নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷
তোমার দুঃখকে আমার যন্ত্রণার সাথে তুলনা করতে যেও না
তোমার দুঃখ যদি সাত মহাসাগরের জল হয়
আমার যন্ত্রণা তাহলে সেই জলের আধার
ধারণ করে আছি তোমার সবটুকু দুঃখ
আমার ভেতর অনন্তকাল ধরে!
তোমার অসহায়ত্ব আমার অপারগতার চেয়ে
কোনমতেই অধিক নয়;
তুমি তো দুঃখের সাথে মিতালি করে
নিজেকে তার সাথে মানিয়ে নিয়েছ,
আমার অপারগতা তো আমার দুঃখকে
প্রকাশ করারও অনুমতি দিচ্ছে না
বুকের ভেতর চেপে বসে আছে জগদ্দল পাথরের মত।
তোমার মুখের ক্লিষ্ট হাসি দেখে
ভেতরের ক্ষরণ আঁচ করা যায়,
আমার তো সে উপায়ও নেই;
আমার দুঃখকে বোধগম্য করার জন্য
স্বয়ং দুঃখকে নতুন কোন শব্দ আর অর্থ নিয়ে
নতুন করে অভিধানে ঠাঁই নিতে হবে।
দুঃখকে অবলম্বন করে বেঁচে থাকো,
হয়ত কোনদিন তোমাকে সে ঘৃণা করে
ছেড়ে চলে যাবে;
আমার যে সেটাও হবার নয়,
কারণ দুঃখের জন্মই যে হয়েছে আমাকে উদ্দেশ্য করে
যা আমার থেকে কখনও আলাদা হবার নয়।
ছবিঃ গুগল।
১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: যেমন আপনি চলছেন। অসংখ্য ভুল বানানে একের পর এক পোস্ট লিখছেন আর অন্যদের পোস্টে নেতিবাচক মন্তব্য করে ধাতানি খেয়ে যাচ্ছেন।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " যেমন আপনি চলছেন। অসংখ্য ভুল বানানে একের পর এক পোস্ট লিখছেন আর অন্যদের পোস্টে নেতিবাচক মন্তব্য করে ধাতানি খেয়ে যাচ্ছেন। "
-আমাকে অনুসরণ করছেন নাকি? বাংলা ভাষায় দাঁড়ি, কমা আসলেই আছে!
১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চাঁদগাজী বলেছেন: -আমাকে অনুসরণ করছেন নাকি? বাংলা ভাষায় দাঁড়ি, কমা আসলেই আছে!
তাই নাকি! জানতাম না তো! আসলে আমি মনে করতাম বাংলা ভাষায় বিশেষ করে কবিতায় দাঁড়ি, কমা'র চেয়ে শুদ্ধ বানানের গুরুত্বই বেশী। এখন দেখছি আমার জানায় ভুল ছিল!
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
মনিরা সুলতানা বলেছেন: আসলেই যন্ত্রণার তুল্য কিছুই নেই !!!!
১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: যন্ত্রণাটা কিন্তু একার নয় আপু।
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
চাঁদগাজী বলেছেন:
অবশ্য প্রিয়তমার কাছে লিখলে মেইলট্রেনের মত হয়ে যায় ভাষা, লোক্যাল ষ্টেশনের দরকার নেই, কমলাপুরেই থামলেই চলবে!
১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ওক্যুলাস পর্যন্তও যেতে পারে। আপনার যদি আপত্তি থাকে আপনি সামনে দাঁড়িয়ে আটকানোর চেষ্টা করতে পারেন।
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
নূর-ই-হাফসা বলেছেন: দুঃখের কবিতা বেশ ভালো হয়েছে ।
১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ বুড়ি আপু। স্টকে থাকলে আপনি একটা সুখময় কবিতা দিয়ে দিন। পড়ে মনটা ভাল হয়ে যাক।
৬| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
আসলে এটা কবিতা হয়নি, কিছু কথা, কিছু লাইন
১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: না কবিতা হয়নি। শুধু কিছু কথা, কিছু লাইন হয়েছে। এখন এটার নাম আপনিই ঠিক করে দিন।
৭| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০০
নূর-ই-হাফসা বলেছেন: আমি এখোন আর কবিতা লিখি না । আপনারা কবিরা লিখুন ।
১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নতুন করে লিখতে হবে কেন, পুরনো কোন কবিতা কি নেই?
৮| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৭
নূর-ই-হাফসা বলেছেন: পুরানো তো অনেক আছে যা স্কুল জীবনে লেখা , যা বাচ্চা সুলভ সহজ শব্দ কথা । ঐগুলো ব্লগেই সব আছে ।
১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাহলে কবিতা বাদ। আসলে এসব কবিতা-টবিতা এখন আর কেউ পছন্দ করে না। আপনি দু'একটা ছোট গল্প লিখতে পারেন। আপনার গল্পগুলো ভালই হয়। সবগুলিতেই মধুরেণ সমাপয়েৎ।
৯| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১২
চাঁদগাজী বলেছেন:
আপনি যেই ভাষায় কবিতা লিখছেন, সেটার নিয়ম আছে, বিরতি চিহ্ন আছে; আপনার কবিতায় ভাষার নিয়ম অনুসরণ করা হয়নি।
১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে, আমি তো কবিতা নাম দেইনি। আপনিই তো বললেন এটা কবিতা হয়নি। তাহলে কী হয়েছে সেটা বলুন।
১০| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মাইরালাইচে
১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কে মারল ভাই?
১১| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২০
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " আরে, আমি তো কবিতা নাম দেইনি। আপনিই তো বললেন এটা কবিতা হয়নি। তাহলে কী হয়েছে সেটা বলুন। "
-সেইক্ষেত্রে বলা যেতেপারে, আবোল তাবোল কবিতা
১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চাঁদগাজী বলেছেন: -সেইক্ষেত্রে বলা যেতেপারে, আবোল তাবোল কবিতা
সেই তো থোড়বড়িখাড়া আর খাড়াবড়িথোড়ই হল। কবিতা না আবার কবিতাও!
১২| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গাজী আংকেল আর আপনি।
১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: গাজী আংকেল এখন আর কাউকে মারেন না। একসময় পাকি পশুগুলোকে মেরেছেন, সেজন্য তাঁকে অভিনন্দন! বর্তমানে তিনি আমাদেরকে কবিতা লেখার নিয়ম-কানুন শিক্ষা দিচ্ছেন।
১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
স্যরি, মন খারাপ করবেন না, লিখে যান; আমি আগে লক্ষ্য করিনিযে, ব্লগে এটাই আপনার ১ম কবিতা; মন খারাপ না করে লিখে যান। কোন কোন সময় আমি অনেক কিছু ঠিক মতো ভাবি না, স্যরি!
১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার স্মরণশক্তিও কি লিলিপুটিয়ান আর পিগমীর কাতারে চলে গেল? আপনি এর আগে আমার বেশ কয়েকটি কবিতায় আর পোস্টে মন্তব্য করেছেন। যদিও সেগুলো আর এখন খুঁজে পাবেন না।
১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৮
আহমেদ জী এস বলেছেন: সম্রাট ইজ বেস্ট ,
সহজ সরল বাক্যে লেখা হলেও ভাবছি, কার দুঃখটা বেশি ? আমার না তার ?
১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার আর তার নয় বরং আমার আর তার।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩১
নূর-ই-হাফসা বলেছেন: ছোট ভাই আপনাদের বিরহের একটা গল্প লিখে পোষ্ট করুন ।
১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমাদের বলতে কার কার? বিরহ তো হয় আরেকজনের জন্য অপেক্ষায়। আমার তেমন কেউ নেই! আর বিরহী হওয়ার ইচ্ছেও নেই। এ যুগে বিরহী লোক কম পাবেন। বেশিরভাগই আরেকজনের জন্য অপেক্ষা না করে নিজের পথ নিজেই বেছে নেয়।
১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৮
নূর-ই-হাফসা বলেছেন: কবিতা পড়ে তো তাই মনে হল । ঠিক আছে ভাই ।
১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা কি সবার আসল অবস্থার পরিচায়ক? আমি বিরহের কবিতা লিখলেই কি আমি বিরহে ভুগছি? আমি তো সুখের কবিতাও লিখেছিলাম। মনে আছে? আপনিও তো অনেক কবিতায় বিরহ ফুটিয়ে তুলেছিলেন, তাহলে কি মনে করব আপনিও বিরহে আছেন? আসলে ব্লগে অনেকেই অনেক কিছু লিখে তাই বলে সেটাই তার বর্তমানকে রিপ্রেজেন্ট করে না।
যাকগে, আপনার গল্পগুলো কিন্তু চমৎকার হয়। আমি আপনার গল্পের ভক্ত। নতুন করে দু'একটা কি লেখা যায়?
১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সম্রাট ভাই ও ছোট ভাই!
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে আমরা তো আগে থেকেই যুগলবন্দী হয়ে আছি। আপনাকে আর আমাকে কিন্তু অনেক আগে থেকেই ছোট বলে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। এতদিনে হয়ত কোন প্রমাণও হাতে এসে গেছে।
১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: জি অয়ন ভাই । বাদশা আপনি আর সম্রাট
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাঃ হাঃ হাঃ। বাদশা ভাই তো আরও ছোট। ব্লগে তার চেয়ে ছোট আর কেউ নেই। তা বাদশা ভাই কোথায় গেল?
১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আবারো মাইরালাইচে
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: একদিনে আর কতবার মরবেন ভাই? তারচেয়ে মরার চিন্তা বাদ দিয়ে দু'একটা ভৌতিক গল্প শোনান তো।
২০| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৭
নূর-ই-হাফসা বলেছেন: আমি মজা করে বলিনি । সিরিয়াসলি বললাম । অয়ন ভাই তো প্রমানিত । বাদশা ভাই আর আপনার টা সঠিক জানিনা । কথা শুনে মনে হল বাচ্চাই হবেন ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: যেমন বাদশা ভাই এসএসসি পরীক্ষার্থী? আর আমার ব্যাপারটা কীভাবে আন্দাজ করলেন?
২১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এক দেশে ছিল এক ভূত, তার নাম সম্রাট। সে আবার নিজেকে বেস্ট বলে। তাই পুরা নাম হল সম্রাট ইজ বেস্ট। আরেক দেশে ছিল এক পেত্নি। তার নাম হাফসা। সে দাবী করে তার থেকে নাকি নূর মানে আলো বের হয়। তাই তার পুরা নাম হল হাফসার আলো মানে নূর-ই-হাফসা। একদিন হল কি....
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমাকে ভূত বললে আমি রাগ করব না কিন্তু বুড়ি আপুকে পেত্নি বললে কিন্তু আপনার ঘাড় মটকে দেবে।
২২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৩
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা আমার কাজিন আমাকে পেত্নী বলে খেপায় । যদিও এখন খারাপ লাগে না শুনতে ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাহলে আপনাকে কি আজ থেকে বুড়ি পেত্নি বলে ডাকব?
২৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ঘাড় মটকাইলে আবারো মাইরালাইচে আজকে তাইলে।
২৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৫
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাই আপনার ছেলেমানুষি প্রমান করে আপনি বাচ্চা । আপনি ও ভার্সিটিতে পড়েন ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: শুধু কম বয়েসীরাই ছেলেমানুষী করে? অনেক সময় বড়দের মধ্যেও ছেলেমানুষী দেখা যায়। আমি যে একজন বেশি বয়সী বা বুড়ো নই তা বুঝবেন কীভাবে?
২৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২০
নূর-ই-হাফসা বলেছেন: না ।
অয়ন ভাই আর কতো বার মাইরালাইচে বলবেন?
