![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
কিছু কথা বলি একটু সময় নিলে অবশ্যই সবাই পড়তে পারবেন,একটু বিরক্ত লাগার কারণ হতে পারে কিন্তু আশা করি পড়বেন
এই পৃথিবীর পরে
কত ফুল ফোটে আর ঝরে।
সে কথা কি কোনোদিন
কখনো কারো মনে পড়ে
তবুও তো ফোটে ফুল
পাখি গান গায়,
ভাবে না তো কেউ তারে
চায় কি না চায়
________________
হাসতে দেখ গাইতে দেখ
অনেক কথায় মুখোর আমায় দেখ
দেখ না কেউ হাসির শেষে নীরবতা
বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে
________________
প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়
হাসিমুখ
হাসিমুখে আনন্দধারা
তুমি চেয়ে আছো তাই
আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদুর বহুদুর যেতে চাই
________________
হঠাৎ এসেছিলে চোখের আলোতে
হারিয়ে ফেলেছি এক ঝলকে
তবুও তুমি ছিলে চোখের কোণে
আগলে রেখেছি বড় যতনে
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।
________________
আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি ।।
সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায়রে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি ।।
________________
চোখটা এত পোড়ায় কেন?
ও পোড়া চোখ সমুদ্রে যাও,
সমুদ্র কি তোমার ছেলে?
আদর দিয়ে চোখে মাখাও
________________
চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি
হবি যাদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফুটালি
আমারি সীমানায় সেতো তোর ছায়া, সেখানে করে বিচরন দুখের নিবাশ।
ও রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনের নীল বেদনা।
চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি?
________________
আমার যমুনার জল দেখতে কালো,
চান করিতে লাগে ভালো,
যৌবন মিশিয়া গেলো জলে
________________
আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারেবারে ভেঙ্গে যায়
আমার কবিতগুলো প্রতি দিন ছন্দ হারায়
তোমার স্মৃতিগুলো প্রতি রাতে আমাকে কাঁদায়
________________
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন,
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
________________
এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?
_________________
তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো।
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো।
_________________
এই গান গুলা কি শুনতে খারাপ লাগে?যদি খারাপ না লাগে তাহলে কেন আমরা এতো হিন্দি গান নিয়ে পরে থাকি এইটার কারণ কি? বলবেন কি?
আমার কতো গুলা বন্ধু এবং বাংলাদেশের ৪ ভাগের ৩ ভাগ মানুষ আছে যারা খুব গর্বের সাথে বলে যে আমি বাংলা গান শুনি না বাংলা ছবি দেখি না বাংলা নাটক দেখি না,কারণ জানতে চাইলে বলে আরে ধুর ভালো লাগে না।
ঠিক এই জিনিষ তা চিন্তা করেন ওপরে যেই গান গুলার কথা লেখা আছে সেই গান গুলা যদি হিন্দি কিংবা ইংলিশে গাওয়া হতো তাহলে কিন্তু গানের সিডির দোকান এমনি গান ডাউনলোড এর ওয়েব সাইটে জ্যাম লেগে যেতো।
যেমন তা দেখেছিলাম অমিতাব বচ্চন যখন গেয়ে ছিল "যদি তোর ডাক শুনে কেও না আসে" ঠিক এই গানটা কিন্তু আমাদের দেশের শিল্পীরাও গেয়েছিল কিন্তু ওইটা শোনাকে আমাদের দেশের অনেক মানুষ মনে করে অ্যান স্মার্ট এর লক্ষণ।কারণ একটাই অমিতাবের গানে হিন্দি ছিল আমাদের গানে হিন্দি নাই।
এমনও অনেক মানুষ দেখেছি যাদের মোবাইলের মেমোরি কার্ডে বাংলা গানের কোনও ফোল্ডার নাই কিন্তু হিন্দি ইংলিশ গানের আছে কেনও এই বাংলা পিছু নীতি আমরা সব সময় ব্যাবহার করি কেনও??
টি২০ বিশ্বকাপে বাংলাদেশে যেই জমকালো অনুষ্ঠান হল সেই খানে বাংলাদেশের ১সারির কিছু কণ্ঠ শিল্পীকে যে ভাবে অপমান করা হল এইটা আসলে আমি অনুষ্ঠানের ২দিন দিনও কল্পনা করি নাই আসল কথা কি একটা কৌতুক আছে যে
#নিজের_জিনিষ_বড়_হইয়া_গেলে_নিজের_পিছন_নিজের_টুট_টুট_মন_চায় >:O
০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:৩৪
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: সেই একই কথা বললেন।।হা আপনার কথা ঠিক আমাদের দেশের শিল্পীরা সুযোগ সুবিধা পাচ্ছে না।।বাংলা গান কিন্তু কম নাই,তারপরও আমরা কিন্তু সেই হানি সিং এর গানই শুনি কারণ একটাই আমরা সব জায়গায় একই জিনিষ দেখি ধরুন একটা গান লোড করার দোকানে আপনি হিন্দি গানই বেশি পাবেন বাংলা নাই বললেই চলে।।
আর এক রিকশাওয়ালা যখন ঐ দোকানে গান লোড করতে যায় তাহলে সে কি বাংলা গান বেশি পাবে নাকি হিন্দি??
আর আমরা যুব সমাজ হাহ ফিউশন বিডি গেলে হিন্দি গানের বাক্সটাই আগে খুলবো।।তাই আগে আমাদের ঠিক হতে হবে।।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলা গানের ব্যান্ডিংটা ঠিকমতো হচ্ছে না।
হিন্দিতে ওদের ছাইপাশও ভাল বিনিয়োগ, ব্যান্ডিং আর কর্পোরেট উপস্থাপনায় বিকিয়ে যাচ্ছে!
অথচ আমাদের ভাল ভাল শিল্পীদের থাকা খাওয়ার দুর্দশার রিপোর্ট প্রায়ই দেখতে পান!
খুরশিদ আলমের মতো দরাজ গলা শিল্পী চলে গেলেন!
রুনাকে দিয়ে সেইরকম গান হল কই- তারা আশা আর লতাকে যেখানে তুলে রেখেছে?
শুধু যুব সমাজের দোষ দিলে কি হবে?
তাদের পাতে যে খাবার দেবেন তা থেকেই তো বেছে নেবে নাকি?
বাংলা পুরনো গানগুলো নিয়ে রিমিক্স নিয়ে সেই আমেজ কই?
অথচ তাদের বেশির ভাগ হিট গানের ক্লাসিক রিমিক্স গুলো দেখুন!
তাই রাস্ট্রীয়, ব্যক্তিগত, এবং মিডিয়ার গাইডেন্স সহ বাংলা গানকে পেট্রোনাইজ করা উচিত বাংলা সংস্কৃতি রক্ষার স্বার্থেই।
তবে আপনার মূল ফোকাস পযেন্টে একমত।