| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের গ্যাঁড়াকল
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
অলস জীবন বয়ে যাবার মাঝে,
কখনো কখনো বিবেকটা ধর্মঘট ডাকে –
মেরুদন্ডহীন নিয়মের ধারাপাতে
অনাচারটাই আজ আচার রূপে প্রচলিত।
ছাপোষা জীবন কেবল কাটিয়ে দেবার জন্য
বিবেককে পুরে দেওয়া হয়েছে নির্বাক কারাগারে;
সবকিছু দেখেও আজ সে বাকরুদ্ধ -
কেবল নীরবে জীবনটা বয়ে যাবার আশায়।
যে জীবন অন্যের কোনো সাহায্য করেনা,
অনাচারে প্রতিবাদ করেনা –
কেবল মাথা পেতে নেওয়াতে
নিজেকে শান্তিকামী মনে করে,
কি প্রয়োজন সে জীবনের?
বিবেকের এ প্রশ্নেও নীরবতায়
সে আবার নিজেকে স্থিতিশীল শান্তি প্রেমীর আখ্যা দেয়
প্রতিবাদ হীন স্বত্বা আজ তাই
নিজেকে সাদা পায়রার আড়ালে রেখেছে ঢেকে
অলস জীবন যেন শুধুই মেনে নেবার তরে।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: অনর্থক প্রয়োজন ![]()
২|
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা।
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৩
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: জীবনে ভালো লাগা বলে আসলে কি কিছু আছে!! ![]()
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১
অমিত অমি বলেছেন: প্রয়োজন নেই তবুও অনেক প্রয়োজন।