২৬| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৩
নূর-ই-হাফসা বলেছেন: এতো জটিল করে বলছেন কেন ।
আমি ঠিক জানি না । তবে আপনি আমার ছোট ই হবেন ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ছোটভাই হিসেবে স্বীকৃতি দিয়েছেন যখন তখন আর বয়স নিয়ে চিন্তা করে কী লাভ? আপনি আমার বুড়ি আপুই থাকবেন।
২৭| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: যার বয়স যাই হোক, আমি পিএসসি দেই আর অন্যকেও সসচ দিক বা কারো নাতি-নাতনি থাকুক। বাদ দেন এখন এ টপিক।
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক আছে অয়ন ভাই। মেয়েদেরকে যেমন বয়স জিজ্ঞেস করতে নেই তেমনি ব্লগে কারো পরিচয় জিজ্ঞেস করতে নেই।
২৮| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৯
নূর-ই-হাফসা বলেছেন: ওকে বাচ্চা ভাই । ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তবে তাই হোক বুড়ি আপুনি। আর আমি আপনাকে গল্পের কথা বললেই এড়িয়ে যাচ্ছেন কেন? আমি কি আপনার সাথে ঠাট্টা করছি?
২৯| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩১
নূর-ই-হাফসা বলেছেন: আমি আর চানাচুর আপু এতো আশা করলাম১৯ ডিসেম্বর কিছু হবে বুঝি । আগে নাকি অনেক বার হয়েছে ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ১৯শে ডিসেম্বর কী হয়?
৩০| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন: দুঃখ নিয়ে লেখা কবিতা পড়ে খানিক দঃখ পেলাম !!!
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মাত্র খানিক দুঃখ পেলেন? আমি তো প্রথমবার পড়ার পর সেরকম দুঃখ পেয়েছিলাম!
৩১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সবাই কবিতা পড়ছে! আমি এখনো পড়িই নাই। এ জন্য একটু দুঃখ পাই তাইলে।
৩২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নূরাফা, হইলে যাইতেন?
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বুঝলাম না। ১৯শে ডিসেম্বর কী?
৩৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪১
নূর-ই-হাফসা বলেছেন: মজার আয়োজন থাকলে যাওয়ার মুটামুটি ইচ্ছে ছিল । এই ধরনের প্রোগ্রাম এ আমার যাওয়া হয়নি কখনো ।
৩৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৫
কুঁড়ের_বাদশা বলেছেন: . কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালবাসার ময়না পাখি এখন জানি কার?
মেয়াবাই,একি খালি দুঃখ ! ভালোবাসার মানুষের সাথে ঝামেলা লাগছেনি ক্যান?
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাদশা ভাই মাঝেমধ্যে হঠাৎ করে দেখা দিয়েই আবার কোথায় চলে যান? ভালবাসার মানুষের সাথে এখনও কোন ঝামেলা হয়নি। ভবিষ্যতের কথা কে বলতে পারে?
৩৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবস।
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: জানা ছিল না।
৩৬| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: ১৯ ডিসেম্বর ব্লগ দিবস । ১২ বছর পূর্তি
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: জানা ছিল না। ধন্যবাদ।
৩৭| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫২
কুঁড়ের_বাদশা বলেছেন: সামনে এস এস সি পরীক্ষার জন্য একটু ব্যস্ত আছি । তয়, আপনাদের লাগে আছি ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে আপনি তো সোফিয়ার জন্য এ বছর পরীক্ষা ক্যানসেল করেছিলেন! তাহলে কি সোফিয়া আপনাকে ফাঁকি দিয়েছে?
৩৮| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৪
নূর-ই-হাফসা বলেছেন: যাক বাদশা ভাই আপনি তাহলে পরীক্ষা দিচ্ছেন ।
৩৯| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৬
কুঁড়ের_বাদশা বলেছেন: সোফিয়াকে আমি বুঝি না ; এখন ভাবছি পরীক্ষা দিবো, কি দিবো না ।।
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেন ভাই, সোফিয়াকে বোঝেন না কেন?
৪০| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৮
নূর-ই-হাফসা বলেছেন: সোফিয়া কে বুঝতে হবে না । পরীক্ষা দিন
৪১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০০
কুঁড়ের_বাদশা বলেছেন:
ভালোবাসা ভাল না..... খালি জ্বালা।
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে আপনি আবার জ্বালায় পড়লেন কীভাবে? যাক ভাই, ভালোবাসার চিন্তা মাথা থেকে দূর করে এখন পরীক্ষার চিন্তা করুন।
৪২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শিষ্য, কয়টা মুরিদ বাগে আনলা নতুন?
৪৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৫
কুঁড়ের_বাদশা বলেছেন: কেন আমি কুঁড়ের বাদশা বলে কি ; আমার মন বলে কিছু নেই, নাকি?
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: না না, থাকবে না কেন? আপনার জন্য কুঁড়েনি তো একজন লাগবেই।
৪৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৭
কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ, আপুন কেমন আছেন? আপনার প্রোফাইল পিক আর ঝান্ডু বামের প্রোফাইল কি এক ! যদিও একারণে আপনাকে আমার ডর লাগে ।
৪৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৯
কুঁড়ের_বাদশা বলেছেন: নূর-ই-হাফসা আফা
আপনি কিসের ডাক্তার? আচ্ছা, আমাকে একটু মনের ব্যথার ঔষধ কি তা লিখে দিবেন? আমার মনে বড় ব্যথা ।
৪৬| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ওস্তাদরে না ডরাইলে কি মুরিদরে ডরাইবা?
৪৭| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১১
কুঁড়ের_বাদশা বলেছেন: ভাবছি এবার দেশে ফিরে; ৬ নাম্বার গাড়ীতে যাওয়া আসা করা গামেন্টসের কোন ছেরিকে দেখে একটা গান ধরবো ।। অনন্ত প্রেমে তুমি দাও আমাকে ।
৪৮| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৮
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাই । পুরাতন একটা গল্প খুঁজে পেয়েছি ।
http://www.somewhereinblog.net/blog/hafsablog/28956924
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: গল্প পড়লাম। মাত্র দুই পর্ব কেন? আর কই? গল্পটা তো অসমাপ্ত রয়ে গেল।
৪৯| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৪
নূর-ই-হাফসা বলেছেন: ৬ নাম্বার বাস কি কমলাপুর মালিবাগ বনানী যায় ঐটা ?
৫০| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই বাসটা আমার কাছে মজার লাগে পীরজংগির মাজার লেখা থাকার কারণে।
৫১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৮
নূর-ই-হাফসা বলেছেন: গল্প অসমাপ্ত না । শাহেদ কে নায়িকা বিয়ে করবে । ঐটার গল্প বানাতে পারিনি ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তো এখন বানিয়ে ফেলুন। শাহেদের সাথে বিয়ের অপেক্ষায় রইলাম। দাওয়াত পাব তো?
৫২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৯
কুঁড়ের_বাদশা বলেছেন: কমলাপুর থেকে প্রতিদিন যাওয়া আসা করে ; তয় আমি কোন দিন এ বাসে ওঠিনি ।
৫৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩০
নূর-ই-হাফসা বলেছেন: ঐ বাস টা তে সব ধরনের মানুষ এ উঠে । তবে লোকজন বেশি থাকে । তবে ভালোই ।
৫৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩১
নূর-ই-হাফসা বলেছেন: বাদশা ভাই কমলাপুর থাকেন ? উত্তর না দক্ষিণ ?
৫৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩২
নূর-ই-হাফসা বলেছেন: গল্পে আবার দাওয়াত কিভাবে দেয় । আগে সেইটা বলেন ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: গল্পে ছেলেপক্ষ বা মেয়েপক্ষ থেকে লোকজন যখন যাবে তখন আমরাও যাব।
৫৬| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৬
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । বুঝলাম ।
৫৭| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: খাইছে! আজকে কেও ঘুমাবে না?
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ, রাত হয়েছে। ঘুমানো দরকার। কে কে ঘুমাবেন বলুন। আমিও ঘুমানোর পক্ষে।
৫৮| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪১
কুঁড়ের_বাদশা বলেছেন: আমার বাসা মিরপুরে ! আমার মামা একজন সচিব আছেন..... আগে ঘন ঘন মামার বাসা এজেবি কলোনিতে যেতাম....... এখন অন্য জায়গায়। যাহোক, একারণে আশে পাশের সবকিছু জানি।
৫৯| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৫
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । আমি ভাবলাম আমার প্রতিবেশী ।
৬০| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৬
নূর-ই-হাফসা বলেছেন: আমি রাত ৪ টা পর্যন্ত জাগতে পারি । বাচ্চারা ঘুমালে ঘুমাতে যান ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি তো তাহলে ভ্যাম্পায়ার! রাতে জেগে থেকে দিনে ঘুমানো!
৬১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৭
কুঁড়ের_বাদশা বলেছেন: আপনার বাসা কোথায়? কমাপুরের জসিম উদ্দিন রোডে নাকি?
৬২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৮
নূর-ই-হাফসা বলেছেন: হা । বুঝলেন কিভাবে ?
৬৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৯
কুঁড়ের_বাদশা বলেছেন: কবে বড় হবো... টাকা পয়সা হবে ।তারপরে বউ হবে ।
৬৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫০
কুঁড়ের_বাদশা বলেছেন: উত্তর না দক্ষিণ ? বলা দেখে......
৬৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫১
নূর-ই-হাফসা বলেছেন: না ভাই আমি দিনে ঘুমায় না । সকালে ৯ টার আগেই উঠি ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এত কম ঘুমে শরীর খারাপ করে না?
৬৬| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫২
নূর-ই-হাফসা বলেছেন:
৬৭| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৫
নূর-ই-হাফসা বলেছেন: না । বড় জোর চোখের নিচে কালি পড়াতেই শেষ । আর সমস্যা হয় না
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাহলে আপনার চিন্তা নেই। আমার আবার ঘুম কম হলে পরেরদিন শরীর ম্যাজম্যাজ করে।
৬৮| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০১
নূর-ই-হাফসা বলেছেন: আপনাদের তো সকালে ক্লাস থাকে ঘুমিয়ে পড়ুন ।
আমাদের ক্লাস হতো সকাল সাড়ে সাত টা থেকে । তাই জানি কি কষ্ট উঠা ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি ঘুমুতে গেলাম। আপনারা ইচ্ছে করলে আড্ডা চালিয়ে যেতে পারেন।
৬৯| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০২
নূর-ই-হাফসা বলেছেন: বাদশা আর অয়ন ভাই ঘুম ? তাহলে আমিও গেলাম । বাচ্চারা ভালো থাকুন ।
৭০| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৫
কুঁড়ের_বাদশা বলেছেন: আমিও গেলাম ।
৭১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৮
ঠ্যঠা মফিজ বলেছেন: আহারে ভালোবাসা কইরা দুঃখ ছাড়া সুখ আর পাইল না কেউ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাঃ হাঃ হাঃ। বেড়ে বলেছেন ভাই। তবে সবার কাহিনী অবশ্যই এক নয়। সবাই সুখ না পেলেও কেউ কেউ কিন্তু ঠিকই পায়।
৭২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৯
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: কবিতা পাঠে খুব ভালো লাগলো । প্রাণের শুভেচ্ছা কবিকে ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু। আপনি ব্লগে একেবারে নতুন মনে হচ্ছে! প্রথম পাতায় অ্যাকসেস পেয়েছেন?
৭৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১১
মোস্তফা সোহেল বলেছেন: এখানে দেখি দুঃখের আড্ডা জমেছিল বেশ।
আমি সামিল হইতে পারি নাই
কবিতা ভাল লেগেছে।
১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সামিল হতে পারেননি দেখে আফসোস করবেন না সোহেল ভাই। সামনে আরও আসতে পারে।
৭৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪
নূর-ই-হাফসা বলেছেন: ঠাঠা মফিজের মন্তব্য টা দারুন
১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কথা তো আর উনি একেবারে খারাপ বলেননি।
৭৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪০
নূর-ই-হাফসা বলেছেন: না আমি অনেক সাকসেসফুল কাপলদের ও দেখেছি । কথা সত্যি না ।
সফল রা হয়তো কবিতা লিখেন না । তাই আমরা জানি কম ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমিও তার প্রতিউত্তরে সেটাই বলেছি।
তবে সবার কাহিনী অবশ্যই এক নয়। সবাই সুখ না পেলেও কেউ কেউ কিন্তু ঠিকই পায়।
৭৬| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নূরাফা, ব্লগ দিবস নিয়ে পোস্ট দিয়েছে কাল্পনিক ভালোবাস।
৭৭| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৬
কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ, আমি আয়া পড়ছি ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ওস্তাদের সাথে সাগরেদও হাজির!
