![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
টক শো যে সব সময় আবোল তাবোল বিষয় নিয়ে আলোচনা করে না তা আজকে জানতে পারলাম। আজকে একটা টক শো দেখছিলাম। ওখানে একটা খুবই গুরুত্বপূর্ন বিষয় উঠে এসেছিল। আমাদের দেশের উচ্চবিত্তদের কথা বাদ দিলাম। মধ্যবিত্তদের প্রায়ই বলতে শোনা যায় যে, বাংলা সিনেমার মারামারির দৃশ্য গুলো নাকি খুবই আনকোরা। তারপর তাদের স্টেজের ডিজাইনও নাকি ভালো নয়। আসলে তারা কি করছে এটা প্রথমে জানতে হবে। টেলিভিশন এবং ডিশ এন্টেনা প্রায় সব ঘরেই চলে গেছে। আর টিভির রিমোট চাপলেই ভারতের একেকটা চ্যানেল চলে আসে আমাদের চোখের সামনে। এসব চ্যানেলেতো মাঝে মাঝে বলিউডের সিনেমাতো দেখাই, সাথে সাথে আমাদের প্রিয় ক্যাবল অপারেটরা দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন এবং বছরে ৩৬৫ দিনই হিন্দি সিনেমা চালায়।
সে তুলনায় আমাদের দেশের চ্যানেলে খুব কমই বাংলা সিনেমা দেখিয়ে থাকে। তাই দর্শকরা বলিউডের সিনেমার প্রতিই আগ্রহী হয়ে পড়ে। ঐসব সিনেমার একেকটির বাজেট ৩০-৫০ কোটি এমনকি ৬০, ৭০ কোটিও হয়ে থাকে। ফলে স্বাভাবিক ভাবেই তাদের সবকিছুই অনেক সুন্দর লাগে আমাদের চোখে। তাদের মারামারির দৃশ্যগুলোও খুবই আসল লাগে আমাদের চোখে। তাদের পোশাক দেখলে আমাদের চোখ সেদিকেই আটকে থাকতে বাধ্য হয়। কিন্তু আমাদের নিজেদের দেশের চলচ্চিত্র এর বাজেট কিন্তু খুবই কম। বড়জোড় হলে ৫০ লক্ষ। এরচেয়ে বেশি পুঁজি নিয়ে কোন চলচ্চিত্রই হয়না বলতে গেলে।
এই স্বল্প বাজেটের চলচ্চিত্র-এ আমরা কি করে বলিউডের চলচ্চিত্রের চাকচিত্যর সাথে প্রতিযোগিতা করতে পারি? আমাদের পোশাক স্বভাবতই তাদের মত হবে না, বরং এটা কল্পনা করাই বোকামি। আবার আমাদের দেশে তেমন ভালো কোনো স্টেজ ডিজাইনার না থাকার কারনেও স্টেজ অনেকটা পুরানো ধাঁচের হয়ে থাকে। এত সব ঝামেলা পোহায় বাংলা চলচ্চিত্র যে তৈরি হচ্ছে তাতেই আমাদের খুশি থাকা উচিত। কিন্তু তা না করে আমরা বলিউডের সাথে ইচ্ছা করে বা মনের অজান্তেই তুলনা করে ফেলি। ফলে তখন বাংলা চলচ্চিত্র এর লেভেল নিচে নেমে যায়। আর তখন আমরা আর বাংলা চলচ্চিত্র দেখতে যাই না।
আসলে আমাদের নিজেদের মানসিকতাই ঠিক করতে হবে প্রথমে। তাহলেই বাংলা চলচ্চিত্র দর্শক পাবে আর এর ফলে মানুষ উৎসাহিত হয়ে আরো ভালো চলচ্চিত্র বানাবে।বর্তমানে কিন্তু আমাদের দেশে অনেক ভালো মানের ছবি বানানো হচ্ছে এই ধরেন অগ্নি,পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী,থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,আমার বন্ধু রাশেদ,মনপুরা,রানওয়ে,গেরিলা ইত্যাদি।
©somewhere in net ltd.