নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷
মানুষের নিজের সাথে দ্বিচারিতাটাও স্বচক্ষে দেখার সৌভাগ্য হল। নিজের দুর্বলতা স্বীকার করার সৎসাহস যদি মনের ভেতর না থাকে তাহলে ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হওয়ার সমূহ সম্ভাবনা। নিজের বিবেকের দংশন যদি আমাকে না পোড়ায় তাহলে আমি একজন পাথরমানুষ। আর এমন পাথরমানুষের দ্বারা অন্যের ক্ষতি করা একেবারে ডালভাত ব্যাপার।
জীবনে শেখার কোন শেষ নেই। আমিও কিছু জিনিস নতুন করে শিখছি। মানুষের মন নিয়ে আমার চিন্তা-ভাবনা অনেকদিনের। গবেষণা করার ইচ্ছে আছে। আবেগী মানুষেরা কেমন হয়? তারা কি আবেগের বশবর্তী হয়ে অবলীলায় নিজের চরম সর্বনাশ করতে পারে? নাকি তারা অন্যের ক্ষতি করে নিজের আবেগকে প্রশমিত করতে চায়? কিছু মানুষ মনের ইচ্ছার বিরুদ্ধে চলার ক্ষমতা রাখে। আর কেউ কেউ মনের টানে নিজের সুন্দর ভবিষ্যত জলাঞ্জলি দিয়ে অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যায়।
আমি আমার মনের আবেগকে সবসময় প্রাধান্য দেয়ার চেষ্টা করলেও কারো কোন ক্ষতির সাথে নিজেকে কখনও জড়ানোর চেষ্টা করিনি। তাই মনে হয় আমি জীবনে কোনদিন কোন বড় সংকট বা উত্তরণের উপায়হীন কোন বিপদে পড়িনি।
নিজের মনের আজগুবি খেয়ালে উল্টোপাল্টা প্রলাপ বকলাম। কারো জন্য বিরক্তিকর হয়ে থাকলে কষে মাইনাস দিতে পারেন।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কথা আর আমার দর্শন একেবারে এক। মানুষ যখন আবেগকে মন্দ কাজে না জড়াবে তখনই সেই আবেগ প্রশংসার্হ।
আপনাকে অশেষ ধন্যবাদ।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৬
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: তবে এত দুশ্চিন্তা কেনো?
আপনার আরও সব পোস্ট ছিলো আজ আর দেখছি না। সব কি ডিলিট করে ফেলেছেন? আপনি কি কোনো কারণে ক্ষুব্ধ?
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার এই লেখার অর্থ যদি ধরতে পারেন তাহলে এর উত্তরও আপনার কাছেই আছে।
আবারও আপনাকে ধন্যবাদ।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাই, ব্লগে কিছু হইছে?
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: না রে ভাই, কিছু নতুন জিনিস শিখছি। অভিজ্ঞতা সঞ্চয় করছি।
কেমন আছেন আপনি? আপনার শিষ্য বাদশা ভাইকে তো দেখছি না?
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৩
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: তাই বলে নিজের লেখা মুছে ফেলবেন? এসব মনে হয় ছেলেমানুষি। একটা সময় আমিও এমন ছিলাম। অভিমানের আসলে কোনো মানে নেই। যাইহোক নতুন পর্ব দিয়েছি। পড়েন আসেন সম্রাটভাই।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক সময় নিজের ক্ষতি করে অন্যকে সন্তুষ্ট করতে হয়। অনেকটা নিজের নাক কেটে...
আপনার নতুন পর্ব পড়িনি। এখন পড়ব।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি ভাল। তবে আপনি দেখি অভিজ্ঞতার ঠ্যালায় সব লিখা সরায় ফেলছেন।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ, প্রয়োজনে পুরনো ঘর ভেঙে নতুন ঘর তোলার মত আরকি। লেখা তো কোন বড় ফ্যাক্টর নয়, যে লেখা মানুষকে সন্তুষ্ট করতে পারে না তা থাকার চেয়ে না থাকাই ভাল।
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৬
নূর-ই-হাফসা বলেছেন: যাক ভাই ফিরে আসছেন ভালো করছেন ।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ, ফিরে এলাম। আপনাদের সাথে কেমন একটা বন্ধন রয়ে গেছে যেটাকে আর উপেক্ষা করতে পারলাম না।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: তার মানে বলতে চাচ্ছেন আপনার নাক মানে নিজের পোস্টগুলি কাটা মানে মোছাতেই তার সন্তুষ্টি। এমন মানুষকে সন্তুষ্ট করার কোনো মানে নেই।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: না না। তেমন কিছু নয়। এ ব্যাপারে কারো কোন হাত নেই। আসলে আমিই একটু সেন্টিমেন্টাল হয়ে গিয়ে বোকামিটা করেছি।
৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শিষ্য মনে হয় রাগ করছে। কয়েকদিন ধরে আর ওস্তাদ ওস্তাদ করেনা।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাই নাকি? শিষ্য কি সোফিয়ার বিরহে কাতর?
৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: হুমম ব্লগের মায়া বড় ঝামেলার ।
এতো আবেগ ভালো না ।
বাদশা ভাই হয়তো ব্যস্ত আছেন । আমার মন্তব্যের ও প্রতি উত্তর দিচ্ছেন না ।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কী করব বলুন? কেউ যদি না বুঝে আবেগ নিয়ে খেলা করে তাহলে তো কিছু প্রতিক্রিয়া দেখা যাবেই।
১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৯
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: বোকামীর কিছু নেই। আবার আনুন অথবা নতুন করে শুরু করুন। লেখালিখির অভ্যাসটা অনেকটা সুচিকিৎসার মত ব্যাপার যা অনেক হতাশা, ক্ষোভ, রাগ দূর করে।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ, ঠিক বলেছেন। আর সেজন্যই আবার নতুন করে শুরু করতে চেষ্টা করব। আপনাদের উৎসাহ পেলে আশা করি সফল হতে পারব!
আপনার জন্য স্পেশাল থ্যাংকস।
১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫০
মনিরা সুলতানা বলেছেন: এ লেখা ও বেষ্ট লেখাই হল মিঃবেস্ট
শুভ কামনা
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাঃ হাঃ হাঃ। আপনার মন্তব্যগুলো আসলেই টনিকের মত। নিমিষেই মন ভাল করে দেয়। অনেক ধন্যবাদ আপু।
১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৪
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: মানুষের মন নিয়ে গবেষণার প্ল্যান আমার আছে ভাই।তাই কষে ডাবল প্লাস দিয়ে দিলাম।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: যাক ভাই। কষে দিয়েছেন এতেই খুশি। সেটা প্লাস হল না মাইনাস হল তা নিয়ে মাথাব্যথা নেই।
অনেক অনেক ধন্যবাদ।
১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৪
আখেনাটেন বলেছেন: কবি ম্যাকবেল পাটোয়ারীর ভাষায়, '' দুনিয়া বড় আজিব জায়গা। তারচেয়েও বড় আজিব হচ্ছে মানুষের মনডা। বাইম মাছের মতোই পিছলা।''
আমি অবশ্য বাইম মাছের সাথে উদারহরণটা কিছুতেই মাথায় বুঝে উঠতে পারি নি।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মনের হদিশ পাওয়া আসলেই কঠিন। বাইম মাছটা হয়ত রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে।
ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।
১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাই, আমার শিষ্যের মন নিয়া একটু গবেষণা করেন তো। বেচারার কি হইল!
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বেচারা কি এসএসসি পরীক্ষা নিয়ে ব্যস্ত?
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাদশা মিয়াকে তো ব্লগে দেখছি না। আপনার খবর কী। পরীক্ষা কবে? আপনি কি মেডিক্যালের ছাত্র?
১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৮
মিথী_মারজান বলেছেন: কবিতার বদলে গদ্য দেখে একটু অবাক হয়েই পড়তে শুরু করলাম।
এখন তো দেখছি অভিমানের ছায়া।
পোস্ট ও নাকি সরিয়ে ফেলেছেন।
ভাইয়া,
ভুলে গেলে চলবে না এটা একটা ভার্চুয়াল জগৎ।
অচেনা মুখগুলোর ভীড়ে যেমন খুব ভাল কিছু বন্ধু পাবেন ঠিক তেমনি মুখোশের আড়ালে থাকা কিছু রহস্যময় শত্রুও পাবেন।
তবে আমার সাজেশন হল, ঘাটাঘাটি না করে ইগনোর করুন এদের।
আপনার লেখা হল আপনার সৃষ্টি।
আপনার ব্লগ হল সেগুলের ঠিকানা।
যে পছন্দ করবেনা, সে ইগনোর করবে। তার জন্য আপনার সৃষ্টি কেন ঠিকানা ছাড়া উদ্বাস্তু হবে?