৭৮| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫০
নূর-ই-হাফসা বলেছেন: কষ্ট না পেলে ভালোবাসার মর্ম বুঝা যায় না । তাই কষ্ট পাওয়া ভালো বাস্তবতা বুঝা যায় ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আচ্ছা! তা এ ব্যাপারে আপনার অভিজ্ঞতা কী বুড়ি আপু?
৭৯| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই দেখলাম । ঢাকায় কি ব্লগার এর সংখ্যা এত কম । কেউ কিছু বলে নি তেমন ।
চানাচুর আপুকে ক ই পাই এখন ।
৮০| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৮
নূর-ই-হাফসা বলেছেন: আমি এখন মুটামুটি বাস্তববাদী ।
সম্রাট আপনি ঢাকার বাহিরে থাকেন ? যাবেন না কেন
১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার ব্যক্তিগত কিছু প্রবলেম আছে।
৮১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: রাস্তার দিকে মনযোগ রাখেন। যেই কোন সময় শুনতে পাবেন হয়ত "চানাচুররররররররররর" বলে ডাক দিয়ে চানাচুর বেচতাছে।
১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাঃ হাঃ হাঃ। ভাল বলেছেন ভাই। এই চানাচুর আপুকে তো আমি ছেলে মনে করতাম! আচ্ছা উনি এমন নাম কেন নিলেন, কেউ কি জানেন?
৮২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । না সত্যি চানাচুর আপু কে দরকার । আমি নাহলে কার সাথে গল্প করব । সবাই তো বাচ্চা ।
৮৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫
নূর-ই-হাফসা বলেছেন: ওকে সম্রাট ভাই বলতে না চাইলে বলতে হবে না ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ, সবার সব কথা শুনতে নেই।
৮৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি বলতে চান অনুষ্ঠানে যারা আসবে তারা সবাইই বাচ্চা?
৮৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১১
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । আমার একটু পরিচিত আপু থাকলে ভালো হয় । সাধারণত আমি অমিশুক টাইপের ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: গিয়ে পরিচয় করে নিতে কতক্ষণ? আপুরা একে অপরের সাথে মিলেমিশে যেতে সময় লাগে না।
৮৬| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তা ঠিক, পরিচিত কারোও সাথে আসলে এসব অনুষ্ঠানে স্বচ্ছন্দ বোধ করবেন। বোরিং লাগবে না।
৮৭| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২
নূর-ই-হাফসা বলেছেন: কি জানি ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কী কি জানি?
৮৮| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা এই কি জানি মানে হয়তো বুঝায় । আপনাদের ক্লাস নেই আজকে ? দিনের বেলা দেখি সবাই আছে ।
আরেক বাচ্চা তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে । পরীক্ষা যে তার বুঝার উপায় নেই ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাদশা মিয়ার পরীক্ষা নাই।
৮৯| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১২
তারেক ফাহিম বলেছেন: হায় হায়... কবিতার মুল ভাব মন্তব্যের কলামে না এসে মনের ভাবগুলো ছড়িয়ে পড়ল দেখি।
আমার কাছে কবিতা ভালো লাগছে তাই কবিতায় প্রশংসা হিসেবে ব্লগে + দিলাম।
১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বর্তমানে এটা আড্ডাপোস্ট হয়ে গেছে ভাই। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
৯০| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪
নূর-ই-হাফসা বলেছেন: পোষ্ট টা ভালোই ছিল । আড্ডার সূচনা মনে হয় আমি ঘটালাম । ভাই চা খাওয়ান । আপনাকে তো চা শিখিয়েছিলাম ।
যদিও ঐ স্টাইলে এখন খর চা বানাই না ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার হাতের কাছে চায়ের সরঞ্জাম নেই। তাই আপাতত খাওয়াতে পারলাম না। তবে পাওনা থাকলেন।
৯১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮
নূর-ই-হাফসা বলেছেন: ওকে । আমার চা অলরেডি হয়ে গেছে । ধন্যবাদ ভাই
৯২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১১
নতুন নকিব বলেছেন:
প্রানবন্ত আডডা দেখছি! কখন যে শুরু হয় টেরও পাই না!
কবিতা ভাল। তবে আডডা বেশি উপভোগ্য!
ধন্যবাদ।
৯৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩
নূর-ই-হাফসা বলেছেন: নকিব ভাই আপনি ইচ্ছে হলে আসতে পারেন । আড্ডার বর্তমান সদস্য আমরা ৪জন ।
৯৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি রসমালাই খাইছি। এখন লাড্ডু খামু!
৯৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বেষ্ট ভাইয়ের মনে এত দুঃখ কেন সেটা ভাবাচ্ছে আমাকে।
এত সুন্দর করে নিজের কথাগুলো কাব্যরসে ফুঁটিয়ে তুলেছেন যা পড়ে কষ্টের মনে হলেও লাইক দিয়ে গেলাম।
৯৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫১
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই আপনিও তাহলে মিষ্টি খাদক বুঝা যাচ্ছে । বাহ ভালো চালিয়ে যান ।
৯৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন:
তবে সাদা মিষ্টি খাই না।
৯৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৬
নতুন নকিব বলেছেন:
নূর-ই-হাফসা, আমি হলাম নিয়মের ধার না ধরা ব্যতিক্রমি মানুষ। ঐ যে বিদ্রোহী কবির কবিতার মত- 'আমি অনিয়ম আমি উচ্ছৃঙ্খল, আমি দ'লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃংখল!' আমাকে আডডায় নিয়ে পাছে আডডার আয়োজকরা আবার বিরক্ত না হন!
যাক, আপনি বলেছেন বলে ধন্যবাদ। ও, আচ্ছা, আডডা কিন্তু এ্ই হয়েই যাচ্ছে। তা, হোস্ট, মানে সম্রাট সাহেব কোথায়?
৯৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা অয়ন ভাই , সাদা মিষ্টি আর চমচম বাদে অন্য মিষ্টি আমার প্রিয় ।
১০০| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪
নূর-ই-হাফসা বলেছেন: নকিব ভাই আপনার কথা শুনে ভয় এ পেয়েছি । কি বলব বুঝতেছি না ।
১০১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: চমচম আমারো বিশ্রী লাগে। তবে সাদা মিষ্টির পরে এটার স্থান। কালো মিষ্টি আমার সবচেয়ে প্রিয়।
১০২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা আমার সবচেয়ে বেশি মিষ্টি খাবার কয়েক ঘন্টায় রেকর্ড হচ্ছে ৯ টা ।
কেক কেমন খেতে পারেন ? বতর্মান এ মিষ্টির চেয়ে কেক এ বেশি ভালো লাগে ।
১০৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কেক আমি খাই না,
পেটে আমার সয় না।
একটা যদি খাই
স্বাদে আমি জ্ঞান হারাই!
১০৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩
নূর-ই-হাফসা বলেছেন: আপনার ছন্দ টা ভালো হয়েছে অয়ন ভাই । এই২ দিন কেমন ছিলেন ব্লগ ছাড়া ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এ তো দেখি পুরো আসর জমে গেছে! চালিয়ে যান।
১০৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই দুইদিনে আমি ৩৭৩ + ২৬৭ = ৬৪০ পৃষ্ঠার দুইটা বই পড়ে সময় কাটায় ফেলছি!
আপনে কি করছেন?
১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নতুন কিছুই করিনি।
১০৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১
নূর-ই-হাফসা বলেছেন: আমার অনেক গুলো পড়ার শীট জমে গেছে । ঐগুলো পড়া শুরু করেছিলাম আরকি ।
আর ফেবুতে সামুর পেজ ঘুরে এসে অপ্সরা আপু আর জাহিদ অনিক কে দেখলাম । অপ্সরা আপু অনেক সুন্দর ছবি আঁকে ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার না ব্লগের নেশা মারাত্মক আকার ধারণ করেছিল? আর নেশা ছাড়ানোর তো এটাই উত্তম সুযোগ ছিল। আমি কিন্তু এই সুযোগটার মোটামুটি সদ্ব্যবহার করেছি। ব্লগের নেশা অনেকটাই কেটে গেছে। ভাবছি ৩/৪ দিন করে গ্যাপ দিয়ে দিয়ে ব্লগে ১/২ ঘন্টার জন্য ঢুকব।
১০৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তার কিছু স্কেচ আমিও দেখেছি আগে। স্বীকার করতেই হয় ভাল আঁকে।
১০৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পুরান কি করছেন তাইলে?
১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নেই কাজ তো খই ভাজ। খই ভেজেছি।
১০৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৬
নূর-ই-হাফসা বলেছেন: আপু বহু গুনে গুনান্বিত । ছবি আঁকেন , রান্না ও দারুন , আপুর আরেক আইডি হচ্ছে শায়মা , লিখেন ও দারুন ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: একই অঙ্গে এত রূপ? চমকিত হলাম! উনার মন্তব্যগুলোও দারুণ! আমার কাছে মনে হয় উনি সবসময় কৌতুকের মুডেই থাকেন।
১১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সব্যসাচী আফা বলা যায়!!!
১১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৪
নূর-ই-হাফসা বলেছেন: জি অয়ন ঠিক বলেছেন । আর জাহিদ অনিকের যা বুঝলাম ওনি আপনার মতোই বাচ্চা ছেলে ।
এলোমেলো টাইপের কবিরা যেমন হয় আর কি । ঐ খানে অনেক কবিতা আছে যা ব্লগে কখনও দেননি ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নিজের বুড়িপনা আর কত? আচ্ছা, আপনার বয়স কি ক্যালকুলেটরে হিসাবের যোগ্য, নাকি নতুন করে সুপার ক্যালকুলেটর আবিষ্কার করতে হবে?
১১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৮
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাই আপনি ভালো সিদ্ধান্ত নিয়েছেন । আমার তেমন কাজ হয়নি । ইনশাআল্লাহ চেষ্টা করবো ।
আপনি ২ দিন কিভাবে কাটালেন ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্লগ ছাড়াও মানুষের সময় কাটানোর অনেক উপায় আছে বুড়িপু। আমার সময় কাটানো কোন ফ্যাক্টর না।
১১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সবাই বাচ্চা ছেলে! ব্লগ দিবসে হলে সেখানে আপনাকে দেখতে পারলে ভাল হইত। বুঝা যাইত আমরা কতটুকু বাচ্চা আর নূরাফা কতটুকু বড়।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এত বড় যে উপরদিকে তাকালে মাথা থেকে টুপি (থাকলে) খুলে পড়ে যাবে!
১১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৪
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । ভাই বয়সে তো বড় । সেই অর্থে বাচ্চা বলেছি ।
ব্লগ দিবস যাবো কিনা জানিনা । কাউকে তো চিনিনা । নাহলে বোর হতে হবে ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মনে হচ্ছে্ আপনার বয়সের কোন গাছ-পাথর নেই! এতই প্রাচীন আপনি?
১১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি ভাবছি, আপনি মনে হয় খালি ভাবেন আমরা হামাগুড়ি দেই।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন:
১১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: ভালো ভাই । আমি এমনিতে জিজ্ঞেস করলাম । অয়ন ভাই যেমন বললেন গল্পের ব ই পড়েছেন ।
১১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩
নূর-ই-হাফসা বলেছেন: মনে হচ্ছে্ আপনার বয়সের কোন গাছ-পাথর নেই! এতই প্রাচীন আপনি?
এই কথার মানে কি ?
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মানে হল- আপনার বয়সের কোন সীমা-পরিসীমা নেই। আপনি আদ্যিকালের প্রাচীন বুড়ি।
১১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগ দিবস কি হবে? আর তো কোন পোস্ট পেলাম না। আপনারা যাবেন?
