![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এলিয়ান না, তবে মাঝে মাঝে মনে হায় অন্য গ্রহ থেকে এসেছি.. ! :-) http://un-realized.blogspot.co.uk
আওয়ামীলীগ সরকার যে কয়টা শক্তিমান রষ্ট্রের সমর্থনে টিকে আছেন তাদের একটা আমেরিকা। সুতরাং যারা আওয়ামীলিগ করেন তারা আমার সাথে বলেন, গড সেইভ আমেরিকা।
বি, এন, পি কে যে কটা বিদেশী বন্ধু ক্ষমতায় দেখতে চেয়েছিলেন তাদের মধ্যে একটা আমেরিকা। আমেরিকা টিকলে বি, এন, পি আবার ক্ষমতার মুখ দেখতে পারেন। সুতরাং যারা বি, এন, পি সমর্থক করেন তারা আমার সাথে বলেন, গড সেইভ আমেরিকা।
কাদের মোল্লার ফাঁসি সহ যুদ্ধ অপরাধ বিচারের অন্যতম বিপক্ষের একটি সমর্থক আমেরিকা। সুতরাং যারা জামায়েত করেন তারা আমার সাথে বলেন, গড সেইভ আমেরিকা।
আমাদের স্বাধীনতার অন্যতম বিপক্ষের শক্তি ছিলেন আমারিকা। সুতরাং যারা এখনো মনের মাঝে পেয়ারা পাকিস্থান পুষেরেখেছেন তারা আমার সাথে বলেন, গড সেইভ আমেরিকা
আমেরিকা না থাকলে পুজিবাদ থাকবেনা, কমিনুষ্টদের ধান্ধা কমে যাবে, সুতরাং যারা বাম করেন তারা আমার সাথে বলেন, গড সেইভ আমেরিকা।
কমুনিষ্টদের দমন করে আমেরিকা, সুতরাং যারা ডান করেন তারা আমার সাথে বলেন, গড সেইভ আমেরিকা
মাইক্রোসফট, আপল, গুগুল, ওরাকল, ফেইসবুক, টুইটার, সব আমেরিকা থেকে পরিচালিত। যারা প্রযুক্তিপ্রেমিক তারা যদি আরো প্রযুক্তি চমক চান তাহলে আমার সাথে বলেন, গড সেইভ আমেরিকা
সকাল বিকাল আমেরিকা পরিদেবার স্বপ্নে বিভোর যারা, আমেরিকায় যদি না থাকে তাহলে কই যাবেন। আমার সাথে বলেন, গড সেইভ আমেরিকা
ডান বাম মধ্যম সবাই একসাথে বলুন, গড সেইভ আমেরিকা, প্লীজ।
ইতি আমেরিকার দালাল। !!!!!!!!!!!!
জাস্ট ফান, কিন্তু বিষয়টা অতিব বাস্তব।
৩০ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:০১
এলিয়ান বলেছেন: ভাই মজাটা কি? বাংলাদেশের মজাটা কি ভাই। একটু বলেন না । ছেকে দেখি।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
এলিয়ান বলেছেন: গড সেইভ আমেরিকা, প্লীজ
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: গড সেভ বাংলাদেশ।
আমেরিকার দালাল, ভারতের দালাল সকলেই বরুন- গড সেভ বাংলাদেশ।
বাংলাদেশে যে কত মধু আছে- যদি সবাই জানত- আমেরিকা আর ভারতরে পেদানি দিয়া বঙ্গেপসাগরে চুবাইয়া মরত