![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
"বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে"
১৯৮৯ সালে চলচ্চিত্রটি মুক্তি লাভ করে। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যবসা সফল ছায়াছবি। মূল ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ এবং ইলিয়াস কাঞ্চন। ছবির একটি গান "বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে" বিপুল জনপ্রিয়তা লাভ করে। চলচ্চিত্রটি ভারতের পশ্চিমবঙ্গেও পুননির্মাণ করে মুক্তি দেওয়া হয়। মূল ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ এবং চিরঞ্জীত। চলচ্চিত্রটি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক বাণিজ্যসফল সিনেমা
ছোটবেলায় খুব দেখতাম অতো পিচ্চি ছিলাম তাও এই ছবি দেখার জন্য সারাদিন এন্টেনা ঘুরাতাম
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৯
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: আহা কি অনুভূতি
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৩
কেএসরথি বলেছেন: ছোটবেলায় দেখা এই সিনেমাটির কথা এখনও মনে আছে। কক্সবাজারে অন্জু ঘোষের শুটিং একবার চাক্ষুস দেখেছিলাম। তখন বয়স ১০-১১ হবে। আমি সহ আরো কতগুলো পুচ্চিকে উনি ডাব আনিয়ে খাইয়েছিলেন