১১৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই আমাকে একটা আপু খুঁজে দিন । তাহলে অবশ্যই যাবো ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপুর কথা আবার তুললেন? একবারে কি শিক্ষা হয়নি?
১২০| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা আমি বুড়ি । ঠিক আছে । সমস্যা নাই । সম্রাট ভাই
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চুলগুলো কি কালো আছে? নাকি একেবারে কাশবন?
১২১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি তো নিজেই পরিচিত মানুষের খোজে আছি।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমাকে তো আর সাথে নেবেন না। আপনি আর বাদশা মিয়া তো আগেই সাথে যাওয়ার জন্য প্রমিজ আদায় করে ফেলেছেন!
১২২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি না যাবেন না বললেন!!!
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাদের দুইজনকে নেবে, আমাকে নেবে না। এটা তো আগেই বলেছিল। নাকি?
১২৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কিছু বুঝি নাই!
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২১
সম্রাট ইজ বেস্ট বলেছেন:
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাঃ হাঃ হাঃ। একেবারে থ মেরে গেলেন? জাস্ট ফান।
১২৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩
নূর-ই-হাফসা বলেছেন: প্রোগ্রাম ঢাকা ভার্সিটি এরিয়া তে হলে ভালোই কাছে হবে । সম্রাট আপনি তো বলেছেন যাবেন না ।
গেলে অয়ন আর বাদশা ভাইয়ের সাথে যেতে পারবেন ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাচ্চা মানুষ, কোথায় না কোথায় হারিয়ে যাই ঠিক আছে? আবার কোন মেয়ে যদি ভুলিয়ে ভালিয়ে ডেকে নিয়ে যায় তখন কী হবে?
১২৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০
নূর-ই-হাফসা বলেছেন: ভাই আপনারা আমার চেয়ে ভালো রাস্তা চিনেন । আমার জন্ম ঢাকায় হলেও । এতো বড় হয়েছি এখনও রাস্তা ভুলে যাই । এই রাস্তা ভুলা নিয়ে২ টা মজার কাহিনী আছে । আপনার বাসা কোথায় ঢাকার বাহিরে না ভিতরে ?
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাহিরে হলেই কি আর ভিতরে হলেই কি? বাচ্চা মানুষ যখন-তখন হারিয়ে যেতে পারে। এমনিতে আমি ঢাকার বাইরেই থাকি।
১২৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ও , এইটা। আফা নিজেই যাবে না। আমাদের কই থেকে নিবে? আমি অফলাইনে ছিলাম ওই কমেন্টের পরে। এখন ই ঢুকছি। থ মেরে যাই নাই।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বুড়িপু তাহলে বাদশা মিয়াকে নিয়ে নিজেও যাক।
১২৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: আমি চানাচুর আপুকে বলেছি , দেখি ওনি যাবেন কিনা ।
সম্রাট ভাই আপনি তাহলে তো এমনিতেও যাবেন না । ঢাকার বাইরে যেহেতু ।
আমি গেলেও আপনাদের নিবো না । আপনারা আমার সাথে নাহলে রাস্তা হারিয়ে ফেলবেন । অয়ন ভাই
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি বরং অন্যান্য আপুর সঙ্গে যোগাযোগ করে দেখুন। কোন কোন আপু যেতে চান তাদের সাথে যোগাযোগ রাখুন।
১২৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাতে সমস্যা নেই। গেলে দেখা হবে হয়ত। নাও হতে পারে। ওখানে গিয়ে তো আর মাইক দিয়ে চিল্লিয়ে বলা যাবে না, নূরাফা আসছে?
১২৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
নূর-ই-হাফসা বলেছেন: বেশি জন তো আর হবে না হয়তো । তাই না চেনার কিছু নেই । একজন এস এস সি পড়ুয়া সবচেয়ে ছোট ব্লগার বর্তমানে তাকে তো দেখলেই চিনা যাবে । আর অয়ন আপনাকে ও চিনা যাবে হয়তো ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সিদ্ধান্তটা কি কনফার্ম হয়েছে? মানে অনুষ্ঠানটা হবে কিনা?
১৩০| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: কাল্পনিক ভালোবাসা তো পোষ্ট দিলেন আর সত্য পথিক শাহিয়্যান কে দেখলাম টি শার্ট নিয়ে পোষ্ট দিতে । আমি আর কিছু জানি না ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ও! এখনও কনফার্ম না! আচ্ছা, অনুষ্ঠানটা কি লাইভ সম্প্রচার হবে? ইউটিউব বা অন্য কিছুতে?
১৩১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
নূর-ই-হাফসা বলেছেন: আমি কিছু জানি না ভাই । আমি কখনো আগে যায়নি । আপনার যেতে ইচ্ছে করলে ঢাকায় চলে আসেন । হয়তোবা ঢাকার বাহিরেও হবে ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নাহ! বাচ্চা মানুষ। কোথায় থাকব? হোটেলেও উঠতে পাবর না। ছোট বলে ঢুকতেই দেবে না!
১৩২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১
ওমেরা বলেছেন: যার যার কষ্ট তার তার কাছে বড় !
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ওমেরা বলেছেন: যার যার কষ্ট তার তার কাছে বড় !
হ্যাঁ, ঠিকই বলেছেন। কারো দুঃখের সাথে অন্য করোটা পরিমাপ করা যায় না। আপনারটার সাথে আমারটা বা আমারটার সাথে আপনারটার তুলনা করা বোকামি। তবুও কিছু দুঃখ থাকে যা একান্তই কারো নিজস্ব। সেগুলোকে ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না। হয়ত নিজের সাথে সমঝোতা করে তা আজীবন বয়ে বেড়াতে হয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
১৩৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা বাদশা ভাইয়ের সাথে তাহলে যোগাযোগ করেন । ওনাকে দেখছি না । ওনার কবিতার মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাদশা ভাই তো নতুন জিএফ নিয়ে ব্যস্ত। আমাদের কথা কি মনে আছে?
১৩৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
নূর-ই-হাফসা বলেছেন: ঐ মেয়ে নাকি অয়ন ভাইয়ের জন্য ঠিক করেছে । বাদশা ভাইর জি এফ নাই । অতি ভালো ছেলে । রোবট সোফিয়া নিয়ে আছেন ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অয়ন ভাইয়ের জন্য আমার একরাশ সমবেদনা।
১৩৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৪
নূর-ই-হাফসা বলেছেন: সমবেদনা কেন ? মেয়ে তো ভালো । বাদশা ভাই যেহেতু খুঁজে এনেছেন ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মেয়ে দেখে অয়ন ভাই সেন্সলেস হয়ে গেছে। ব্লগে নেই।
১৩৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৩
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই রূপ দেখে পাগল হয়না । ওনি গুন দেখে পাগল হয় । তাই সেন্সলেস হন নি
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাই নাকি? শুধু টাকা পয়সা ছাড়া আর কী গুণ আছে?
১৩৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৪
নূর-ই-হাফসা বলেছেন: কার টাকা পয়সা ? জানি না । অয়ন ভাই কে জিজ্ঞেস করেন ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অয়ন ভাই, বিয়ের দাওয়াত কবে পাব?
১৩৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৫
নূর-ই-হাফসা বলেছেন: আমার ভাই তো তাই সবসময় ভালো টাই বলি
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাহলে আপনি ওই মেয়েকে দিয়ে অয়ন ভাইকে আজীবন ঘানি টানাতে চান?
১৩৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৬
কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ , আপনার দুঃখ শেষ হয়নি? ব্লগে নতুন দুঃখ দেন।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নতুন দুঃখ আসবে শিষ্য। একটু ধৈর্য ধরতে হবে।
১৪০| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগে এসে এ কি দেখি
আমার নামে কিসব বলে!
ব্লগ দিবসে দেখতে পেলে,
ঘাড়টা মটকে দিব ধরে।
১৪১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪১
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই বাদশা ভাই বলে বেড়াচ্ছে । ঐ মেয়ে নাকি আপনার জন্য ঠিক করেছে ।
১৪২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২
নূর-ই-হাফসা বলেছেন: বাদশা ভাই অয়ন ভাইয়ের যেহেতু পছন্দ না সেহেতু এক কাজ করেন , সম্রাট ভাইয়ের সাথে মানাবে দারুন ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দুর্বা ঘাসে ফাঁসি দেব গলায় দড়ি দিয়া।
১৪৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৩
কুঁড়ের_বাদশা বলেছেন: আমি দেশে বাহিরে আছি ব্লগে দিবসে মনে হয় যেতে পারমু না !
হাফসা আপা কি ব্লগ দিবসে যাবেন?
১৪৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬
কুঁড়ের_বাদশা বলেছেন: অয়ন ওস্তাদের পছন্দ হয়েছে কিন্তু সে লজ্জায় কিছু বলতে চাচ্ছেন না।
১৪৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬
নূর-ই-হাফসা বলেছেন: বাদশা ভাই যাবার ইচ্ছে আছে । কিন্তু কাউকে তো চিনিনা । তাই যেয়ে কি করবো তা নিয়ে চিন্তায় আছি ।
১৪৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: ভাই তাতে লাভ কি মরবেন না তো । অন্য উপায় খুঁজে বের করুন ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মনের দুঃখে বনে চলে যাব।
১৪৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দারুণ বুদ্ধি
দিয়েছে বুড়ি
না মেনে কই যাব!
বাদশার মেয়ে,
সম্রাট ছেলে,
দারুণ জুটি হবে।
তাই দেখে ব্লগবাসীগণ
দারুণ মজা পাবে!!!
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বুড়ির সব চুল পেকে একদিনেই সাদা হয়ে যাক, পেত্নির সাথে গলায় গলায় ভাব হোক, শাঁকচুন্নির বান্ধবী হোক............
১৪৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নূরাফা, কুড়ের পোস্টে ওকেও শায়েস্তা করে এসেছি। দেখুন গিয়ে।
১৪৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
কুঁড়ের_বাদশা বলেছেন: হাফসা আপা, ব্লগ দিবসে সেখানে গিয়ে সবার সাথে পরিচিত হবেন।
১৫০| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০১
কুঁড়ের_বাদশা বলেছেন: এবার আমি গেলুম ..... টা টা বাই বাই!!!
১৫১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৭
নূর-ই-হাফসা বলেছেন: বাদশা ভাই পালাচ্ছেন কেন ?
১৫২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৯
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাই আমি আগে থেকেই পেত্নী ,বুড়ি , শাঁকচুন্নি সব । আপনার বদ দোআ ত কিছু হবে না ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাহলে এর উল্টোটা হোক। খুশি?
১৫৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৮
মলাসইলমুইনা বলেছেন: সম্রাটের বেদনায় প্রজার মনও বেদনা ভারাক্রান্ত হলো কবিতা পড়ে | কবিতায় ভালোলাগা সম্রাট |
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার মন্তব্য পেয়ে যারপরনাই আনন্দিত হলাম ভাই। শুভকামনা সবসময়।
১৫৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৯
নূর-ই-হাফসা বলেছেন: নারে ভাই খুশির কি আছে । আমি আর বাদশা ভাই আপনার জন্য ঐ পাত্রী কে ঠিক করে ফেলেছি । এবার মিষ্টি খাওয়ান আমাকে আর অয়ন কে । সাদা মিষ্টি আর চমচম বাদে ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি এখন লেজ গুটিয়ে পালাই। নইলে শাঁকচুন্নির বান্ধবী আরেক শাঁকচুন্নিকে গলায় ঝুলিয়ে দেবে।
১৫৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগ দিবস কি ১৯ তারিখের পরে হওয়া যাবে না?
১৫৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৭
নূর-ই-হাফসা বলেছেন: হবে না কেন অয়ন ভাই চাইলে১ মাস পরেও হতে পারে । কেন পরীক্ষা আছে নাকি ?
১৫৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: না নেই। থাকলেও তো সমস্যা হবে না। কয়েক ঘণ্টার ব্যাপার। এখন হবে কিনা কে জানে!
