নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।উপরের লাইন দুটো আমার অনেক পছন্দের, যদি আপনার কাঁধেও কাজটি পরে করে দিয়েন ভাই।

সময়ের গ্যাঁড়াকল

সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।

সময়ের গ্যাঁড়াকল › বিস্তারিত পোস্টঃ

নিতান্তই সাধারণ মানুষ আমি

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪

আমি অতি সাধারন একটা মানুষ …………
পৃথিবীতে প্রতিটি মানুষের কিছু আশা- আকাঙ্কা থাকে, থাকে সীমাহিন স্বপ্ন।যেখানে সে তার জীবনকে সাজায়একেবারে নিজের মতকরে। আমারো তেমন একান্ত কিছু স্বপ্ন আছে, যা আমাকে ভালো কিছু করার প্রেরনা যোগায়।

জীবনে কখনো প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব মেলানোর চেষ্টা করিনি, হিসেব মেলানোর কোনো ব্যর্থ চেষ্টাও আমার নেই।যেকোনো মুহুর্তকে সহজে গ্রহন করার মানসিকতা লালন করি আমি, জীবনকে সব সময় বুঝতে চেষ্টা করেছি অতি-স্বাভাবিক ভাবে।

বন্ধুরা বলে আমি নাকি বিপদেও হাসতে পারি, আমি আসলে আপদ-বিপদ এর অর্থ খুঁজিনা। আমি বুঝতে চেষ্টাকরি এই পৃথিবীতে যা ঘটমান, তার সবই স্বাভাবিক।এখানে অস্বাভাবিক অথবা হতেই পারেনা নামক শব্দের কোনো স্থান নেই।

কেউ ভুল না করে শেখে না, একেকটি ভুল শিক্ষা একেকটি নতুন ধাপের মত। কারো ভুল দিয়ে তার মানদন্ড হয় না, ভুল
থেকে সে কেমন শিখেছে সে দন্ডেই সর্ব পর্যায়ের বিচার নির্ধারিত হয়।

কারো অতীত দিয়ে তার বর্তমানকে মূল্যায়ন করা অনুচিত, মানুষ মাত্রই বিবেকবান, যার বিবেক যত প্রখর তার ভুলের ক্ষয় তত উজ্জ্বল। প্রখর বিবেকের দহন ভুলকে ঠিকই পুড়িয়ে দেয়। পারস্যের অখ্যাত কবি শুভ কামাল বলেছিলেন-

"যার মুখোশ যত সুন্দর,পৃথিবীর কাছে সে তত আকর্ষণ"

কথাটা যথেষ্ট সত্য, তবে পৃথিবীর কাছে নয় পৃথিবীর মানুষগুলোর কাছে বলা উচিত। তবে শুভ কামালের বক্তব্য অনুযায়ী পৃথিবীর মানুষগুলোর কাছে আমি মোটেই আকর্ষনীয় কেউ নই, আমার প্রধান দূর্বলতা আমার মুখোশ! সে এতই নিম্ন পর্যায়ের যে,যা করি বা যাহাই বলি সবই প্রকাশ্যে। যা সত্য মানি, যাহা মিথ্যা বুঝি তার কিছুই মুখোশে লুকাতে পারি না।
আমি এখনো বিশ্বাস করি এই পৃথিবীতে ভালো মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি, যারা খারাপ কাজে লিপ্ত তারা কেবলি পরিস্থিতির শিকার।সব সময় আশীর্বাদ করি জগতের সকল ভালো মানুষ সুখে থাকুক, অন্যায়কারীর বিবেক জাগ্রত হোক।
সৌন্দর্য্য গুলো দেহ ছাড়িয়ে মন পর্যন্ত পৌছে যাক, শুভহোক সকল মঙ্গল প্রয়াস।

কেউ ভুল না করে শেখে না, একেকটি ভুল শিক্ষা একেকটি নতুন ধাপের মত কারো ভুল দিয়ে তার মানদন্ড হয় না, ভুল থেকে সে কেমন শিখেছে সে দন্ডেই সর্ব পর্যায়ের বিচার নির্ধারিত হয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২১

মাকড়সাঁ বলেছেন: নিতান্তই মানুষ আমি

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩১

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: হয়তো আমরা সকলেই নিতান্তই সাধারণ মানুষ।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৬

ফেরদৌসা রুহী বলেছেন: কেউ ভুল না করে শেখে না, একেকটি ভুল শিক্ষা একেকটি নতুন ধাপের মত কারো ভুল দিয়ে তার মানদন্ড হয় না, ভুল থেকে সে কেমন শিখেছে সে দন্ডেই সর্ব পর্যায়ের বিচার নির্ধারিত হয়।

হুম

কিন্তু কেউ কেউ ইচ্ছা করেই ভুল করে, ভুল পথে হাঁটে ।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: তাঁদের কথা আলাদা আবার পরিপূরকও অনেকটা তরমুজ থেকে তরমুজের বিচি বেছে খাওয়ার মতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.