিত্যিক। তার লেখা আমার খুব পছন্দ।