১৫৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৯
নূর-ই-হাফসা বলেছেন: ওকে ভাই পালান । আমিও এখন যাবো । অয়ন সম্রাট আর বাদশা ভাই ব্লগ দিবস পালিত হল আমাকে জানাবেন , আর কোথায় হবে তাও জানাব ।
১৫৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩০
নূর-ই-হাফসা বলেছেন: তাও জানাবেন হবে ।
১৬০| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩১
কুঁড়ের_বাদশা বলেছেন: আমি আবার এসে পড়েছি !¬!
১৬১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন আর বাদশা ভাই আপনারা কি যাবেন ? প্রোগ্রাম নাকি মোহাম্মদপুর হবে , অনেক দূর । আর চানাচুর আপু অসুস্থ তাই যাবোনা ।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আগে আয়োজকদের জিজ্ঞেস করুন বুড়ি মানুষকে ঢুকতে দেবে কিনা।
১৬২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪
নূর-ই-হাফসা বলেছেন: দেখুন ভাই আমি বুড়ি না । বললে ব্লগ বুড়ি বলতে পারেন । শুধু বুড়ি বলতে সত্যি বুড়ি বুঝায় ।
না পারমিশন থাকলেও সমস্যা নেই । কারন যাবোনা ।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ওকে বুড়ি আপু। আপনাকে শুধু ব্লগবুড়ি আপু ডাকব। কিন্তু যদি কখনও বুড়ির আগে 'ব্লগ' লিখতে ভুলে যাই তখন কী শাস্তি?
১৬৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
নূর-ই-হাফসা বলেছেন: বাচ্চারা ভুল করলে কিছু বলার থাকে না ।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: উদার মানসিকতাসম্পন্ন মন্তব্যের জন্য জন্য ধন্যবাদ ব্লগবুড়ি। আপনাকে কি আমি আর বুড়ি আপু ডাকতে পারব?
১৬৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: আপনাদের ইচ্ছে । ব্লগ বুড়ি বললে ভালো হয়।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আচ্ছা ঠিক আছে। এখন থেকে নাহয় ব্লগবুড়িই ডাকব। কিন্তু হঠাৎ মনে হয় আপনি একটু মন খারাপ করেছেন!
১৬৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৩
নূর-ই-হাফসা বলেছেন: নারে ভাই মন খারাপ করবো কেন ? আমি আমার প্রিয় জিনিস নিয়ে আছি । ধোঁয়া ওড়ানো চায়ের কাপ ।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অদ্ভুত চা খোর নাটকটা কি দেখেছিলেন?
১৬৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২১
নূর-ই-হাফসা বলেছেন: মজার হলে লিংক দিন ।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার কাছে মজারই লেগেছিল। সরি, লিংক এই মুহূর্তে দিতে পারছি না। তবে ইউটিউবে পাওয়ার চান্স আছে। মোশাররফ করিমের অভিনয়ে ভালই জমেছিল।
১৬৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৮
নূর-ই-হাফসা বলেছেন: ওকে পরে খুঁজবো । ধন্যবাদ আপনাকে ।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কি মনে হচ্ছে না, ব্লগে বেশিরভাগ সময় কাটানোর কারণে নিজেরা ক্রমশঃ নিজেদের প্রিয়জনদের কাছ থেকে দূরে সরে যাচ্ছি? আমার তো মনে হয় আমি সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি। আপনার কী মত?
১৬৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫১
নূর-ই-হাফসা বলেছেন: তার চেয়ে বড় সমস্যা আমার পড়াশোনা হচ্ছে না । আমার প্রিয়জন থেকে কোন কিছুই দূরে রাখতে পারেনা ।
আপনি না বললেন ব্লগের নেশা কাটিয়ে ফেলেছেন । ৩ অথবা ৪ দিন পর পর আসবেন ।
আমি অতি শীঘ্রই ইনশাআল্লাহ নেশা কাটিয়ে ফেলবো ।
ক্লাস টেন পর্যন্ত ব্লগ খুব প্রব্লেম করছিল । এরপর আল্লাহর রহমতে এতো গুলো বছর ইরেগুলার থাকতে পেরেছি ।
আপনার পড়াশোনা প্রব্লেম হয়না ? মানে পরীক্ষা থাকার তো কথা ।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাবছি একেবারেই বিদায় নেব। এখানে আর মন বসছে না। আপনারা আছেন, পোস্ট দিয়ে আর কমেন্ট করে ব্লগ মাতিয়ে রাখবেন। ব্লগারদের জমায়েতের ব্যাপারে নতুন কোন আপডেট পেয়েছেন?
১৬৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১২
নূর-ই-হাফসা বলেছেন: নারে ভাই । পাইনি । এটাই স্বাভাবিক এক জিনিস বেশি দিন ভালো লাগবে না । ।
কবিতা লিখতে পারেন । চোর রা অপেক্ষা করছে হয়তো ।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এই কবিতার চোর মোটামুটি পাঁচজন বের করেছি। নতুন করে চোরদের সাহায্য করতে বলছেন?
১৭০| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০
নূর-ই-হাফসা বলেছেন: আপনার এক মেয়ে চোর আছে না । যার কবিতায় লাইক দিয়েছিলাম । পরে দেখি ওনি আমাকে ব্লক করেছেন । আবার দেখি আনব্লক করলেন । মজার ছিল ।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হয়ত ব্লগে ঢুকে আপনার পরিচয় জেনে ফেলেছিল। এখন মনে হয় আর চুরি করে না। কারণ পরের কবিতাগুলোর চোরের তালিকায় তার নাম পাইনি।
আচ্ছা দেখি আরেকটা কবিতা লিখে ব্লগে মনটা আবার বসানো যায় কিনা!
১৭১| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
নূর-ই-হাফসা বলেছেন: হুমম লিখুন । চোরদের চুরির সুযোগ দিন
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুযোগ করে দিলাম। যদিও একটু ম্যাড়ম্যাড়ে হয়েছে।
১৭২| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৭
নূর-ই-হাফসা বলেছেন: ছোট ভাই আপনার কি কিছু হয়েছে ? হতাশার কবিতা দিচ্ছেন ।
শীতের কারনে হয়তো সময়টা মরা মরা লাগছে । সব ঠিক হয়ে যাবে । আগের গতিতে ফিরে আসুন । অপেক্ষা আর হতাশা দিয়ে জীবন চলে না ।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হতাশা ছাড়া জীবনে তো সুখ নেই।
১৭৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৩
নূর-ই-হাফসা বলেছেন: সুখ আপেক্ষিক । কেউ হাজার কষ্টেও নিজেকে সুখী ভাবে । আর কেউ অল্প কষ্টেই নিজেকে দুঃখী ভাবে । আমরা সুখ বলতে যা বুঝাই তা পেলেও কখনো সুখী হবোনা । সুখ তো নিজের কাছে । যখোন যে অবস্থায় আছেন সমাধান খুঁজে প্রান ভরে হাসুন । আর যা ভাল্লাগে করুন ।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল থাকাকে সুখ বলে কিনা জানি না, তবে ভাল আছি। কোন দুশ্চিন্তা নেই, কোন টেনশন নেই।
১৭৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৮
নূর-ই-হাফসা বলেছেন: যত ছোট থাকবেন জীবন টা ততো মজার । বড় হওয়া ঝামেলার বটে ।
যেহেতু ভালো আছেন সেহেতু সুখে আছেন ।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: জীবনে জটিলতা না থাকলে সুখী অবশ্যই বলা যায়। সে অর্থে আমি অসুখী নই। আপনার পড়ালেখা কেমন? ব্লগে যেভাবে সময় দিচ্ছেন তাতে তো ঠিকমত চলার কথা নয়।
১৭৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৬
নূর-ই-হাফসা বলেছেন: আমার আপু বাসায় নেই । তাই বকা খেতে হচ্ছে না ।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাঃ হাঃ হাঃ। আপুর ভয় না থাকলেই কি পড়ালেখায় ফাঁকি দিতে হবে? তাহলে তো দেখছি আপনি আপুকে খুশি করতেই পড়ার ভান করেন।
১৭৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অ্যা! হোয়াট! আপনি এত বড় হয়েও আপনার আপার ভয়ে থাকেন? কন কি মামি!!!
১৭৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৮
নূর-ই-হাফসা বলেছেন: নারে ভাই পাশ করার জন্য পড়ছি না তো । ৩৯ বি সি এস এর জন্য । মজা নাই পড়ার । অনেক গুলো কোচিং সিট টপিক জমে গেছে । আমার পড়তে ভালো লাগলে সারা রাত জেগেই পড়ি তখন আবার ওদের ভালো লাগে না
আপনার পড়াশোনা র কি অবস্থা । ছোট হয়ে বড় দিদির খবর নিচ্ছেন । মজার লাগলো ।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মজার বৈকি! মাঝেমধ্যে বড়দের খবরও নিতে হয়।
অয়ন ভাই আছেন, আপনারা থাকুন। আধঘন্টার জন্য ছুটি নিচ্ছি।
১৭৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১০
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই ছোট হলে সবাই এ শাসনে রাখে ।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ছোটদের শাসন করা ঠিক আছে কিন্তু বেশী শাসন করলে আবার বিগড়ে যেতে পারে।
১৭৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩০
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই হয়তো ঘুমাচ্ছেন ।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার চোখে ঘুম নেই? রাত জাগার অভ্যাসটা কিন্তু খারাপ। স্বাস্থ্যহানির আশঙ্কা আছে।
১৮০| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৪
নূর-ই-হাফসা বলেছেন: কথা সত্য । আমি যেহেতু বিগড়ে যায় নি । সেহেতু বলা চলে শাসন টা ঠিক আছে ।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার আপু তাহলে খুব ভাল। শাসনের মাত্রা ঠিক রেখেছেন। আর মেয়েরা তো এমনিতেই কম বিগড়ায়। ছেলেদের নিয়েই দুশ্চিন্তা বেশী। আমার বড় ভাই ছোটবেলায় খুব শাসন করতেন। এখন অনেক আদর করেন।
১৮১| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৫
নূর-ই-হাফসা বলেছেন: নারে ভাই একটু পর আবার চা খাবো ।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার মনে হয় চায়ের নেশা আছে। আমার চায়ে তেমন ইন্টারেস্ট নেই। শুধু মাথাব্যথা বা শরীর ক্লান্ত হলে চা খাই।
১৮২| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪১
নূর-ই-হাফসা বলেছেন: আমার ভাইয়াও ভালো । ভাইয়া কখনো বকে না । আব্বুর জানি কি জানি হইছে কয়েকদিন বকতেছে না ।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: গুরুজনের বকাবকি ছোটদের ভালোর জন্যই। আমার গুরুজন বর্তমানে বড় ভাই। বাবা আমাদের ছেড়ে গেছেন দু'বছর হয়ে গেল।
১৮৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৫
নূর-ই-হাফসা বলেছেন: হা ক্লাস ফাইভ থেকে । তবে যতটা বলি ততটা নেশা না । চা নিয়ে আদিখ্যেতা আমার ভালো লাগে ।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার নেশা বলতে ছিল বই পড়া। এখন ততটা সময় পাই না। তারপরও মাঝেমধ্যে পড়তে বসে যাই। আমি কিন্তু বইকেই নিজের জীবনের সবচেয়ে বড় বন্ধু মানি। ব্লগে সময় না দিলে হয়ত বইয়ের ভেতরই ডুবে থাকতাম।
১৮৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৬
নূর-ই-হাফসা বলেছেন: সরি ভাই । আন্টিও বকেন না ?