কার সাথে কি হয়েছে, কেন হয়েছে কিছুই না জেনে আপনাকে অনেক কথা বলে ফেললাম ভাইয়া।
আপনার লেখা পড়তাম, অন্যদের ব্লগে মন্তব্য দেখেছি, ভাললেগেছে আর সেজন্যই এভাবে বললাম।
ভুল বা অপ্রাসঙ্গিক বলে থাকলে দু:খিত এবং ক্ষমা সুন্দর চোখে দেখবেন আশাকরি।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: না, না। কী যে বলেন আপনি! আপনার দুঃখ প্রকাশ করার কিছুই নেই এখানে। বরং খুশি লাগছে এই ভেবে যে এখানে আমার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা অনেক বেশী। আসলে কী বলব! আমি নিজেই বুঝতে পারছি না কেন এমন করলাম! আপনার মন্তব্যে ও আন্তরিকতায় যারপরনাই কৃতজ্ঞ বোধ করছি। আপনাদের মত শুভাকাঙ্ক্ষী পেলে আর কিছু চাইবার নেই।
আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনায়। অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।
১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০১
নূর-ই-হাফসা বলেছেন: এবার একটা বিরহের কবিতা লিখে ফেলুন । আপনার লেখা চোর রা নিশ্চিত আপনাকে মিস করছে ।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিরহের কবিতা লিখলে তো আপনিই অখুশি হবেন!
১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তার কি হইছে সেটা বের করার দায়িত্ব আপনের। না, মেডিক্যাল না। এরকম মনে হওয়ার কারণ?
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কোন কারণ নেই। বিভিন্ন পোস্টে আপনার মন্তব্য পড়ে ধারণা হয়েছিল আরকি।
১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমার শিষ্য!
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার শিষ্য কোথায় গেল? আমার মনে হয় ও আপনাকে ঘোল খাওয়াচ্ছে। ও সবাইকেই ওস্তাদ বলে সম্বোধন করে।
১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১২
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই কোনো ভার্সিটিতে টিচার হয়তো । সিউর না । সামু পাগলা তে মনে হয় দেখেছিলাম
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এত কম বয়সে ভার্সিটির টিচার! আমার তো বিশ্বাস হচ্ছে না।
২০| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা ,ও সবাইকেই ওস্তাদ বলে। কিন্তু আমার কাছে তার ওস্তাদ-শিষ্য জিনিসটা মজা লাগছিল।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাদশা মিয়া আসলেই মজার মানুষ। প্রোপিকের ছবিটা দেখলেই আমার হাসি আসে। মন্তব্যগুলোও মজার। এখন কোথায় আছে কে জানে?
২১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৪
নূর-ই-হাফসা বলেছেন: ভাই আমি নিজেও তো বিরহ নিয়ে লিখি । আপনার ইচ্ছে হলে আপনি লিখবেন ।
আমার যদিও ভৌতিক গল্প বেশি ভালো লাগে । আমি তুমি আমরার সব পিশাচ গল্প তাই পড়া শেষ ।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভৌতিক গল্প আর হরর মুভিগুলো আসলেই মজার, আমার পছন্দেরও। ভৌতিক গল্প পড়লে প্রথমেই আপনাকে ড্রাকুলা পড়তে হবে। হিন্দি রাজ ছবি দেখেছেন কিনা জানিনা। আমি মিনিমাম দশবার দেখেছি।
২২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ধুর, ভার্সিটির টিচার!! স্টুডেন্ট। মাস্টার না আমি।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিকই আছে। আমিও কোন পোস্টের মন্তব্যে হয়ত এমনই শুনেছিলাম।
২৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২০
নূর-ই-হাফসা বলেছেন: তাহলে কেউ কি মজা করে লিখলো । নাকি আমার চোখে সমস্যা ।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কতজনে আন্দাজের উপর কতকিছু লিখে! আপনাকে বুড়িই বলে অনেকে।
২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি অনেকদিন ধরে চাইতাছি একটা হরর লিখতে যেটা নাকি পড়ুয়াকে মানসিক চাপ দিতে পারবে। কিন্তু আজ পর্যন্ত পারি নাই
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নিজে আয়নার সামনে দাঁড়িয়ে যান, তারপর যা চোখের সামনে দেখতে পাবেন তা গভীরভাবে পর্যবেক্ষণ করে লিখে ফেললেই হরর হয়ে যাবে।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মজা করেছি ভাই। সিরিয়াসলি নেবেন না।
২৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৬
ওমেরা বলেছেন: আল্লাহ মানুষকে দেখার জন্য চোখ দিয়েছেন দুটি, বলার জন্য মুখ দিয়েছেন একটি । তাই দেখি বেশী বলি কম ।
ভাইয়া, যে নদীতে স্রোত বেশী সেই নদীতেই নাকি চর জাগে বেশী। অভিযোগ তো তুলে নেয়াই হয়েছিল এতটা অভিমান না করলেও পারতেন ।
ফিরে আসার জন্য ধন্যবাদ ভাইয়া ।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৪
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই তাড়াতাড়ি লিখে ফেলুন । আগে ভাইয়া আমাকে বলতো ও নাকি স্বপ্নে জ্বিনের সাথে দেখা করে । জ্বিন কি কি বলেছেন সব ঘুম থেকে উঠে জানাতো । আমার না তখন সব বিশ্বাস হতো ।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: জ্বিনের সাথে কথা বলা কোন অবিশ্বাস্য ব্যাপার নয় বলেই জানি। তবে আপনার ভাইয়ার ব্যাপারটা কতটুকু সত্যি সেটা আমি বলতে পারব না। হয়তো আপনাকে বোকা বানিয়েছে।
২৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫
কুঁড়ের_বাদশা বলেছেন: মেয়াবাই কুঁড়ের বাদশা হাজির
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে আপনি এ কয়দিন কোথায় ছিলেন? আপনার ওস্তাদ অয়ন ভাই আপনাকে কুপি নিয়ে তালাশ করছে।
২৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৩
কুঁড়ের_বাদশা বলেছেন: এখন একটু দেশের বাহিরে আছি। আগামী সপ্তাহে দেশে ফিরব।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সোফিয়াকে অনুসরণ করে কোথায় পৌঁছুলেন ভাই?
২৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শিষ্য, সেইদিন আমি তোমাকে এই বিষয়েই সাবধান করেছিলাম। তোমাকে বলার পর থেকে আমি নিজেও সাবধানে থাকি এখন।
গুপন খবর এখনই ফাঁস না করে সময়মত আর জায়গামত ফাঁস করলে বেশি কার্যকর হবে।
৩০| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৯
জাহিদ অনিক বলেছেন:
কষে মাইনাস দিতে গিয়ে কষে প্লাস দিলাম !!!!!!!!!
কেন দিলাম ! কেন দিলাম !
০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মাইনাস দিতে গিয়ে প্লাস দিয়ে ফেললেন? যাক কষে দিয়েছেন এতেই খুশি।
৩১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমিও বুঝালাম না। কি এমন জিনিস ছিল যেটা ঘটনার ট্রিগার হিসেবে কাজ করল! সাদাসিধে কমেন্ট চলছিল!
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: উত্তরটা পড়েছিলেন?
৩২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: পোষ্টের আগা-মাথা কিছু বুলাম না। কারো সাথে কি কোন ঝামেলা হয়েছে?
০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: না ভাই। কোন ঝামেলা নেই। সব শেষ। এখন শুধু নিজের পথে নিজে চলা।
৩৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি ঠিক কইছেন। এখন থেকে গা বাচাইয়া ব্লগিং হোক আমাদের উদ্দেশ্য।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সহমত।
৩৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১
ধ্রুবক আলো বলেছেন: জীবনে অনেক কিছুই সহ্য করতে হয়, মেনে নিতে হয়।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: জ্বি ভাই। ব্লগের ব্যাপারে ধারণা একটু কম থাকায় এই অবস্থা। আপনাকে অশেষ ধন্যবাদ।
৩৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২
নূর-ই-হাফসা বলেছেন: ভুল কিন্তু আবার হচ্ছে ।
সবাই ভালো ভাবে ব্লগিং করুন । শুভকামনা রইলো ।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আর নয়। এ ব্যাপারে আমি আর কিছুই বলব না। আপনার জন্যও শুভকামনা।
৩৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩
শিখা রহমান বলেছেন: লেখাটা কিন্তু কিছু না ভেবেই পড়েছি আর ভালোও লেগেছে। অন্যদের মন্তব্য দেখে একটু চিন্তিত হলাম। আশাকরি সব ঠিক আছে বা হয়ে যাবে। মনে হচ্ছে আপনি আবেগী আর অভিমানী। অবশ্য কবিদের আর সম্রাটদের তেমনটাই হওয়ার কথা।
আর সারাজীবন মস্তিষ্কের চেয়ে হৃদয়ের কথাই শুনে চলেছি যতোক্ষণ না ন্যায়-অন্যায়ের হিসেব সামনে এসেছে। তাই বলছি আপনি যেমনটা তেমনই ঠিক আছেন। মনে রাখবেন আপনি সম্রাট!!
