নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।উপরের লাইন দুটো আমার অনেক পছন্দের, যদি আপনার কাঁধেও কাজটি পরে করে দিয়েন ভাই।

সময়ের গ্যাঁড়াকল

সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।

সময়ের গ্যাঁড়াকল › বিস্তারিত পোস্টঃ

টি২০ বিশ্বকাপ ২০১৪ তে বাংলাদেশের লিজেন্ড শিল্পীদের অপমানিত হওয়া

০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:১৬

কিছু কথা বলি একটু সময় নিলে অবশ্যই সবাই পড়তে পারবেন,একটু বিরক্ত লাগার কারণ হতে পারে কিন্তু আশা করি পড়বেন :)



এই পৃথিবীর পরে

কত ফুল ফোটে আর ঝরে।

সে কথা কি কোনোদিন

কখনো কারো মনে পড়ে



তবুও তো ফোটে ফুল

পাখি গান গায়,

ভাবে না তো কেউ তারে

চায় কি না চায়

________________

হাসতে দেখ গাইতে দেখ

অনেক কথায় মুখোর আমায় দেখ

দেখ না কেউ হাসির শেষে নীরবতা

বোঝে না কেউ তো চিনলো না

বোঝে না আমার কি ব্যাথা

চেনার মত কেউ চিনলো না

এই আমাকে

________________

প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়

হাসিমুখ

হাসিমুখে আনন্দধারা

তুমি চেয়ে আছো তাই

আমি পথে হেটে যাই

হেটে হেটে বহুদুর বহুদুর যেতে চাই

________________

হঠাৎ এসেছিলে চোখের আলোতে

হারিয়ে ফেলেছি এক ঝলকে

তবুও তুমি ছিলে চোখের কোণে

আগলে রেখেছি বড় যতনে

ভালোবেসেছি তোমাকে প্রথম

চোখের আলোতে এসেছ যখন

ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে

ভালবাসা তো হয়না মনের বিপরীতে।

________________

আমার সোনার ময়না পাখি

কোন দেশেতে গেলা উইড়া রে

দিয়া মোরে ফাঁকি রে

আমার সোনার ময়না পাখি ।।

সোনা বরণ পাখিরে আমার

কাজল বরণ আঁখি

দিবানিশি মন চায়রে

বাইন্ধা তরে রাখি রে

আমার সোনার ময়না পাখি ।।

________________

চোখটা এত পোড়ায় কেন?

ও পোড়া চোখ সমুদ্রে যাও,

সমুদ্র কি তোমার ছেলে?

আদর দিয়ে চোখে মাখাও

________________

চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি

হবি যাদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফুটালি

আমারি সীমানায় সেতো তোর ছায়া, সেখানে করে বিচরন দুখের নিবাশ।

ও রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনের নীল বেদনা।

চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি?

________________

আমার যমুনার জল দেখতে কালো,

চান করিতে লাগে ভালো,

যৌবন মিশিয়া গেলো জলে

________________

আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়

এ মনটা কেন বারেবারে ভেঙ্গে যায়

আমার কবিতগুলো প্রতি দিন ছন্দ হারায়

তোমার স্মৃতিগুলো প্রতি রাতে আমাকে কাঁদায়

________________

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়

আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়

তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন

তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন,

তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি

তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,

তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান

তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,

জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।

আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি

প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

________________

এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি

এক পাশে সাগর এক পাশে বালি

আমার ছোট তরী বলো যাবে কি?

আমার ছোট তরী বলো যাবে কি?

_________________

তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো

ভোরের রঙ রাতের মিশকালো।

কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি

আবছা নীল তোমার লাগে ভালো।

_________________



এই গান গুলা কি শুনতে খারাপ লাগে?যদি খারাপ না লাগে তাহলে কেন আমরা এতো হিন্দি গান নিয়ে পরে থাকি এইটার কারণ কি? বলবেন কি?