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মা কখনও আমাদের তেমন কড়াভাবে শাসন করেননি। বাবা আর বড় ভাইই ছিলেন অভিভাবক। এখন শুধুই বড় ভাই।
১৮৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০১
নূর-ই-হাফসা বলেছেন: বাহ ভালো তো । ব্লগ ছেড়ে আবার বই ধরুন । ব্লগ সময় নষ্ট করবে । কিন্তু বই কাজে লাগবে ।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্লগ তো ছাড়তেই চাই, কিন্তু হতচ্ছাড়া ব্লগই তো আমাকে ছাড়ছে না।
১৮৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৩
নূর-ই-হাফসা বলেছেন: আপনি চট্টগ্রামে থাকেন তাই না ।
বাচ্চারা ঘুমিয়ে পড়ুন ।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক আছে আপু। শুভরাত্রি।
১৮৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৬
নূর-ই-হাফসা বলেছেন: ছাড়া র কৌশল আছে । কারো সাথে ঝগড়া লাগিয়ে দিন । তারপর ঠিক চলে যাওয়া সহজ হবে । আমি কাল থেকে নেশা কাটানোর চেষ্টা করব ।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার সাথে ঝগড়া কে করবে? কারো সাথে আমার তেমন শত্রুতা নেই।
১৮৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:১০
নূর-ই-হাফসা বলেছেন: ওকে ছোট ভাই । গেলাম ।
১৮৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট আপনি আজকে সফল হয়েছেন । খুব ভালো । চালিয়ে যান ।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কী বোঝাতে চাইলেন বুঝতে পারলাম না।
১৯০| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আরে কইছে যে, আপনি আজকে ব্লগে কম আসছেন। তার মানে আপনার উন্নতি হইছে। এটাই ধরে রাখতে বলছে।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাই নাকি? এটা কি আপনি বললেন নাকি ব্লগবুড়ি আপুর কথা?
১৯১| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি বলি নাই। তার বলা কথা আপনাকে বুঝিয়ে দিলাম।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ওকে ভাই, বুঝতে পারলাম।
১৯২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০০
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন আপনি আসলেই বুদ্ধিমান ।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আর আমি তো আগে থেকেই বোকা। প্রোফাইলে লেখা আছে।
১৯৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৪
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা ভালো করেছেন লিখে । বোকা মানুষ রাও ভালো জটিলতা বুঝে কম ।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আসলেই জটিলতা কম বুঝি। তাই হয়ত উটকো ঝামেলায় জড়িয়ে পড়ি।
১৯৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই পোস্টে ২০০ এর কাছাকাছি কমেন্ট হয়ে যাচ্ছে। কে করবে ২০০ নং কমেন্ট??
কে আর... আমিই করব!
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনিই করুন। একটা রেকর্ডের মালিক হবেন।
১৯৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৯
নূর-ই-হাফসা বলেছেন: জি ভাই আপনি বোকামি করে কিছুদিন আগে ঝামেলায় জড়িয়েছেন নিজেকে ।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কপালে থাকলে না যায় খন্ডন। কী আর করা!
১৯৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৩
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই একটা ভূতুড়ে কান্ড শুনবেন ,
আমি তুমি আমরার সংকলন পোষ্টের ভৌতিক গল্প গুলো পড়ে যখনই মন্তব্য করি , দেখি সাথে সাথেই আমার মন্তব্য এ লাইক পড়ে । অথচ ওগুলো ২০১০ কিংবা ২০১১ এর পুরাতন পোষ্ট । ঐ ব্লগার রাও ইরেগুলার । তাহলে কে দেই আমার মন্তব্য এ লাইক?
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার শাঁকচুন্নি বান্ধবী।
১৯৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি আড্ডা ঘরে ইতিমধ্যে ৬ বারের চ্যাম্পিয়ন। এখন ৭ম বারের অপেক্ষায় আছি। এখানে গোল দিলে সেটা আমার চ্যাম্পিয়নশিপের শোভা বর্ধন করবে।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে সুযোগ দেয়া হল।
১৯৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগের কেওই দেয়! সুন্দর না উত্তরটা?
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অবশ্যই সুন্দর। ভূতে না ধরলেই হয়।
১৯৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি আমাকে সুযোগ দিলেন?
২০০| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ধন্যবাদ, কেও গোল না দিলে আর কি করার! আমিই দেই।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ, আপনার গোল হয়ে গেছে। মিষ্টি খাওয়ান।
২০১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৯
নূর-ই-হাফসা বলেছেন: ভূত যে দিবে না তা তো জানি । কিন্তু টাইমিং টা একদম পারফেক্ট কিভাবে সম্ভব ।
একবার ২ টা লাইক ও দেখছি ।
আচ্ছা কেউ অনুসরন করলে কোন পোষ্ট পড়ছে সেইটাও কি দেখায় ?
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: জানি না বুড়িপু। আপনি তো ব্লগবুড়ি, আপনার তো জানার কথা!
২০২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন:
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মিষ্টিতে লবণ কম হয়েছে।
২০৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩২
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন আপনাদের পুরান ঢাকায় বিসমিল্লাহ এর চাপ যে পপুলার । অবাক হলেও সত্যি আমার ভালো লাগে নি ।
তবে মিষ্টি বাকরখানি টা দারুন চায়ের সাথে ।
২০৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কিছুই বুঝতে পারছি না টাইমিং কিভাবে পারফেক্ট হয়! নতুন ব্লগারদের কেও লাইক দেয় হয়ত।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নো কমেন্ট।
২০৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি আপনার কাছেই প্রথম শুনলা বিসমিল্লাহর কথা। কোথায় এটা?
বাকরখানি আমি খেতে পারি না। একবার চেষ্টা করেছিলাম খাওয়ার। একটুও ভাল লাগেনা।
২০৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৫
নূর-ই-হাফসা বলেছেন: বাহ মিষ্টি টা তো দারুন ।
সম্রাট ভাই আমি নামেই ব্লগ বুড়ি । কাজে না । দাড়ান আপনাদের জন্য চা আর জুস নিয়ে আসতেছি
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চা খেলে ঘুমের সমস্যা হবে। তাই চা বাদ।
২০৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাহলে চায়ে লবণ বেশি দিয়ে পুষিয়ে নিন!
২০৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪২
নূর-ই-হাফসা বলেছেন: বিসমিল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে হয়তো । একবার আপু আর জিজু (আপুর বর ) নিয়ে গেছিলো ।
বিসমিল্লাহ কাবাব ঘর আর বিউটি লাচ্ছি এগুলোর রিভিউ তো খুব দেই ফুডব্লগার আর ফুড ব্যাংক গ্রূপে । তবে বিউটির লেবুর শরবত টা মজার । একটু চিনি বেশি দেয় আরকি । তাছাড়া ভালো ।
২০৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৪
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাই একি বললেন । এমন তো প্রায় হয় আমার চা খেয়েই ঘুম ধরে ।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাহলে দিন খেয়ে দেখি। ঘুম না এলে কিন্তু খবর আছে। সারারাত আড্ডা দিতে হবে।
২১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মনে হয় চিনতে পেরেছি। জগা থেকে আমার বাসা বেশি দূরে না। মাঝেমধ্যেই ওসব জায়গা যাওয়া হয়। পরেরবার খেয়াল করবনে।
২১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫২
নূর-ই-হাফসা বলেছেন: হুমম চিনার এ কথা । আমাদের এরিয়া তে ভালো কোন রেস্টুরেন্ট নাই। ঐতিহ্যবাহী গুলো পুরান ঢাকায় । আর সুন্দর সুন্দর গুলো বেইলী রোড আর না হয় খিলগাঁও তে ।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক আছে ভাই ও আপুনি, আপনারা আড্ডা দিন। আমি আপাতত প্রস্থান করছি। শুভরাত্রি।
২১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৪
নূর-ই-হাফসা বলেছেন:
সম্রাট ভাই আপনার চা ।
২১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনারা কেও saturday night live এর শো গুলা দেখেন। একেকটা যা হাসির না!
২১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৩
নূর-ই-হাফসা বলেছেন: না ভাই দেখিনা ।
২১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: link
দেখতে পারেন!
২১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৪
নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ ভাই । দেখবো তাহলে । আজ বিদায় । বাচ্চারা ঘুমিয়ে পড়ুন ।
২১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৪
নূর-ই-হাফসা বলেছেন: আড্ডা পোষ্ট এতো নীরব কেন । সবাই কে ঘুমাতে বললাম দেখে এখনো ঘুমাচ্ছে ।
২১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আরে, এখনো দেখি অন্ধকার বাইরে। ভোর ও হয় নাই। তাতেই ডাকাডাকি ! ! !
বড় আপা থাকার এই এক সমস্যা। সব খানেই বাগড়া দেয়।
২১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৭
নূর-ই-হাফসা বলেছেন: সে কি ভোর হয়নি বুঝি । আজকাল চোখে যে কি হলো ।
বয়স হয়েছে বুঝতে পারছি ।
অয়ন দেখেছেন ব্লগ দিবস পালিত হবে না ।
২২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কোথাও তো দেখলাম না! কার পোস্টে?
২২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৬
নূর-ই-হাফসা বলেছেন: কারো পোষ্টে না । আজ১৭ ডিসেম্বর । সেই অর্থে বললাম । সময় তো শেষ
২২২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনাকে তাহলে গুগল ম্যাপ ব্যবহার করতে হল না। আর ব্লগ দিবসে গিয়ে বাচ্চা দেখার সুযোগ ও মিস করলেন!
২২৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৯
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা ।
আসলেই কি সাংঘাতিক মিসটাই না করলাম ।
২২৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২০
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাই আজ অনেক মজার পোষ্ট মিস করলেন ।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কী মিস করলাম?
২২৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার উপদেশ মনে হয় বেশিই কাজে লাগিয়ে ফেলেছে।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ, তাই।
২২৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৮
নূর-ই-হাফসা বলেছেন: উপদেশ আমার কাজে লাগেনি তাতে কি ? সম্রাট ভাইয়ের কাজে লেগেছে ।
মানুষ ভাইয়ের পোষ্ট আমার দারুন মজার লাগছে ।
বাদশা ভাই নাকি বিদেশে ইঞ্জিনিয়ার হিসেবে আছে সোফিয়া কে না পেয়ে ।
২২৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ওই পোস্টে আরোও কমেন্ট আশা করি!
শিষ্য ইঞ্জিনিয়ার হলে তো নিজেই একটা সোফিয়া বানিয়ে নিবে।
২২৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৩
নূর-ই-হাফসা বলেছেন: আলোচিত ব্লগে মানুষ ভাইয়ের পোষ্ট টা পড়েন ।
২২৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৭
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই খেয়াল করেছেন বাম সাইডে ব্লগার নেক্সাস এর পরের ব্লগারের নাম দেখা যাচ্ছে না ।
বাদশা ভাই তাহলে সোফিয়া বানাতে ব্যাস্ত আছেন ।
২৩০| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ওইটা আমি কয়েকমাস আগেই খেয়াল করছি। চাদ্গাজীর কমেন্ট মাইনিং পোস্টে এটা নিয়ে একটা মন্তব্য ও করছি।
কিভাবে অদৃশ্য করল!
