![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
আমার জানামতে একসময় আমাদের দেশে বিনিময় প্রথা চালু ছিল....এবং এখনো অনেক উপজাতীয় অঞ্চলে এই প্রথা দেখা যায়.....অনেকে হয়ত জানেন না বিনিময় মানে কি?????আর জানবেনই বা কিভাবে???আমরাতো শুধু ভোগ করতে জানি.....ত্যাগ করতে জানিনা....যাইহোক বিনিময় প্রথার নিয়ম ছিল নিম্নরূপ :
* কেউ ধান চাষ করে আবার কেউ শাক-সবজি....কেউ হয়ত মাছের চাষ করে আবার কারো মুরগির খামার....এখন যার ধান আছে ..সে অন্য সবাইকে ধান দেয়....তারা বিনিময়ে তাকে ওই ধানের সমপরিমাণ শাক-সবজি,মাছ-মাংস দেয়....একইভাবে অন্যসবাই তাদের নিজেদের দ্রব্যের বিনময়ে অন্যান্য দ্রব্য পান....
আমার দৃষ্টিতে এই প্রথার মাধ্যমে মূলত দুইটা লাভ হয়.....
১ > সমাজে সুস্থ-স্বাভাবিক সবাইকে কাজ করতে
হয় এবং প্রত্যেকেরই জীবিকার জন্য কিছু না
কিছু তৈরী করতেই হয়....
২ > মানুষ স্বত্য ত্যাগ করতে শিখে.....সে জানে
যে তার চাহিদামত সবকিছু পেতে হলে
তাকেও কিছু দিতে হবে.....
আসুন আমাদের দেশে এই বিনিময় প্রথা আবার চালু করি ....তবে আমরা যেহেতু অনেক আধুনিক তাই হয়ত সর্বক্ষেত্রে এটা সম্ভব হবে না....কিন্তু কিছু ক্ষেত্রে করতেই হবে....
* আমরা এখন থেকে অধিকার বিনিময় করবো.....যে নেতা বা দল ধর্মীয় মূল্যবোধ ধরে রেখে কথায় এবং কাজে সততা,নিষ্ঠা এবং পরিশ্রম করে আমাদেরকে একটা সুন্দর দেশ উপহার দিবে......সর্বদা আমাদের মৌলিক অধিকারের প্রতি সচেতন থাকবে.....আমরা তাকেই আমাদের ভোটের অধিকার দিয়ে সরকার বানাবো....
* আবার আমরা ক্ষমতা বিনিময় করবো....যে নেতা বা তার দল ক্ষমতায় গিয়ে আমাদের অধিকার দিতে ভুলে যাবে....আমাদের উপর জুলুম করবে.....আমরা প্রতিবাদ করবো.....আমরা আমাদের ক্ষমতা ফিরিয়ে নিব.....ওদের গদি থেকে থেকে নামিয়ে এনে জনতার কাঠগড়ায় দাড় করাবো.... কি মনে হয় আমরা ইচ্ছা করলে পারবো না?
©somewhere in net ltd.