আমার কতো গুলা বন্ধু এবং বাংলাদেশের ৪ ভাগের ৩ ভাগ মানুষ আছে যারা খুব গর্বের সাথে বলে যে আমি বাংলা গান শুনি না বাংলা ছবি দেখি না বাংলা নাটক দেখি না,কারণ জানতে চাইলে বলে আরে ধুর ভালো লাগে না।



ঠিক এই জিনিষ তা চিন্তা করেন ওপরে যেই গান গুলার কথা লেখা আছে সেই গান গুলা যদি হিন্দি কিংবা ইংলিশে গাওয়া হতো তাহলে কিন্তু গানের সিডির দোকান এমনি গান ডাউনলোড এর ওয়েব সাইটে জ্যাম লেগে যেতো।

যেমন তা দেখেছিলাম অমিতাব বচ্চন যখন গেয়ে ছিল "যদি তোর ডাক শুনে কেও না আসে" ঠিক এই গানটা কিন্তু আমাদের দেশের শিল্পীরাও গেয়েছিল কিন্তু ওইটা শোনাকে আমাদের দেশের অনেক মানুষ মনে করে অ্যান স্মার্ট এর লক্ষণ।কারণ একটাই অমিতাবের গানে হিন্দি ছিল আমাদের গানে হিন্দি নাই।



এমনও অনেক মানুষ দেখেছি যাদের মোবাইলের মেমোরি কার্ডে বাংলা গানের কোনও ফোল্ডার নাই কিন্তু হিন্দি ইংলিশ গানের আছে কেনও এই বাংলা পিছু নীতি আমরা সব সময় ব্যাবহার করি কেনও??

টি২০ বিশ্বকাপে বাংলাদেশে যেই জমকালো অনুষ্ঠান হল সেই খানে বাংলাদেশের ১সারির কিছু কণ্ঠ শিল্পীকে যে ভাবে অপমান করা হল এইটা আসলে আমি অনুষ্ঠানের ২দিন দিনও কল্পনা করি নাই আসল কথা কি একটা কৌতুক আছে যে

#নিজের_জিনিষ_বড়_হইয়া_গেলে_নিজের_পিছন_নিজের_টুট_টুট_মন_চায় >:O

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলা গানের ব্যান্ডিংটা ঠিকমতো হচ্ছে না।

হিন্দিতে ওদের ছাইপাশও ভাল বিনিয়োগ, ব্যান্ডিং আর কর্পোরেট উপস্থাপনায় বিকিয়ে যাচ্ছে!
অথচ আমাদের ভাল ভাল শিল্পীদের থাকা খাওয়ার দুর্দশার রিপোর্ট প্রায়ই দেখতে পান!

খুরশিদ আলমের মতো দরাজ গলা শিল্পী চলে গেলেন!
রুনাকে দিয়ে সেইরকম গান হল কই- তারা আশা আর লতাকে যেখানে তুলে রেখেছে?

শুধু যুব সমাজের দোষ দিলে কি হবে?
তাদের পাতে যে খাবার দেবেন তা থেকেই তো বেছে নেবে নাকি?

বাংলা পুরনো গানগুলো নিয়ে রিমিক্স নিয়ে সেই আমেজ কই?

অথচ তাদের বেশির ভাগ হিট গানের ক্লাসিক রিমিক্স গুলো দেখুন!

তাই রাস্ট্রীয়, ব্যক্তিগত, এবং মিডিয়ার গাইডেন্স সহ বাংলা গানকে পেট্রোনাইজ করা উচিত বাংলা সংস্কৃতি রক্ষার স্বার্থেই।

তবে আপনার মূল ফোকাস পযেন্টে একমত।

০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:৩৪

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: সেই একই কথা বললেন।।হা আপনার কথা ঠিক আমাদের দেশের শিল্পীরা সুযোগ সুবিধা পাচ্ছে না।।বাংলা গান কিন্তু কম নাই,তারপরও আমরা কিন্তু সেই হানি সিং এর গানই শুনি কারণ একটাই আমরা সব জায়গায় একই জিনিষ দেখি ধরুন একটা গান লোড করার দোকানে আপনি হিন্দি গানই বেশি পাবেন বাংলা নাই বললেই চলে।।
আর এক রিকশাওয়ালা যখন ঐ দোকানে গান লোড করতে যায় তাহলে সে কি বাংলা গান বেশি পাবে নাকি হিন্দি??

আর আমরা যুব সমাজ হাহ ফিউশন বিডি গেলে হিন্দি গানের বাক্সটাই আগে খুলবো।।তাই আগে আমাদের ঠিক হতে হবে।।

ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.