শুভকামনা। ভাল থাকবেন।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাদের আন্তরিকতা আর সৌহার্দ্যই আমার সবচেয়ে বড় পুঁজি। আপনারা পাশে থাকলে আবারও ঘুরে দাঁড়াব ইনশাআল্লাহ।
আপনার আন্তরিকতাপূর্ণ মন্তব্যে প্রেরণা পেলাম। শুভকামনা সবসময়। ভাল থাকবেন।
৩৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মাইনাস না ভাই, প্লাস দিয়ে গেলাম।
অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ভাই। মনের খেয়ালে হলেও মনের কথাগুলো অবলিলায় বলে আমাদের জন্য শিক্ষণীয় করে তুলেছেন পোষ্টটি।
বিবেক আদালতকে বড় আদালত ভেবে রায় মেনে চলতে পারলে জীবনবোধ উপভোগ্য হয়।
গ্রেট মনের গ্রেট শেয়ার ভাই
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকেও সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।
৩৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫০
সুমন কর বলেছেন: ব্যক্তিগত হলে কিছু বলার অধিকার নেই। ব্লগে কিছু হলে শেয়ার করতে পারেন।
মানুষের মন বিচিত্র। প্রতি নিয়ত পরিবর্তিত হয়। গবেষণা করার কিছু নেই।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কিছু নয় সুমনদা। মনের খেয়াল। আপনার জন্য শুভকামনা।
৩৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮
জুন বলেছেন: প্লাসই দিয়ে গেলাম ।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার জন্য মন থেকে প্লাস। ভাল থাকবেন আপু।
৪০| ১০ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:১৪
ফেরদৌসা রুহী বলেছেন: বিবেক সেই কবেই মরে ভুত হয়ে গেছে।
এখন মানুষের কথায় আর কাজে মিল নাই।
১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: একদম সঠিক কথা বলেছেন আপু। মানুষের চরিত্র এখন ধাঁধার প্যাঁচ হয়ে গেছে।
৪১| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২
নূর-ই-হাফসা বলেছেন: নতুন কবিতা লিখুন ।
১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা লিখতে গিয়ে যদি কলম থেকে অন্য কিছু বের হয়ে আসে?
১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ওকে। চেষ্টা করব।
৪২| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৬
নূর-ই-হাফসা বলেছেন: লাল কলম ?
বিরহের কবিতা লিখুন । চোরদের জন্যে ভালো ।
কবিদের তো মাথায় কবিতা অনেক আসার কথা । কাল থেকে যে হারে বৃষ্টি হচ্ছে ।
ভাইবেশি আবেগ ভালো না । আপনি যদি ভার্সিটিতে অথবা কলেজে পড়ুয়া হোন , তাহলে স্বাভাবিক ।
১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এমন দিনে তো বিরহের কবিতা হুড়মুড়িয়ে আসার কথা কিন্তু আগ্রহটাই হচ্ছে না। মনের একটা অংশ মনে হচ্ছে মরে গেছে। দেখি চেষ্টা করে আবার তা সজীব করা যায় কিনা। আপনার তো আবার বিরহের কবিতা পছন্দ নয়। শুধু চোরদের খুশি করার জন্য লিখে কী লাভ?