২৩১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০২
কুঁড়ের_বাদশা বলেছেন: আমারে নিয়ে গুজব চলিতেছে হইা ক্ষমা করা যাইবে না, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবো কথাটা মনের ভুলে বলে ফেলিয়া ছিলাম।
২৩২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৩
নূর-ই-হাফসা বলেছেন: অদৃশ্য করেই বা কি মজা বুঝলাম না । কেউ তো ওনাকে চিনলোই না ।
২৩৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৬
নূর-ই-হাফসা বলেছেন: অদৃশ্য মানব অথবা মানবীকে ক্লিক করলে এই নাম পাওয়া যায় ।
রবৃদগনৃুবহ নৃস্দৃ
২৩৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্যাটারে গিয়া জিগাইতে পারলে ভাল হইত।
২৩৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তার নাম আমজাদ দেয়া। amzad007
২৩৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪১
নূর-ই-হাফসা বলেছেন: আমার এখানে তো রবৃদগনৃুবহ নৃস্দৃ এটা দেখায়
২৩৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৩
নূর-ই-হাফসা বলেছেন: বাদশা ভাই আগে এস এস সি দেন । আর আশার সময় চকলেট আনবেন আমাদের জন্য ।
২৩৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নামের উপর কার্সর রাখলে যেটা দেখায়। যেমন আপনার দেখায় হাফসাব্লগ
২৩৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৮
নূর-ই-হাফসা বলেছেন: আমার টা আমার এখানে ঠিক দেখায় ।
২৪০| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: রবৃদগনৃুবহ নৃস্দৃ এটাই দেখাবে। আমি বলতাছি ইউজার নেম দেখে বুঝা গেল তার নাম আমজাদ হবে।
২৪১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৭
নূর-ই-হাফসা বলেছেন: হুমম বুঝতে পেরেছি ।
কয়েকদিন ব্লগ এ নীরবতা বেশি খেয়াল করেছেন । বিজয় দিবসের কারনে নাকি শীতের কারনে বুঝলাম না ।
২৪২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, গত শুক্রবার থেকে। হয়ত ডিসেম্বর আর শীত দেখে মানুষ ঘুরতে বের হচ্ছে।
২৪৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০২
নূর-ই-হাফসা বলেছেন: মরা মরা নিস্তেজ ব্লগ ভালো লাগে না । আজ চাঁদগাজী ভাই এর পোষ্ট চোখে পড়লো না ।
২৪৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আর এদিকে ভিডিও দেখতে দেখতে আমার হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে , মুখের মাংসপেশী ব্যাথা করছে
২৪৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৭
নূর-ই-হাফসা বলেছেন: Saturday night live দেখছেন ?
২৪৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, এত এত ভাবে হাসাতে পারে না ! !!
২৪৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:১০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: লিংক
দেখতে পারেন।
২৪৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:১১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: লিংক
এটাও দেখতে পারেন।
২৪৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫
নূর-ই-হাফসা বলেছেন: সরি ভাই কাল দেখা হয়নি । আজ অথবা কাল ইনশাআল্লাহ দেখবো নি ।
২৫০| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: মানুষ ভাই সব কবিতায় এই ইমো দিচ্ছে এখোন ।
অয়ন ভাই আমার কি হাসা উচিত । বুঝতেছি না ।
২৫১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি আমার কাছে পরামর্শ চাচ্ছেন কোন পেমেন্ট না করেই? এটা তো ঠিক না।
২৫২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩
নূর-ই-হাফসা বলেছেন: ওকে মিষ্টি খাওয়াবো নি । সাদা মিষ্টি । পেমেন্ট কতো লাগবে বাচ্চা মানুষ তো১০ টাকায় চলবে ?
২৫৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ছি ছি! আমি এতটা নিচু নই। কাওকে হেল্প করে পেমেন্ট নিব!
২৫৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: যাক ভালো হলো ।
ভাবলাম মানুষ ভাইকে সবাই মজার মজার মন্তব্য দিবে । কিন্তু কেউ দিলোই না ।
২৫৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগার মানুষ আরেকটা পোস্ট দিছিল। পরে দেখি সরায় ফেলছে।
২৫৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
নূর-ই-হাফসা বলেছেন: তাই নাকি চোখে পড়ে নি । কি সাংঘাতিক মিস টাই না করলাম ।
২৫৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাই আপনি ভালোই সফল হয়েছেন । আপনার পোষ্ট এ আমরা আড্ডা দিচ্ছি আপনার খবর নাই ।
আপনি আসলে অবশ্যই মানুষ ভাইয়ের পোষ্ট টা দেখবেন । দারুন মজার মন্তব্য দিবেন ।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ, আপনার পরামর্শ কাজে লেগেছে। আপনাকে অশেষ ধন্যবাদ।
২৫৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: চোখে না পড়ে ভাল হয়েছে। পোস্টের তুলনা টা খুব বিশ্রী লাগছে।
২৫৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৩
নূর-ই-হাফসা বলেছেন: মানুষ ভাই টাই অদ্ভূত টাইপের মানুষ । সবচেয়ে অবাক লাগছে । কেউ কিছু বললে ওনিও মজা পাচ্ছিলেন ।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কী নিয়ে এত হৈ-হুল্লোড়?
২৬০| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, রিপ্লাই গুলা বেশ মজার। একটু ও রাগছে না মনে হল।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনারা দেখি এখনও সমানতালেই চালিয়ে যাচ্ছেন!
২৬১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জ্বী।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক আছে, চালিয়ে যান।
২৬২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪০
নূর-ই-হাফসা বলেছেন: এই ধরনের মানুষ গুলো মজার হয় । একটা গল্প বলি শুনুন , আমাদের এক সিনিয়র ভাই পরীক্ষা দিতে এলেন আগের দিন লিখিত পরীক্ষা আর ওসপি পরীক্ষা দেয়া শেষ । ক্লিনিকাল পরীক্ষা হাফ শেষ । ওনি ভাইভা দেয়ার আগে বললেন, আমার না ভাল্লাগছে না আমি চলে যাই তোমরা পরীক্ষা দেও । এটা বলে নাচতে নাচতে চলে গেলেন । অথচ এই এক্সাম না দিলে তাকে কয়েক মাস নষ্ট হবে । ওনার কোন গায়েই লাগলো না । মুখে তখনও হাসি ।
মানুষ ভাইয়ের কাজ দেখে আমার ওনার কথাই মনে পড়লো ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: পোস্টটাতে চোখ বোলালাম। কবিদের নিয়ে উনার টিটকারিটা ভালই হয়েছে। মন্তব্যগুলোও বেশ মজার। ভালই হয়েছে। কবিতা লেখার আগ্রহটা এমনিতেই নড়বড়ে হয়ে গিয়েছিল, এখন তো বেমালুম উবে গেল। তবে আমার মত ব্লগের সব কবির কবিতা কিন্তু খারাপ নয়। অনেকের কবিতাই রীতিমত প্রশংসার যোগ্য। আর কবিতার অধ্যায়টা ব্লগ থেকে বাদ দিলে ব্লগটাই তো মনে হয় কেমন অঙ্গহানির শিকার হবে।
২৬৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪২
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাই কি খবর ? ওনার পোষ্টে মজার একটা মন্তব্য দিন ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নাহ,। উনি মজা করেছেন। উনার মজার মধ্যে অন্য মজা ঢোকাতে চাই না।
২৬৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হায়, হায়, আমার এক মেডিকেল ফ্রেণ্ড বলে ভাইভা নাকি খুব গুরুত্বপূর্ণ। আর সেই ভাই গায়ে হাওয়া লাগিয়ে চলে গেল! দারুণ লোক তো!
২৬৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫১
নূর-ই-হাফসা বলেছেন: কিছু মানুষ থাকে এমন পাগলা টাইপ ।
২৬৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৪
নূর-ই-হাফসা বলেছেন: ওনার কথায় কি আর হবে । ওনি আগেও নাকি এমন ছিল । ওনি মন্তব্যে একটা কবিতা দিয়েছিলেন । আমি প্রতিউত্তরে এটা দিয়েছি । কি যে মজা লাগছিল ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি তো দেখি পুরো মজার মুডে আছেন!
২৬৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমিও দেখেছি নূরাফার মন্তব্য। অবশ্য লাইক দিতে ভুলে গেছিলাম।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এখন গিয়ে দিয়ে আসতে পারেন।
২৬৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৭
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাই আপনি বই পড়ে বেশি বেশি ধারণা নিন । তারপর গল্প লেখা শুরু করুন । দারুন হবে । পাঠক হিসেবে আমি অয়ন ভাই আর বাদশা ভাই তো আছেই । ব্লগ টা মরা মরা হয়ে গেছে । কঙ্কাবতী আপুর গল্পও শেষ ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্লগ মরা মরা হওয়ার কারণ কী? আর আমি গল্প লিখতে পারি না। আমার গল্প পড়ে সবাই আমার চৌদ্দগুষ্ঠি উদ্ধার করে ছাড়বে। মাফ চাই। এমনিতেই ব্লগ ছাড়ার চেষ্টা করছি।
২৬৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০১
নূর-ই-হাফসা বলেছেন: জি ভাই আমি ব্লগে ঢুকলে মজার মুডেই থাকি । মাঝে মাঝে মজার জন্য মানুষ ভাই আর বাদশা ভাই কে দরকার ।
মানুষ ভাই এর যে জিনিস টা ভালো লাগছে তা হলো । ওনি প্রতিউত্তরে কাউকে খারাপ কিছু বলেনি । বাদশা ভাই বলে । ওনি আমাকে একবার বলেছেন ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাদশা মিয়া কি এখনও বিদেশের গল্প শুনিয়ে যাচ্ছে? ব্লগে মনে হয় কম কম আসছে?
২৭০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তারপর তার কি হইল?ডাক্তারি পাশ করতে কত দেরি হইছে তার?
২৭১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৮
নূর-ই-হাফসা বলেছেন: জানি না ওনি শেষ বার বলেছেন বিদেশ আছেন । ওখানে ইঞ্জিনিয়ার হিসেবে আছেন । তারপর বলেছেন । ওনার ইঞ্জিনিয়ারিং এ পড়ার ইচ্ছে । ওনার কথার ঠিক নেই । ওনি সোফিয়ার শোকে পাগল হয়ে গেছেন ।
২৭২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এবার ব্লগ দিবস হবে না। এক জায়গায় সামুর কমেন্ট দেখলাম।
২৭৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৯
নূর-ই-হাফসা বলেছেন: তারপর কিছুক্ষণ ঘুরে এসে পরীক্ষা দিতে এসেছিলেন । এরপর আর খবর জানি না ।
২৭৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: Click This Link
২৭৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১০
নূর-ই-হাফসা বলেছেন: হবেনা সেইটা তো আমরা জানিই । আজ১৮ তারিখ । আমার দিন গোনা শেষ ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আফসোস করে আর কী হবে? আগামীতে হয়ত হবে, তখন যোগ দেবেন।
২৭৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৯
নূর-ই-হাফসা বলেছেন: আগামী বলে কিছু নেই । আগামী তে বেঁচে থাকবো কিনা তারি ঠিক নেই ।
সম্রাট ভাই আপনি এখন কয়টা করে বই পড়েন ?
২৭৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বুড়ি আপু ও অয়ন ভাই! আপনারা থাকুন, আমি যাই।
২৭৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি ভেবেছি ১৯ তারিখ না হলেও পরে হবে। এখন দেখলাম এবার আর হবেই না।
২৭৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৪
নূর-ই-হাফসা বলেছেন: কয়েক বছর ধরে হচ্ছে না । ব্লগ নিয়ে ঝামেলা হওয়ার পর থেকে । ধর্ম বিরোধী আর নেতা নেত্রী বিরোধী পোষ্ট গুলো সর্বদা এরিয়ে যাওয়া ভালো ।
২৮০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগে অনেকদিন রম্য পোস্ট আসে না।
২৮১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৮
কুঁড়ের_বাদশা বলেছেন: আমি আয়া পড়ছি!
২৮২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩২
নূর-ই-হাফসা বলেছেন: বাদশা ভাই রম্য পোষ্ট দিন ।
২৮৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৩
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাইকে দেয়া উপদেশ এতোটা কাজে লাগবে বুঝতে পারিনি ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার তো খুশি হওয়ার কথা। আপনার পরামর্শে একজনের এতবড় উপকার হল!
২৮৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৫
কুঁড়ের_বাদশা বলেছেন: কিছুদিন পড়ালেখা নিয়ে একটু ব্যস্ত আছি।তারপরেও এতো পড়েও আমি ফেল করবো। কিন্তু কবি বলিয়াছেন, একবার না পাড়িলে দেখ শতবার। সমস্যা নাই আদু ভাই যদি পাশ করতে পারে আর আমি কুড়ের বাদশা কেন পারবোনা।
২৮৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ওহ নো! ব্লগে ইনভিজিবল ম্যান এসেছে।
২৮৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৪
নূর-ই-হাফসা বলেছেন: আমজাদ নাম দেখেছি । ওনার সাথে কথা বলার খুব ইচ্ছে । ওনার তো কোন পোষ্ট ও রাখেননি
ওনি কি ব্লগার দের পাহারা দিচ্ছেন ।
২৮৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সরকার নির্ধারিত গোয়েন্দা?
২৮৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: হতেও তো পারে । বা স্বপ্নের ফেরিওয়ালা দের মতো কোন ব্লগার ও হতে পারে ।
অদৃশ্য মানব কিন্তু ভালোই পুরাতন ।
২৮৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার ব্লগ খোলার প্রথম দিকে খেয়াল করেন নাই?
২৯০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৬
কুঁড়ের_বাদশা বলেছেন: স্বপ্নের ফেরিওয়ালাকে দেখলে আমার খুব ডর লাগে ! একারণে, আমি বেশি বেশি স্বপ্নের ফেরিওয়ালাকে ওস্তাদ কই। যেন আমার পিছনে না লাগে । কারণ আমি তো রম্য পোষ্ট দেই তাও আবার মেয়েদের সাথে মজা করে।
আচ্ছা,অয়ন ওস্তাদ ও হাফসা আফা স্বপ্নের ফেরিওয়ালা এতো ওমেরা আফার পিছনে লেগেছে কেন? নিশ্চয়, কোন কাহিনী আছে।
২৯১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি তো ভাবছিলাম ফেরিওয়ালা আর বাদশা দুইজনে পরিচিত। এখন দেখি উল্টা আমার কাছে জিজ্ঞেস করে!
২৯২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০১
নূর-ই-হাফসা বলেছেন: বাদশা ভাই চুপ থাকা ভালো। নাহলে কিন্তু স্বপ্নের ফেরিওয়ালা এখানে এসে হানা দিবে ।
কাহিনী তো অবশ্যই কিছু একটা আছে । যেটা আমরা কেউ এ বুঝতে পারছি না সঠিক ভাবে ।
তবে এতটুকু জানি স্বপ্নের ফেরিওয়ালা ওমেরার চ্যালেন্জ এক্সেপ্ট করেছে । ওনি তাই এখনো লেগে আছেন ।
২৯৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৩
কুঁড়ের_বাদশা বলেছেন: অয়ন ওস্তাদ, আমি স্বপ্নে ফেরিওয়লাকে চিনি না। আরে আমি সেদিন সম্রাট ওস্তাদের সাথে মজা করে ঐ স্কিন শট দিয়েছিলোম। কেন আমাকেও কি আপনি স্বপ্নের ফেরিওয়লা ভেবেছিলেন?
২৯৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ফেরিকে বন্ধু বন্ধু বলার কারণে আমি ভাবছি আপনারা দুইজন মনে হয় বাস্তব জীবনে পরিচিত।
২৯৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৭
কুঁড়ের_বাদশা বলেছেন: হাফসা আপা,ঠিক বলেছেন। আমাদের চুপ থাকা ভাল। না হলে, কখন যে অঘটন ঘটে যায়।
২৯৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৯
কুঁড়ের_বাদশা বলেছেন: অয়ন ওস্তাদ, আমি তো সকলকে ভন্দু কই কিংবা, ওস্তাদ কই। আমি হলাম সকলের বিনোদন বন্ধু কুঁড়ের বাদশা ।আমার সাথে কার শত্রুতা আছে। কেউ যদি কিছু বলে খঅলি সরি সরি কমু। তাহলে মামলা খালাস। কি কন?
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তা কেমন আছেন বাদশা শিষ্য?
২৯৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১১
নূর-ই-হাফসা বলেছেন: বাদশা আর অয়ন ভাই দেখেছেন চাঁদগাজী ভাইয়ের পোষ্ট এ আমাদের৩ জনের আগমন এক সাথে । মজা র লাগলো ।
২৯৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ওস্তাদ,শিষ্য কাছাকাছিই থাকে । আর আপনি বড় আপা হিসাবে আমাদের উপর নজর রাখেন। তাই একসাথে পেলেও অবাক হবেন না।
২৯৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শিষ্য, যাই হোক, এখন বুঝলাম। যখন দেখেছিলাম, তখন মনে হচ্ছিল, খাইছে! যেমনে ভন্দু ভন্দু করতাছে! এরা পরিচিত নাকি!
৩০০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৫
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । বাচ্চা রা থাকুন আমি এখন গেলাম ।
৩০১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:২১
কুঁড়ের_বাদশা বলেছেন: অয়ন ওস্তাদ,সামুতে আমারে কেউ কিছু কইলে তার দাঁত ভাঙ্গাই হাতে ধরাই দিমু। কোন টেনশন নিয়েন না। খালি আমারে কইয়েন। আর ব্লগিং করুন। অনেক পুরাতন ব্লগার ভাই ব্রদার আছে।
৩০২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৬
নূর-ই-হাফসা বলেছেন: বাদশা ভাই কেউ কি আপনাকে কিছু বলেছে ?
অয়ন সরি ভাই ৩০০ নাম্বার কমেন্টস টা আমি দিয়ে ফেললাম । খেয়াল করেনি ।
৩০৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শিষ্য, হরতালের ডাক দেয়ার পর একবার ও তো তোমারে পাইলাম না। কিছু ব্লগার পুড়াইতে না পারলে হরতাল ডেকে লাভ কি?
৩০৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নূরাফা, আমি ৭+১= ৮ বারের চ্যাম্পিয়ন। তাই আপনার একটা গোল তেমন গায়ে লাগল না।
৩০৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: ওকে এরপর গোল দিলে ও আমি দিব ।
ব্লগের পরিবেশ মরা মরা। শীত এর আবেশ কি ব্লগেও ফড়লো
৩০৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি তো চানাচুরের পোস্টে আপনারে খুজতাছিলাম।
৩০৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
নূর-ই-হাফসা বলেছেন: কেন ভাই ?
৩০৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কোন কারণ নাই।
৩০৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
নূর-ই-হাফসা বলেছেন: চানাচুর আপু নতুন পোষ্ট দিয়েছে জানতাম না ভাই । ধন্যবাদ বলার জন্যে ।
আপনি আর বাদশা ভাই দেখি মজা করছেন , আপনাদের ওস্তাদ শিষ্য জুটি টা দারুন ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: একদম পারফেক্ট জুটি।
৩১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কোথায় মজা করলাম!?
জুটি বানাতে শিষ্যের ভূমিকা সবচেয়ে বেশি। সে ওস্তাদ ওস্তাদ না করলে এই জুটি হত না।
চানাচুর আপা বলল,আপনি নাকি ফর্মে ছিলেন।
৩১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা ।
সামিয়া আপুর ব্লগে ওনার ছবি নিয়ে মজা করছিলেন ।
সামু পাগলা এর আড্ডা টপিক ধরা মুশকিল
৩১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাই মনে হয় সত্যি সত্যি ব্লগ ছাড়লেন । আগে তো অনেক কবিতা লিখতেন ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্লগ তো ছেড়েই দিতে চাইছি। আপনারা আড্ডা চালিয়ে যাবেন।
৩১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: না, ছবিটা সত্যিই ভয়ংকর টাইপ!
আড্ডাঘরে মাঝে মাঝে আমিও অনেক কমেন্ট স্কিপ করে যাই।
আমিতো আপাতত বেকার। তাই আমার সময়ের অভাব নাই। সম্রাট ভাই কি ছাত্র না কর্মজীবী?
৩১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
নূর-ই-হাফসা বলেছেন: বেকার কিভাবে , পড়াশুনা ও কাজ বটে ।
সম্রাট ভাইয়ের ব্যাপারে সঠিক জানি না । ওনি নিজ থেকে বলেন নি ।
৩১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নূরাফা, আপনার কি মনে হয় গল্পের নায়িকা কংকা আপা নিজেই?
৩১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৭
নূর-ই-হাফসা বলেছেন: কঙ্কা আপু যদি দেশে থাকেন তাহলে ওনি না । গল্পের নায়িকা ফুফুর সাথে বাহিরে আসেন । আমার কাছে সম্ভাবনা ফিফটি ফিফটি লাগে ।
৩১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন:
৩১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৬
নূর-ই-হাফসা বলেছেন: আপুর সাথে মিল খুজতে গেলে আপু রাগ ও করতে পারেন । তাই ভয়ে কিছু বলছি না ।
৩১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, এই পোস্টে যাতে ভুলেও না ঢুকে!
৩২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪০
নূর-ই-হাফসা বলেছেন: আশা করি ঢুকবেন না ।
৩২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২
নূর-ই-হাফসা বলেছেন: আপনি কি অরিজিনাল ঢাকাইয়া ?
পুরান ঢাকার গায়ে হলুদ প্রোগ্রাম গুলো মজার হয় । অনেক রাত পর্যন্ত হয় ।
৩২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: না, গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। এখন শীত শুরু হইছে । অনেক রাত বিরাতেও গান শুনা যায়। গায়ে হলুদে বেশ মজা হয়। আমি যখন ৫ এ পড়ি তখন ছাদে কাদের যেন গায়ে হলুদ। তো অনেকগুলা ইভেন্ট এর মধ্যে একটা ইভেন্ট এ জয়েন করলাম। ওটা ছিল লটারির মাধ্যমে যার ভাগ্যে যেটা পড়বে তাকে সেই রোল প্লে করতে হবে। আমার ভাগ্যে কি যেন পড়ছিল। আমি দেখলাম, আমার পাশের জন পাইছে রাজনৈতিক বক্তৃতা। আমি বললাম এইটা আমারে দাও। আমারটা তুমি নেও। সবার লাস্টে আমি গেলাম আর ফাটাইয়া একখান বক্তৃতা দিলাম নির্বাচনে জিতলে কি কি করব। আমিই হিট হইলাম।
তবে পৌষ সংক্রান্তি মানে ঘুড়ি উড়ানো দিবসে পুরান ঢাকা একদম জেগে উঠে। ওইদিন মনে হয় বাংলাদেশের সব আতশবাজি পুরান ঢাকায়ই ফুটানো হয়।
৩২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: আমি কখনো ঘুড়ি উৎসবে যাওয়া হয়নি । সামনাসামনি আতশবাজি ফাটানোও দেখা হয়নি ।
তবে পুরান ঢাকার মানুষ গুলো অনেক সৌখিন । এটা আমার ভালো লাগে ।
৩২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০০
নূর-ই-হাফসা বলেছেন: আপনি যে দারুন চঞ্চল প্রকৃতির ছেলে বুঝাই যায়
৩২৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সৌখিন! কিসে কিসে সৌখিন? শুনেছি, নতুন ঢাকা থেকে ১৪ জানুয়ারি অনেক মানুষ এসে পড়ে আতশবাজি দেখতে। আমি সহ আমার বন্ধুরা প্রথম প্রথম তাবিজ বোম বানাতাম অনেক খেটেখুটে। পরে হাতে টাকা আসার পর অনেক বোমা কিনা হইছে। এখন আর কিছুই হয় না।
৩২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১
নূর-ই-হাফসা বলেছেন: বড় হওয়া এক ঝামেলা বটে ।
হা অনেকে যায় শুনেছি তবে কখনো দেখেনি ।
৩২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আতশবাজি আমার কখনোই ভাল লাগে নাই। কারণ এটা খুব পরিবেশ দূষণ করে।
৩২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৬
কুঁড়ের_বাদশা বলেছেন: আমি ভালা আছি ।। একখানা কবতো লিখাছি তারাতারি জলদি গরম গরম পড়িয়া আসেন।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাই নাকি? এখনই পড়ছি।
৩২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫০
কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা বাসি হয়ে গেলে পড়ে মজা পাইবেন না।
৩৩০| ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৯
খায়রুল আহসান বলেছেন: দুঃখ আর যন্ত্রণার কবিতা। দুঃখ যন্ত্রণা মানব জীবনের নিত্য অনুষঙ্গ।
০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
চাঁদগাজী বলেছেন:
সুন্দর কবিতা বলতে হয়, কোথায়ও দাঁড়ি, কমা নেই, ট্রেনের মত চলছে