৪৩| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৫
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা হাসালেন ভাই । ব্লগ কারো ব্যাক্তিগত পছন্দের জন্যে লেখা হয়না । ব্লগ সবার জন্য কিংবা নিজের জন্য ।
আপনি আমার ছোট ভাই । আপনার এই ছেলেমানুষি মজার লাগলো ।
১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ছোট দেখেই তো বড়দের মন বোঝা খুব কঠিন। ছোট ভাই হিসেবে স্বীকার করেছেন দেখে ভাল লাগল। বয়স তো আর কারো জন্য কোনকিছুর মাপকাঠি নয়। অনেকেই ভুল বুঝে অনেক কিছু মীন করে নেয়। মানুষের ধারণা একজন ছেলে আর মেয়ের সম্পর্ক শুধু একধরনেরই হতে পারে। অথচ তাদের মধ্যে যে আরও সম্পর্ক যেমন- ভাই, বন্ধু অভিভাবক ইত্যাদিও হতে পারে তা অনেকেরই বোধশক্তির বাইরে।
৪৪| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৩
অন্তরন্তর বলেছেন: পোস্টগুলো পারলে ফিরিয়ে আনুন। আপনি লিখুন আপনার আনন্দে। ব্লগে অনেক কিছু ইগ্নর করতে হয়। এখন আমি যতটুকু বুঝি বল্গ সম্বন্ধে তা ৮/৯ বছর আগে বুঝতাম না তাই আপনার অভিমানি বা আবেগি হবার কারন বুঝতে পারছি। সব ঝেড়ে ফেলে আবার শুরু করুন আপনার সুন্দর লিখা। শুভেচ্ছা নিরন্তর।
১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আন্তরিকতাপূর্ণ মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে ব্লগের এসব ব্যাপারে কিছুই জানতাম না। এখন আস্তে আস্তে শিখতে পারছি। আপনাদের ভালোবাসা পেলে আবারও ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবার চেষ্টা করব।
৪৫| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩০
নূর-ই-হাফসা বলেছেন: হুমম ভালো বলেছেন । আমার ছোট ভাই বোন সবসময় ভালো লাগে । আমার এক প্রিয় কাজিন আছে ও আমার ৯ বছরের ছোট । ও আমার ভীষন প্রিয় । তাই বলছি ভাই বড় দিদির উপর মন খারাপ ঝেড়ে ফেলুন ।
১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাহলে আপনি আগের মতই আমার অভিভাবক কাম বন্ধু হিসেবে উপদেশ দেবেন আর আমি তা পালন করার জন্য চেষ্টা করব। কিন্তু বেশি শাসন করতে যাবেন না। তাতে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে।
৪৬| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা ওকে ভাই । কিছু বলবো না ।
আপনি কয়েক বছর পর ঠিক বদলে যাবেন । সময় মানুষ কে বড় করে তুলে । ভার্সিটির গন্ডি পেরুলেই কোনটি ঠিক বেঠিক বুঝতে পারবেন । অন্তত অযথা তর্কে যাবেন না ।
আপনার যা ইচ্ছে লিখুন । অন্য কে দেখানোর জন্য না । সেই লিখা হোক একান্তই আপনার ।
১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তথাস্তু বুড়ি আপু।
৪৭| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩
নূর-ই-হাফসা বলেছেন: বুড়ি আপু ডাক টা মন্দ না । ধন্যবাদ ।
১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বুড়ি আপু। বুড়ি আপু। বুড়ি আপু।
৪৮| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৯
খায়রুল আহসান বলেছেন: আমার মনে হচ্ছিল, আপনার লেখা আগেও পড়েছি, মন্তব্যও করেছি। আজ এখানে আপনার মাত্র তিনটে পোস্ট দেখে অবাক হ'লাম, যার একটাতেও আমার মন্তব্য নেই। কি কারণে লেখাগুলোকে সরিয়ে ফেলেছেন, তা জানিনা। তবে ভাল হোক, মন্দ হোক, লেখাগুলো আপনারই সম্পদ। সেগুলোকে সংরক্ষণ করুন। আর লেখাগুলোর মন্তব্যের সাথে জড়িয়ে আছে অনেক পাঠকের ভাল লাগা, ভালবাসা। তাই...
মিথী_মারজান বলেছেন:
ভাইয়া,
ভুলে গেলে চলবে না এটা একটা ভার্চুয়াল জগৎ।
অচেনা মুখগুলোর ভীড়ে যেমন খুব ভাল কিছু বন্ধু পাবেন ঠিক তেমনি মুখোশের আড়ালে থাকা কিছু রহস্যময় শত্রুও পাবেন। - কথাটা মনে রাখবেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক অনেক ধন্যবাদ খায়রুল আহসান ভাই! মূল্যবান মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২০
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আবেগ ছাড়া জীবনে চলা কঠিন। আবেগ আছে এবং থাকবেই। শুধু নেতিবাচক আবেগগুলো যা অন্যের ক্ষতি করে তা থেকে বিরত থাকলে এই পৃথিবীটা সুন্দর করে তোলা হয়তো অনেকাংশেই সম্ভব।